এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > প্রশাসনের সঙ্গে অভব্যতার অভিযোগে কড়া শাস্তির মুখে তৃণমূলের হেভিওয়েট শিক্ষক নেতা

প্রশাসনের সঙ্গে অভব্যতার অভিযোগে কড়া শাস্তির মুখে তৃণমূলের হেভিওয়েট শিক্ষক নেতা

শাসকদলের নির্দেশ মোতাবেক বা শাসকদলের শিক্ষক সংগঠনের সুপারিশ মোতাবেক শিক্ষকদের পোস্টিং পাওয়া নতুন কিছু নয় বলে দীর্ঘদিন ধরেই অভিযোগ উঠেছে। বিগত বাম জমানা থেকেই শাসকদলের শিক্ষা সংগঠনের ইচ্ছা মোতাবেকই কাজ করে থাকেন জেলা শিক্ষা অধিকর্তারা। কিন্তু এরই মাঝে বেনজির ঘটনা ধরা পড়ল উত্তর দিনাজপুর জেলাতে। সম্প্রতি পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির উত্তর দিনাজপুরের জেলা সভাপতি গৌরাঙ্গ চৌহানকে সাসপেন্ড করেছে জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান ইনচার্জ তথা জেলা বিদ্যালয় পরিদর্শক সুজিত মাইতি।

সাসপেন্ড করার স্বপক্ষে যুক্তিতে জানানো হয়েছে, নবনিযুক্ত দুই শিক্ষক শিক্ষিকা অর্জুন খটিক এবং কবিতা দের পোস্টিং সংক্রান্ত বিষয়ে উত্তর দিনাজপুর তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠনের সভাপতি গৌরাঙ্গবাবু অফিসে ঢুকে ডিআইয়ের সঙ্গে অভব্য আচরণ করেন। গৌরাঙ্গবাবুর নামে অভিযোগ, সেপ্টেম্বরের 26 তারিখে তাকে শোকজ করা হয়েছিল। গত 30 শে সেপ্টেম্বরের মধ্যে সেই শোকজের জবাব দেবার কথা ছিল। 27 তারিখ শুক্রবার বিকেল বেলায় গৌরাঙ্গবাবু সেই শোকজের জবাব দেন।

কিন্তু শিক্ষকের প্যাডে জবাব না দিয়ে তৃণমূলের শিক্ষক সংগঠনের প্যাডে জবাব দেওয়া হয়েছে বলে অভিযোগ। ভারপ্রাপ্ত অফিসারের তরফে যে ঘটনাকে কেন্দ্র করে উত্তর দিনাজপুর জেলার শিক্ষক, শিক্ষাকর্মী সংগঠনগুলোর মধ্যে জোর চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এই নিয়ে সরগরম চর্চা শুরু হয়ে গেছে রাজনৈতিক মহলের অন্দরে। গৌরাঙ্গ চৌহান সংবাদমাধ্যমকে বলেন, “কবিতা দের বাড়ি আগে দুর্গাপুরে ছিল। 15 বছর মামলার পর এবার 30 জন চাকরি পেয়েছেন। এখন তিনি রায়গঞ্জের উকিলপাড়ার স্থায়ী বাসিন্দা।”

গৌরাঙ্গবাবুর বক্তব্য, “কবিতা দেবীর পোস্টিং হয়েছে ইটাহার ব্লকের প্রত্যন্ত একটি গ্রামে। অর্জুন খটিকের বাড়িও উকিলপাড়ায় এবং তারও পোস্টিং ইটাহারের প্রত্যন্ত গ্রামে। আমি ওই দুজনকে, কাছে কোথাও পোস্টিং দেওয়ার জন্য অনুরোধ করেছিলাম। কোনো রকমের দুর্ব্যবহার করা হয়নি। যদি দুর্ব্যবহার করা হয়ে থাকে, তাহলে তার ভিডিও ফুটেজ প্রকাশ করা হোক।” এই বিষয়ে গৌরাঙ্গবাবু আরও জানান, জেলা পরিষদের সভাধিপতি কবিতা বর্মন থেকে শুরু করে উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইলাল আগরওয়াল পর্যন্ত সকলকে ওই দুজনের পোস্টিংয়ের বিষয়ে জানিয়েছেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যা নিয়ে ভারপ্রাপ্ত আধিকারিক সুজিত মাইতিকে ফোন করেছিলেন উক্ত নেতারা বলেও জানা গেছে। গৌরাঙ্গবাবু বলেন, জেলা পরিষদের সভাধিপতি এবং তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি ফোন করার পর আমি অফিসে গিয়েছিলাম। এদিন বিকেলে সংগঠনের প্যাডে শোকজের জবাব দিই। কারণ আমি নিজের জন্য নয়, সংগঠনের পক্ষ থেকে পরপর দুদিন অফিসে গিয়েছিলাম। আর তারপরেই এদিন বিকেলে মোবাইলে সাসপেনশন লেটার পেয়েছি। নিয়মবহির্ভূতভাবে সাসপেন্ড করা হয়েছে।

তবে এই ঘটনা প্রসঙ্গে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান ইনচার্জ তথা জেলা বিদ্যালয় পরিদর্শক সুজিত মাইতি সংবাদমাধ্যমকে জানান, “দুই জনের পোস্টিং নিয়ে অফিসে এসে আমার সঙ্গে গৌরাঙ্গবাবু দুর্ব্যবহার করেছেন। তাদের এমন কোনো খারাপ জায়গায় পোস্টিং হয়নি। এই নিয়ে হস্তক্ষেপ করার কোনো অধিকার নেই। শিক্ষকের অ্যাপয়েন্ট অথরিটি হচ্ছেন ডিপিএসসির চেয়ারম্যান। সেই অথরিটিকে তিনি এক্তিয়ারের বাইরে গিয়ে গালাগালি দিয়েছেন। এইজন্য আমি শোকজ করেছি। উত্তর পাওয়ার পরে ব্যবস্থা নেব।”

এই প্রসঙ্গে উত্তর দিনাজপুর তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল বলেন, “ওই দুজনের পোস্টিং নিয়ে আমি ডিআইকে বলেছিলাম। সেই সময় তিনি বলেছিলেন, এখন তো পোস্টিং হয়ে গিয়েছে। পড়ে দেখা যাবে। গৌরাঙ্গবাবুকে সাসপেন্ড করেছেন শুনেছি। এমন ঘটনার নজির এর আগে দেখিনি। বিষয়টি দেখছি।” তবে বিশেষ সূত্র মারফত জানা যাচ্ছে, গৌরাঙ্গবাবু রায়গঞ্জ গার্লস এফপি স্কুলের টিচার ইনচার্জ হিসেবে শোকজ নোটিশ পেয়েছিলেন।

কিন্তু সেই শোকজের জবাব তিনি দলীয় প্যাডে( তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সভাপতি) দেওয়ায় সার্ভিস রুল ভঙ্গ হয়েছে। তাকে সাসপেন্ড করার পিছনে দলীয় প্যাডে শোকজের জবাব দেওয়ার কারণটিকে উল্লেখ করা হয়েছে। তবে শাসকদলের শিক্ষক সংগঠনের জেলা সভাপতিকে এইভাবে সাসপেন্ড করার নজির সত্যিই পশ্চিমবঙ্গের অন্য কোথাও দেখতে পাওয়া গেছে কিনা, তাই নিয়ে রীতিমতো ধন্দ রয়েছে বিশ্লেষকদের মনে। আর এই ধরনের পদক্ষেপের ভবিষ্যৎ কী হবে, সেই নিয়েও রীতিমত জল্পনা চলছে ওয়াকিবহাল মহলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!