এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তৃণমূল বিধায়কের চাঞ্চল্যকর দাবী ঘিরে কার্যত বাড়ছে দলের অস্বস্তি এবং টানাপোড়েন

তৃণমূল বিধায়কের চাঞ্চল্যকর দাবী ঘিরে কার্যত বাড়ছে দলের অস্বস্তি এবং টানাপোড়েন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট বলাগড়ের তৃণমূল বিধায়ক আবারও সংবাদ শিরোনামে। একুশের বিধানসভা নির্বাচনের পরে তিনি সোশ্যাল মিডিয়ায় মনের কথা প্রকাশ করে সংবাদ শিরোনামে এসেছিলেন। গুঞ্জন শুরু হয়েছিল তিনি তৃণমূল ছাড়বেন বলে। কিন্তু সমস্ত গুঞ্জন একপাশে সরিয়ে রেখে জানিয়েছিলেন তিনি, তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তিনি কাজ করছেন, করবেন। এহেন তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী এবার দলের একাংশের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আবারও নতুন বিতর্ক তৈরি করলেন।

মঙ্গলবার তিনি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, দলের যাদের বিরুদ্ধে তিনি ক্ষোভ উগরে দিয়েছেন তাঁরা কার্যত দলকে হারানোর চেষ্টা করেছে। অন্তর্ঘাত করেছে দলে থেকে। তাঁকে হারানোর চেষ্টা করা সত্ত্বেও তিনি জিতে গিয়েছেন। তাই তাঁর প্রতি আক্রোশ এবং ক্ষোভ প্রকাশ পাচ্ছে। যদিও কারা সেই অন্তর্ঘাতকারী তা প্রকাশ করেননি বলাগড়ের তৃণমূল বিধায়ক। তবে বারবার তিনি বলছেন, তাঁর বিরুদ্ধে প্রচার করছে দলের একাংশ। তাঁর বিরুদ্ধে ক্রমাগত কুৎসা করছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কার্যত হুগলির বলাগড়ের জিরাট কলেজে পোস্টারে দলীয় নেতাদের ছবি দেওয়া নিয়ে সম্প্রতি দলের একাংশের সঙ্গে বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীর সাথে দলের একাংশের বিরোধ প্রকাশ্যে এসেছিল। এমনকি বলাগড়ের প্রাক্তন তৃণমূল বিধায়ক অসীম মাঝি এবং জেলা পরিষদের জনসাস্থ্য কারিগরি কর্মাধ্যক্ষ শান্তনু বন্দোপাধ্যায়ের সঙ্গে মনোরঞ্জন ব্যাপারীর তীব্র মতভেদ প্রকাশ্যে এসেছে ইতিমধ্যেই। অন্যদিকে মনোরঞ্জন ব্যাপারী নকল তৃণমূলী বলে উল্লেখ করেছেন দলের একাংশকে।

পাশাপাশি নিজেকে মমতা বন্দোপাধ্যায়ের লড়াইয়ের একজন সৈনিক বলে পরিচয় দিয়েছেন। খুব স্বাভাবিকভাবেই মনোরঞ্জন ব্যাপারীর অভিযোগ নিয়ে চাপানউতোর বাড়ছে রাজনৈতিক মহলে। অন্যদিকে তৃণমূল বিধায়কের এহেন বিস্ফোরক অভিযোগের পরিপ্রেক্ষিতে তীব্র অস্বস্তিতে তৃণমূল শিবির। একাধিক বিতর্কিত মন্তব্য করার পর মনোরঞ্জন ব্যাপারীকে নিয়ে এবার দলের পক্ষ থেকে কোন পদক্ষেপ নেওয়া হয় কিনা, সে দিকেই এখন থাকছে নজর।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!