এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে এগোন, মমতাকে ভয় পেয়েছে বিজেপি! তীব্র আক্রমন শুরু তৃণমূলের

মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে এগোন, মমতাকে ভয় পেয়েছে বিজেপি! তীব্র আক্রমন শুরু তৃণমূলের


করোনা নিয়ে বর্তমানে রাজ্য বনাম কেন্দ্রের দ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসছে। সম্প্রতি পরিযায়ী শ্রমিকদের ফেরাতে পশ্চিমবঙ্গ সরকার উদ্যোগ গ্রহণ করছে না বলে একটি চিঠি দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যার পরিপ্রেক্ষিতে গোটা বাংলাজুড়ে শোরগোল পড়ে যায়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী একথা বলে রাজ্য সরকারের পক্ষ থেকে যে উদ্যোগ নেওয়া হচ্ছে না, তা কার্যত স্পষ্ট করে দিলেন বলেই মনে করে রাজনৈতিক মহলের একাংশ।

আর এমত পরিস্থিতিতে এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যকে কার্যত খন্ডন করে ময়দানে নামলেন তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েন। সূত্রের খবর, এদিন এই প্রসঙ্গে তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন বলেন, “এতদিনে ঘুম থেকে উঠলেন অমিত শাহ। কোনো পরিযায়ী শ্রমিকের জন্য কিছু করেছেন এতদিন! এই প্রশ্নের উত্তর দিন আগে। আপনি তো ঘুমিয়ে গভীর ঘুমে ছিলেন। এখন কেন সমস্যা তৈরি করছেন! আপনার চিঠির জন্য ক্ষমা চান।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত, ইতিমধ্যেই অমিত শাহের এহেন বক্তব্যের পরিপ্রেক্ষিতে তাকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় যুব সভাপতি তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এবার এই ব্যাপারে অমিত শাহকে কড়া ভাষায় আক্রমণ করতে দেখা গেল ডেরেক ও’ব্রায়েনকে। তবে শুধু ডেরেক ও’ব্রায়েন নয়, এই ব্যাপারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে কটাক্ষ করেছেন বারাসাতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার।

তিনি বলেন, “আপনি কেন মিথ্যে কথা বলছেন! ধনী-দরিদ্র্যের বিভেদ করছেন? আপনাদের পরিকল্পনার অভাব আছে। মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলে এগোন। মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় পেয়েছে বিজেপি। তাই ভুল খবর প্রচার করছে। ওরা ফেক নিউজ কারখানা। ওরা কি বলল, তাতে কি যায় আসে!” রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, অমিত শাহ রাজ্যকে চিঠি পাঠিয়ে যে মুহূর্তে বলার চেষ্টা করেছেন যে, রাজ্য পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনতে আন্তরিকতা দেখাচ্ছে না, সেই মুহূর্তেই রাজ্য সরকারের তথা তৃণমূল কংগ্রেসের ভূমিকা নিয়ে নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করেছিল।

আর জনমানসে তৃণমূল কংগ্রেসের ব্যাপারে প্রশ্ন তৈরি হওয়ার সাথে সাথেই এবার সেই অমিত শাহকে কটাক্ষ করে শোরগোল তুলে দিতে দেখা গেল তৃণমূলের হেভিওয়েট নেতা, সাংসদদের। তবে কার বক্তব্য সঠিক – এখন তা নিয়ে ধন্দে রয়েছেন রাজনৈতিক মহল। তবে করোনা মোকাবিলা করা অপেক্ষা যেভাবে তরজা লক্ষ্য করা যাচ্ছে, তাকে দুর্ভাগ্যজনক বলেই আখ্যা দিচ্ছেন বিশেষজ্ঞরা। এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, তার দিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!