এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > সব জল্পনা কল্পনার অবসান – কলকাতা উত্তর থেকে প্রার্থী হচ্ছেন এই হেভিওয়েট তৃণমূল নেতা

সব জল্পনা কল্পনার অবসান – কলকাতা উত্তর থেকে প্রার্থী হচ্ছেন এই হেভিওয়েট তৃণমূল নেতা

প্রিয় বন্ধু মিডিয়া এক্সক্লুসিভ – জাতীয় নির্বাচন কমিশন এখনও আসন্ন লোকসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা না করলেও, রাজনৈতিক দলগুলি পুরোপুরি ‘ইলেকশন মোডে’ ঢুকে গেছে। আর এবারের নির্বাচনে বাংলায় মূল লড়াইটা হতে চলেছে তৃণমূল কংগ্রেস বনাম ভারতীয় জনতা পার্টির। ফলে তৃণমূল বা বিজেপির প্রার্থী তালিকায় কারা কারা স্থান পাবে, তা নিয়ে জল্পনার অন্ত নেই। এই অবস্থায় কোলকাতা উত্তর আসন নিয়ে শুরু হয়েছে তুমুল জল্পনা। এই আসনটি এক কথায় দক্ষিণ পন্থী রাজনীতির গড় বলা হয়।

অজিত পাঁজার হাত ধরে যে আসন বামদের থেকে দক্ষিণ পন্থীদের হাতে এসেছিল, মাঝে নিজেদের মধ্যে মন কষাকষিতে তা বিচ্ছিন্নভাবে বামেদের হাতে যাওয়া ছাড়া আপাতত তা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের হাতে সুরক্ষিত। এমনকি, গতবার কলকাতা উত্তর আসন থেকে জেতার পর লোকসভায় তাঁকে দলের নেতা নির্বাচিত করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুদীপবাবুর মত হেভিওয়েট রাজনীতিবিদ স্বাভাবিক নিয়মেই আবার টিকিট পাবেন এটাই স্বাভাবিক ঘটনা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু, ২০১৪ সালের লোকসভা নির্বাচনের পর বিগত পাঁচ বছরে গঙ্গা দিয়ে জল অনেক গড়িয়ে গেছে। এর মধ্যে রোজভ্যালি চিটফান্ড কাণ্ডে সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়ে সুদীপবাবুকে দীর্ঘদিন ওড়িশার জেলে কাটাতে হয়েছে। যদিও, স্বয়ং তৃণমূল নেত্রী এই ঘটনাকে বিজেপির ‘রাজনৈতিক ষড়যন্ত্র’ আখ্যা দিয়েছেন। আর জেলে থাকার সময় সুদীপবাবু প্রচন্ড অসুস্থ হয়ে পড়েন, জেলে থাকার বেশিরভাগ সময়টাই তাঁর কাটে ভুবনেশ্বরের এক বেসরকারি নার্সিংহোমের কেবিনে। শেষ পর্যন্ত তিনি জামিন পেলে দেখা যায় – তাঁর স্বাস্থ্য রীতিমত ভেঙে পড়েছে!

আর রোজভ্যালি কাণ্ডে জেল খাটা ও ভগ্নস্বাস্থ্য – এই দুই জটিল সমীকরণে প্রাথমিকভাবে শোনা যাচ্ছিল, আসন্ন লোকসভা নির্বাচনে সুদীপবাবু নাকি আর কলকাতা উত্তর থেকে দাঁড়াচ্ছেন না। তাঁর পরিবর্তে দলীয় দুই মন্ত্রী বা পুরসভার এক হেভিওয়েট কউন্সিলরের নাম ভাসছিল, এমনকি নাম ভাসছিল প্রাক্তন রাজ্যপাল শ্যামল সেনেরও। কিন্তু, বিজেপির প্রবল উত্থানের পরিপ্রেক্ষিতে নতুন কাউকে দাঁড় করানো ঝুঁকির – তাই দলের একটা অংশ চাইছিল সুদীপবাবুর বদলে তাঁর স্ত্রী নয়না বন্দ্যোপাধ্যায়কে টিকিট দিতে। কিন্তু শেষ খবর পাওয়া গেছে যে আর কেউ নন – কলকাতা উত্তরে ফের প্রার্থী হচ্ছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ই। আর তার পরিপ্রেক্ষিতে সুদীপবাবু নিজে কর্মীসভা শুরু কে দিয়েছেন এবং তাঁর অনুগামীরা শুরু করে দিয়েছেন দেওয়াল লিখন। এখন নাকি শুধু সরকারিভাবে শাসকদলের ঘোষনা করাটাই বাকি রায়ে গেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!