এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তৃণমূল বিজেপির অশান্তি চরমে, পরিস্থিতি সামাল দিতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী

তৃণমূল বিজেপির অশান্তি চরমে, পরিস্থিতি সামাল দিতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিগত নির্বাচনগুলোর মতোই এবারের ষষ্ঠ দফার নির্বাচনেও শুরু হয়ে গেছে সকাল থেকেই গন্ডগোল। এবারের নির্বাচন চলছে চারটি জেলায় 43 টি কেন্দ্রজুড়ে। তারমধ্যে উত্তর 24 পরগনা অন্যতম। আর সেক্ষেত্রে সবার আগে নাম উঠে আসে ব্যারাকপুরের। বিগত বেশ কয়েক বছরে ব্যারাকপুরে হিংসামুক্ত নির্বাচন দেখেনি প্রায় কেউই। তার পাশাপাশি এই কেন্দ্রটি অর্জুন সিং এর এলাকা বলে পরিচিত। কিন্তু সেই ব্যারাকপুরে এবার বিজেপির পোলিং ক্যাম্প ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।

স্বাভাবিকভাবেই এই ঘটনায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে এলাকায়। সূত্রের খবর, উত্তর 24 পরগনার ব্যারাকপুর বিধানসভার 5 নম্বর ওয়ার্ডে বৃহস্পতিবার ষষ্ঠ দফার নির্বাচনের দিন আবিষ্কার হয় বিজেপির পোলিং ক্যাম্পটি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। জানা গিয়েছে, ব্যারাকপুর পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের নতুনপাড়া বুথের কাছে একটি পোলিং ক্যাম্প তৈরি করেছিল বিজেপি। কিন্তু সকালে এসে বিজেপি কর্মীরা আবিষ্কার করেন, তাঁদের ওই পোলিং ক্যাম্পটি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

শুধু তাই নয়, বিজেপি প্রার্থী চন্দ্রচূড় শুক্লার পোস্টার ছিঁড়ে দেওয়া হয়েছে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী উপস্থিত হয়েছে। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী চন্দ্রচূড় শুক্লা। ঘটনার পরিপ্রেক্ষিতে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছেন চন্দ্রচূড় শুক্লা। এই ঘটনায় বিজেপির অভিযোগের নিশানায় তৃণমূল।

স্থানীয় বিজেপি শিবির থেকে দাবী করা হয়েছে, তৃণমূল সমর্থক এবং কর্মীরা এই কাণ্ড করেছে। যদিও তৃণমূলের পক্ষ থেকে ব্যারাকপুর এলাকায় বিজেপি ক্যাম্প ভাঙচুরের ঘটনা পুরোপুরি অস্বীকার করা হয়েছে। তবে এই ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকাজুড়ে। কোনরকমভাবে এই অশান্তি যাতে আর না বাড়তে পারে, তার জন্য এলাকায় ব্যাপক পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী রয়েছে। তবে এই ঘটনার রেশ যে এত সহজে মিলিয়ে যাবেনা সে ব্যাপারে নিশ্চিত বিশেষজ্ঞরা। তাই পরবর্তীতে নতুন কোন অশান্তির সূত্রপাত হয়, এখন সে দিকেই নজর সবার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!