এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > করোনা মহামারীর কঠিন সময়েও গোষ্ঠীদ্বন্দ্ব আটকাতে পারছে না তৃণমূল! অস্বস্তি বাড়ছে শাসকদলের

করোনা মহামারীর কঠিন সময়েও গোষ্ঠীদ্বন্দ্ব আটকাতে পারছে না তৃণমূল! অস্বস্তি বাড়ছে শাসকদলের

লকডাউনে এখন প্রায় সকলেই গৃহবন্দী। করোনা ভাইরাসকে আটকাতে প্রতিষেধক পদ্ধতি হিসেবে কাজ করছে এই লকডাউন। কেননা এখনও পর্যন্ত করোনা ভাইরাসের কোনো ওষুধ পাওয়া যায়নি। আর লকডাউন নিয়ে যখন সকলে চিন্তিত, যখন তার মোকাবিলা করতে তৎপর রাজ্য এবং কেন্দ্রীয় সরকার, ঠিক তখনই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব সামনে চলে এল। শাসক দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব প্রকাশ্যে আসায় প্রমাণ হয়ে গেল, মহামারী যে পর্যায়েই থাকুক না কেন, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব সবসময় প্রত্যক্ষ করতে মানুষ।

কিন্তু কোথায় এবং কেন তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব? সূত্রের খবর, শনিবার দক্ষিণ 24 পরগনার বাসন্তীতে তৃণমূলের আদি কর্মী সমর্থক এবং যুব তৃনমূলের মধ্যে চরম দ্বন্দ্ব তৈরি হয়। জানা গেছে, শনিবার সকালে বাসন্তীর ফুল মালঞ্চ 10 নম্বরে প্রায় 40 জন যুব তৃনমূলের কর্মী-সমর্থকরা সমবেত হন। অভিযোগ, সেখানেই যুব কংগ্রেসের কর্মী সমর্থকরা লাঠি, বাঁশ নিয়ে তৃণমূলের কর্মী সমর্থকদের ওপর আঘাত আনেন। আর এরপরই দু’পক্ষের সংঘর্ষে রণক্ষেত্র হয়ে ওঠে এলাকা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গেছে, ইতিমধ্যেই এই ঘটনায় 3 জন কর্মী সমর্থক আহত হয়েছেন। যাদের বাসন্তী গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিন্তু লকডাউনের সময় যখন সকলে গৃহবন্দী, যখন রাজ্য এবং দেশকে সুস্থ করার জন্য মরিয়া চেষ্টা করছে প্রশাসন থেকে শুরু করে চিকিৎসকরা, তখন তৃণমূলের এই গোষ্ঠীদ্বন্দ্ব কি আদৌ সাজে? কেন তারা এই ধরনের দ্বন্দ্বে লিপ্ত হলেন? এই প্রসঙ্গে যুব তৃণমূল কংগ্রেস কর্মীদের অভিযোগ, তাদের কর্মীদের আদি তৃণমূলের কর্মীরা কটাক্ষ করেছিল। আর এরপর থেকেই অশান্তি শুরু হয়েছে।

তবে আদি তৃণমূলের কর্মী-সমর্থকরা যুব তৃনমূলের তোলা এই অভিযোগকে সম্পূর্ণরূপে অস্বীকার করে দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, তৃণমূল এই দ্বন্দ্ব করে নিজেদের বিরম্বনা নিজেরাই বাড়াল। কেননা করোনার কঠিন পরিস্থিতিতে সাধারণ মানুষ আতঙ্কিত, এখন সকলকেই রাজনীতির রঙ ভুলে মানুষের পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ করছেন সকলে। কিন্তু তা সত্ত্বেও যেভাবে তৃণমূলের দুই গোষ্ঠী নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বকে সামনে নিয়ে চলে আসল, তাতে বাসন্তীতে শাসকদল ভবিষ্যতে যে চরম বিড়ম্বনায় পড়তে চলেছে, সেই ব্যাপারে কার্যত নিশ্চিত বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!