এখন পড়ছেন
হোম > রাজ্য > মমতা দেবী দূর্গা আর মোদী-শাহ জোড়া অসুর! তৃণমূল বিধায়কের বিতর্কিত মন্তব্যে শোরগোল রাজ্যে!

মমতা দেবী দূর্গা আর মোদী-শাহ জোড়া অসুর! তৃণমূল বিধায়কের বিতর্কিত মন্তব্যে শোরগোল রাজ্যে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – শাসক দলের নেতাকর্মীদের মধ্যে অনেক সময় দেখা যায় দলীয় সুপ্রিমোকে বিভিন্ন কথার ভূষিত করতে। যদিও কোন কোন সময় সেই কথার ভূষণ অন্য সাধারণের ‘একটু বেশি মাত্রা’ বলেই মনে হয়! রাজনৈতিক বিরোধী মহলেও এই নিয়ে রীতিমত বিদ্রুপ চলে! বিরোধীরাও বিভিন্ন কটাক্ষ দিয়ে এ ধরনের ধরনের ভূষণকে আরো বিদ্রুপাত্মক করে তোলেন বিভিন্ন সময়ে।

বিভিন্ন জন মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা করলেও এবার তৃণমূল বিধায়ক ইদ্রিস আলী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে একেবারে দেবী দুর্গার জায়গায় বসিয়েছেন। সম্প্রতি ইদ্রিস আলী বাউরিয়ায় আমফান ক্ষতিগ্রস্তদের ত্রিপল বিতরণ অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখানে তৃণমূলের প্রাক্তন সভাপতি অসিত ব্যানার্জির সহায়তায় আমফান বিধ্বস্ত মানুষের হাতে ত্রিপল তুলে দেন বলে জানা গেছে। সেই অনুষ্ঠানে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ হন বলে জানা গেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু তিনি প্রশংসা করতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে দেবী দুর্গা রূপে এবং দেশের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী নরেন্দ্র মোদী ও অমিত শাহকে যথাক্রমে অসুর বলে বর্ণনা করেছেন। যথারীতি এই মন্তব্য রাজনৈতিক মহলে জোর শোরগোল ফেলেছে বলে খবর। ইদ্রিস আলীর মতে, যেভাবে মুখ্যমন্ত্রী বাংলার পাশে এসে দুর্যোগের সময় দাঁড়াচ্ছে, বাংলার জন্য কাজ করে চলেছেন, সাধারণ মানুষকে সাহায্য করছেন, তার সঙ্গে দেবী দুর্গার মিল পাওয়া যাচ্ছে। রাজ্যবাসী মুখ্যমন্ত্রীকে এই মুহূর্তে দেবী দুর্গার আসনে বসিয়েছেন বলে তিনি দাবি করেন।

অন্যদিকে এই দাবিকে তিনি আরো জোরদার করে তোলেন নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে অসুরের সঙ্গে তুলনা করে। অন্যদিকে বিজেপির শিবিরের ভার্চুয়াল সভাকে কটাক্ষ করে এদিন ইদ্রিস আলী বলেন, বিজেপি মানুষের দুর্দশার দিনে তাঁদের পাশে না দাঁড়িয়ে জলের মতো অন্য কাজে টাকা খরচ করছে। তাই মানুষ তাঁদের কোনোভাবেই মেনে নিতে পারবে না। পাশাপাশি ইদ্রিস আলী আরো উল্লেখযোগ্য ভাবে মন্তব্য করে বসেন, মুখ্যমন্ত্রীকে অপমান করলে বাংলার মানুষ তাঁদের পেটাতে পারে।

বিশেষজ্ঞদের মতে, ইদ্রিশ আলি এখানে বিরোধী দলের দিকে ইশারা করেছেন। ইদ্রিশ আলির কথায়, দেশবাসী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে প্রধানমন্ত্রী রূপে দেখতে চাইছে। আর কেন্দ্রীয় দলের এই মুহূর্তে রাজ্যে কোন গুরুত্ব নেই। কারণ তাঁরা রাজ্য এবং কেন্দ্র দু’জায়গায় দু’রকম কথা বলেন। স্বাভাবিকভাবেই তৃণমূল বিধায়ক ইদ্রিস আলীর এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে রাজনৈতিক মহলে ঝড় উঠে গেছে। বিরোধী দলের পক্ষ থেকে ইদ্রিস আলীর মন্তব্যের কড়া ভাষায় সমালোচনা করা হচ্ছে বলে জানা গেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!