এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > ‘এবার কাকা, ফেরাও টাকা’! পিকেকে নিয়ে ক্ষোভ বাড়ছে তৃণমূলের অন্দরেই! তীব্র অস্বস্তি শাসকদলে!

‘এবার কাকা, ফেরাও টাকা’! পিকেকে নিয়ে ক্ষোভ বাড়ছে তৃণমূলের অন্দরেই! তীব্র অস্বস্তি শাসকদলে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – অনেকেই প্রশ্ন তোলেন, তৃণমূলের প্রধান মুখ যদি মমতা বন্দ্যোপাধ্যায় হন, তাহলে দ্বিতীয় মুখ কে? আর এই দ্বিতীয় মুখ নিয়ে শুভেন্দু অধিকারী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো তথা যুব তৃনমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিযোগিতা কারোরই অজানা নয়। দুই হেভিওয়েট রাজনৈতিক ব্যক্তিত্বের অনুগামীরা একে অপরকে তুলে ধরতে সবসময় সচেষ্ট হন।

গত লোকসভা নির্বাচনের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তৃণমূলের রননীতিকারের দায়িত্ব দেওয়া হয় প্রশান্ত কিশোরের ওপর। আর দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রশান্ত কিশোর ‘দিদিকে বলো’ থেকে শুরু করে ‘বাংলার গর্ব মমতা’ কর্মসূচির মধ্য দিয়ে শাসক দলের ভাবমূর্তি রাজ্যে ফেরানোর আপ্রাণ চেষ্টা করেছেন। তৃণমূলের অন্দরে কানাঘুষো শুনতে পাওয়া যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের একটা অংশে প্রশান্ত কিশোরের ম্যাজিকের উপর ভরসা করে থাকলেও, শুভেন্দু অধিকারী পৃথকভাবে চলছেন।

তিনি এই সমস্ত কিছুর উপর ভরসা করেন না। নিজের হাতেই বিভিন্ন জায়গায় সংগঠনকে সাজিয়ে চলেছেন তিনি। সেদিক থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে প্রশান্ত কিশোর তৃণমূলের দায়িত্ব নিলেও শুভেন্দু অধিকারী যে তা মানছেন না, তা স্পষ্ট হয়ে গিয়েছিল বিভিন্ন মহলের কাছে বলেই অভিমত রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের। বর্তমানে করোনা থেকে ভয়াবহ দুর্যোগ আমপান বিভিন্ন ঘটনায় তৃণমূলের নানা নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসতে শুরু করেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর থেকে জল্পনা ছড়ায় যে, তৃণমূলের বিভিন্ন নেতার দুর্নীতি এইভাবে প্রকাশ্যে আসতেই কিছুটা অস্বস্তিতে পড়ে যান প্রশান্ত কিশোর। যদি এভাবে চলতে থাকে, তাহলে 2021 এ তৃণমূলকে কোনমতেই বাঁচানো যাবে না – বলে দলকে নাকি জানিয়ে দেন প্রশান্ত কিশোরতৃণমূলের রণনীতিকার। যার ফলে নানা মহলে শোরগোল পড়ে গিয়েছিল। অনেকেই দাবি করেন শাসকদলের সুদিন আনার জন্য প্রশান্ত কিশোরকে দায়িত্ব দিয়ে, তাঁকে নাকি 500 কোটি টাকা দিয়েছে তৃণমূল কংগ্রেস।

সে দিক থেকে এবার প্রশান্ত কিশোর দলের অন্দরে এইরকম কথা বলার পর সেটা কিছু কিছু সংবাদমাধ্যমে প্রকাশিত হয়। আর এবার সেই সমস্ত সংবাদমাধ্যমে প্রকাশিত খবর প্রকাশ্যে এনে শুভেন্দু অধিকারীর অনেক অনুগামী প্রশান্ত কিশোরের ভূমিকা নিয়ে সরব হতে শুরু করেছেন। ইতিমধ্যেই এই রকম একটি নিউজ প্রকাশ্যে এনে শুভেন্দু অধিকারীর এক অনুগামী লিখেছেন, “তবে কাকা, ফেরত দাও টাকা। একটু ছন্দ মিলিয়ে চাইলাম যদি ফেরত দেয়।”

আর এই ঘটনাতেই এবার রাজ্য রাজনীতিতে শুরু হয়ে গিয়েছে বিতর্ক। একাংশ বলছেন, শুভেন্দু অধিকারী প্রশান্ত কিশোরকে ততটা গুরুত্ব দেন না বলে এতদিন শোনা গিয়েছিল। কিন্তু এবার যেভাবে তাঁর অনুগামীরা, প্রশান্ত কিশোরের বিরুদ্ধে প্রকাশ্যেই সরব হতে শুরু করলেন, তাতে একটা জিনিস স্পষ্ট যে, তৃণমূলের অন্দরে এবার প্রশান্ত কিশোরকে নিয়ে ঝড় উঠতে চলেছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

প্রশান্ত কিশোরকে নিয়ে তৃণমূল সমর্থকদের এই সেই বিতর্কিত পোস্ট – যা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে।

আর যদি এমনটাই চলতে থাকে, তাহলে দলের স্বচ্ছ ভাবমূর্তি ফেরাতে উদ্যোগী হওয়া প্রশান্ত কিশোরের পক্ষে আগামীদিনে কাজ করতে অনেকটাই অসুবিধা হবে বলে মনে করা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন – যেকোন দলের কর্মীরাই সেই দলের মূল সম্পদ। সেখানে প্রশান্ত কিশোরকে নিয়ে তাঁদের মধ্যে আপত্তি তৈরি হওয়ায়, আগামীদিনে তাঁদের পক্ষ থেকে টীম পিকেকে বাধা দেওয়ার প্রচেষ্টা হতেই পারে। ফলে আগামী 2021-এর বিধানসভা নির্বাচনে তৃতীয় বারের জন্য প্রশান্ত কিশোরের হাত ধরে ক্ষমতায় আসা তৃণমূল কংগ্রেস কতটা সাফল্য পাবে, তা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন।

রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, এতদিন তৃণমূলে প্রশান্ত কিশোরকে নিয়ে তেমন ভাবে কেউ মুখ খোলেননি। কিন্তু এবার যেভাবে দলের অন্দরে এই ব্যাপারে শোরগোল উঠল, তাতে নিঃসন্দেহে তৃণমূলের বিড়ম্বনা বাড়বে। বিশেষ করে কেউ যখন এই নিয়ে প্রকাশ্যেই লেখালেখি করছেন এবং তা নিয়ে চর্চা হচ্ছে, তখন তা শাসকদলের অস্বস্তি বাড়াতে বাধ্য। সব মিলিয়ে শুভেন্দু অধিকারীর অনুগামীদের মুখে প্রশান্ত কিশোর সম্পর্কে বিতর্কিত মন্তব্য প্রকাশ্যে আসার পরেই দল এই ব্যাপারে কোনো পদক্ষেপ নেয় কিনা, তার দিকেই নজর থাকবে সমগ্র রাজনৈতিক মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!