এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > তৃণমূল বিধায়ককে নাম করে বিজেপিতে আহবান দিলীপ ঘোষের, তীব্র জল্পনা রাজনৈতক মহলে

তৃণমূল বিধায়ককে নাম করে বিজেপিতে আহবান দিলীপ ঘোষের, তীব্র জল্পনা রাজনৈতক মহলে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একুশের নির্বাচনী যুদ্ধ যত এগিয়ে আসছে, ততই বাংলার রাজনৈতিক দলগুলির অন্দরে শুরু হয়েছে চূড়ান্ত ব্যস্ততা। প্রতিটি রাজনৈতিক দলই  এই মুহূর্তে নিজেদের ঘর গোছাতে ব্যস্ত। আর তার সাথেই চলছে অন্যের ঘর ভাঙার খেলা। নিজেদের সংগঠনের জোরকে ক্রমাগত বাড়িয়ে নিতে নজর দিয়েছে এই মুহূর্তে সবকটি রাজনৈতিক দল। আর তার মধ্যে এই মুহূর্তে এগিয়ে রয়েছে বাংলার দুই যুযুধান শিবির তৃণমূল এবং বিজেপি। 2019 এর লোকসভা নির্বাচনের পর থেকে তৃণমূল সহ অন্যান্য দলের নেতা-নেত্রীরা যোগ দিয়েছিলেন গেরুয়া শিবিরে।

কিন্তু হঠাৎই চিত্রনাট্যে বদল। একের পর এক বিজেপি নেতা কর্মীরা তৃণমূলে যোগ দিচ্ছেন। এবং এর পেছনে তৃণমূলের ভোট কৌঁশলী প্রশান্ত কিশোরেরই হাত দেখছেন বিশেষজ্ঞরা। তবে এবার রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ সোজাসুজি তৃণমূল শিবিরের বিধায়ক নেতাদেরকে  গেরুয়া শিবিরে যোগ দেওয়ার আহ্বান জানালেন। প্রসঙ্গত একুশে জুলাইয়ের মঞ্চ থেকেও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একইভাবে গেরুয়া শিবিরে চলে যাওয়া নেতা-নেত্রীদের ফিরে আসার আহ্বান জানিয়েছিলেন।

এবং সেই ডাকে সাড়া দিয়ে গেরুয়া শিবিরের বেশ কয়েকজন নেতা সমর্থক ফিরে এসেছেন তৃণমূলে বলে জানা গেছে। বিশেষজ্ঞদের মতে, দলবদল খুব স্বাভাবিক ঘটনা। প্রত্যেক সময়ে নিজেদের সুবিধার্থে নেতা বিধায়করা দলবদল করেন। মনে করা হচ্ছে, দিলীপ ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে ফিরে আসার আহ্বানের দিকে নজর রেখেই এবার তৃণমূলের নেতাকর্মীদের আহ্বান জানালেন গেরুয়া শিবিরে যোগ দেওয়ার। এ প্রসঙ্গে ব্যারাকপুর কেন্দ্রের বিধায়ক শীলভদ্র দত্তের নাম এদিন উঠে এসেছে দিলীপ ঘোষের মুখে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সোজাসুজি শীলভদ্র দত্তকে উল্লেখ করে দিলীপ ঘোষ এদিন দমবন্ধ পরিস্থিতি থেকে বেরিয়ে আসার আহবান জানান। এই নিয়ে এইমুহুর্তে বাংলার রাজনৈতিক মহলে নতুন করে শুরু হয়েছে তীব্র জল্পনা। অন্যদিকে বিজেপি তৃণমূলের মাঝখানে এবার আর এক হেভিওয়েট রাজনৈতিক নেতা তাঁর দলে ফিরে আসার আহবান জানালেন। জানা যাচ্ছে, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী এবার দলছুট নেতা-কর্মী-সমর্থকদের তৃণমূলের অন্যান্য দল ছেড়ে ফেরার ডাক দিলেন।

বিশেষজ্ঞদের মতে, প্রতিটি দলই সংগঠনের জোর বাড়াতে দলে সদস্যসংখ্যা বাড়াতে চান। আর সেদিকে নজর দিয়ে অন্যান্য দল থেকে নেতাদের আহ্বান জানানো খুব একটা অস্বাভাবিক নয়। অন্যদিকে রাজনৈতিক মহলের দাবি, যত সময় যাচ্ছে ততই বোঝা যাচ্ছে এবারের বিধানসভা নির্বাচন কোন দলের জন্যই খুব একটা সহজ হবেনা। রীতিমত কড়া টক্কর দিতে চলেছে প্রত্যেকে। আপাতত বিধানসভা মসনদের দখল কার ভাগ্যে আসে, সেদিকেই এখন লক্ষ্য সবার।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!