এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > অমিত শাহের ভার্চুয়াল সভা ঝড় তুলতেই পাল্টা তীব্র আক্রমণের রাস্তায় তৃণমূলের শীর্ষ নেতৃত্ব

অমিত শাহের ভার্চুয়াল সভা ঝড় তুলতেই পাল্টা তীব্র আক্রমণের রাস্তায় তৃণমূলের শীর্ষ নেতৃত্ব


বিজেপির টার্গেট যে বাংলা দখল, তা লকডাউন শিথিল হওয়ার মুহূর্তে অনলাইনের মাধ্যমে ভার্চুয়াল সভা করে প্রমাণ করে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই সভা থেকে তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করেছেন। যা ভয়াবহ দুর্যোগের পরিস্থিতিতে রাজ্যের শাসক দলকে অনেকটাই অস্বস্থিতে ফেলেছে বলে অভিমত রাজনৈতিক বিশেষজ্ঞদের। আর তৃনমূল কংগ্রেসকে অমিত শাহ অনলাইনে সভার মাধ্যমে কড়া ভাষায় আক্রমণ করার সাথে সাথেই এবার পাল্টা মাঠে নামল ঘাসফুল শিবির।

যেখানে অমিত শাহের‌ বক্তব্যকে খন্ডন করে একের পর এক টুইট করে প্রতিক্রিয়া জানাতে শুরু করলেন হেভিওয়েট তৃণমূল নেতারা। এদিন এই প্রসঙ্গে তৃণমূল মহাসচিব তথা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, “রাজ্য যখন অতিমারী ও প্রাকৃতিক দুর্যোগ পরবর্তী পরিস্থিতির সঙ্গে যুদ্ধ করছে, তখন অমিত শাহের লক্ষ্য এবং অগ্রাধিকার পরিস্কার। আপনার এই ভোটের খিদেই মনে রাখবে বাংলা।” একইভাবে অমিত শাহকে কটাক্ষ করে সরব হয়েছেন তৃণমূল সাংসদ দীনেশ ত্রিবেদীও। তিনি বলেন, “আপনার জামা সাদা না আমার জামা, এখন তা বলার সময় নয়।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে রাজ্যের তৃণমূল সরকারের বিরুদ্ধে এদিন দুর্নীতি ও অপশাসনের বিরুদ্ধে সরব হন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন তার জবাবে তৃনমূলের তরফে প্রতিক্রিয়া দেন ডেরেক ও’ব্রায়েন। তিনি বলেন, “উনি গুজরাত, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্রের অবস্থা দেখতে পাচ্ছেন না। স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে এই রাজ্যগুলির অবস্থা দেখতে যাওয়া উচিত তার।” রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, গত লোকসভা নির্বাচনের পর থেকেই বাংলায় বিজেপি তাদের প্রভাব প্রতিপ্রত্তি বাড়াতে শুরু করেছে।

18 টি আসন পেয়ে নানা জায়গায় তৃনমূলের বিরুদ্ধে আরও বেশি করে সরব হতে শুরু করে ভারতীয় জনতা পার্টি। আর সামনেই যখন 2021 এর বিধানসভা নির্বাচন, ঠিক তখনই তাকে টার্গেট করে এগোতে চাইছে গেরুয়া শিবির। যার ফলস্বরূপ আমপান ও করোনা পরিস্থিতির মধ্যে তৃনমূলকে আরও চাপে রাখতে অমিত শাহের এই সভা বলে মত রাজনৈতিক মহলের। আর সেই সভা যে ঘাসফুল শিবিরকে বড় রকমের আন্দোলিত করেছে, তা শীর্ষনেতাদের তীব্র ও তীক্ষ্ণ প্রতিক্রিয়া আসাতেই প্রমাণিত বলে মনে করছে রাজনৈতিক মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!