এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > তৃণমূল বেকায়দায় পড়তেই রাজ্যের অন্য দুই বিরোধী দল কটাক্ষে ভরিয়ে দিল নেত্রীকে

তৃণমূল বেকায়দায় পড়তেই রাজ্যের অন্য দুই বিরোধী দল কটাক্ষে ভরিয়ে দিল নেত্রীকে

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিরোধীদের লাগাতার কটাক্ষে জর্জরিত এইমুহুর্তে তৃণমূল নেত্রী। রাজনৈতিক মহলে জোরদার চর্চা চলছে, ক্রমাগত হয়ে চলা তৃণমূলের ভাঙন নিয়ে। একের পর এক নেতা নেত্রী, বিধায়ক, সাংসদ যেভাবে দল ভেঙে আশ্রয় নিচ্ছেন গেরুয়া শিবিরে, তাই নিয়ে ইতিমধ্যেই রাজ্য জুড়ে শুরু হয়েছে চাঞ্চল্য। কদিন আগে তৃণমূল শিবির থেকে গেরুয়া শিবিরকে ঠেকাতে কংগ্রেসকে তৃণমূলের হাত ধরার কথা বলা হয়েছিল। সেসময় কংগ্রেস নেতা তথা সভাপতি অধীর চৌধুরী সেই অর্থে কিছু না বললেও এবার কংগ্রেস সুযোগ পেয়ে তৃণমূলকে ফিরিয়ে দিল তীব্র কটাক্ষ। এদিন বিরোধী দলনেতা আব্দুল মান্নান তীব্র কটাক্ষ সহযোগে মমতা বন্দ্যোপাধ্যায়কেই কংগ্রেসের ফিরে আসার আহ্বান জানালেন।

পাশাপাশি তিনি ভবিষ্যদ্বাণী করেছেন, তৃণমূলের পক্ষে বিজেপির মোকাবিলা করা কোন মতেই সম্ভব নয়। রাজ্যে একমাত্র কংগ্রেস বিজেপির মোকাবিলা করতে পারে।  পাশাপাশি তৃণমূল নেত্রীর প্রতি কংগ্রেসের অভিযোগ, বিজেপিকে বাংলা নিয়ে এসেছে স্বয়ং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেক্ষেত্রে উঠেছে ভাঙ্গনের রাজনীতির অভিযোগ। এদিন আব্দুল মান্নান স্পষ্ট জানান, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডেকে আনা দল বিজেপি আজ তারই দলের আগুন ধরিয়েছে ভাঙ্গন ধরেছে অন্যদিকে আব্দুল মান্নান এদিন জানিয়েছেন, 23 বছর আগে মমতা বন্দ্যোপাধ্যায় ম্যাচিউরিটির অভাব ছিল। তিনি বিজেপির স্বরূপ বুঝতে পারেননি যা আজকে বুঝছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু তখন কংগ্রেস বিজেপিকে বুঝে গিয়েছিল। পাশাপাশি আবদুল মান্নান দাবি করেন, পশ্চিমবঙ্গের তৃণমূল দল এই মুহূর্তে চূড়ান্ত দুর্নীতিযুক্ত আর তাই রাজ্যের মানুষও তৃণমূলের দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, দলের প্রতি ক্ষোভ প্রকাশ করছে। এর সাথেই আব্দুল মান্নান তৃণমূল নেত্রীকে বিশ্বাসঘাতক বলে অভিহিত করেছেন। যথারীতি তিনি জানিয়েছেন বিজেপির বিরুদ্ধে লড়াই করতে চাইলে কংগ্রেসের সাথে যুক্ত হতে হবে। কারণ তৃণমূল এবার উঠে যাবার সময় এসেছে।

অন্যদিকে বামনেতা সূর্যকান্ত মিশ্র এদিন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র বিদ্রুপ করে বলেন তৃণমূল শিবিরের ভাঙন যেভাবে চলছে, তাতে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই না শেষে বিজেপিতে গিয়ে যোগ দেন! বিশেষজ্ঞদের মতে, বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল নেত্রীসহ তৃণমূল শিবির কার্যত কোণঠাসা হয়ে পড়েছে। তার প্রমাণ যেভাবে বাম এবং কংগ্রেস রাজনৈতিক মঞ্চের পেছনের সারিতে দাঁড়িয়েও নেত্রীকে তীব্র কটাক্ষ করলেন, তা থেকে স্পষ্ট গেরুয়া শিবিরকে কিন্তু গুরুত্ব দিচ্ছে সব দলই।

 

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!