এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > তৃণমূল-বিজেপির অভিযোগ, পাল্টা অভিযোগে তীব্র উত্তেজনা এলাকায়, থানা ঘিরে বিক্ষোভ, রাস্তা অবরোধ

তৃণমূল-বিজেপির অভিযোগ, পাল্টা অভিযোগে তীব্র উত্তেজনা এলাকায়, থানা ঘিরে বিক্ষোভ, রাস্তা অবরোধ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আর দুদিন পরেই পঞ্চম দফার নির্বাচন আর এবারের নির্বাচনী তালিকায় রয়েছে বরানগর এলাকা। আজকে বরানগরে তৃণমূল বিজেপির অশান্তি মাত্রাছাড়া আকার ধারণ করেছে। হাতে মাত্র দু’দিন সময় এবং কমিশনের নির্দেশ অনুযায়ী 72 ঘণ্টা আগে নির্বাচন শেষ করতে হবে। তাই বুধবারই শেষ দিনের প্রচার বরানগরে। সকাল থেকেই প্রচারে বেড়িয়ে পড়েছেন সমস্ত রাজনৈতিক দল।

 বিজেপি প্রার্থী পার্নো মিত্রও বেরিয়েছিলেন প্রচারে। কিন্তু বিজেপি প্রার্থীর প্রচারের সময় অভিযোগ ওঠে, বিজেপি কর্মী সমর্থকদের মারধর করা হয়েছে এবং অভিযোগের তীর ছিল তৃণমূলের দিকে। আর এবার বিজেপির বিরুদ্ধে পাল্টা অভিযোগ নিয়ে পথে নামলেন নামল তৃণমূল।

বরানগর থানার সামনে বিজেপি তান্ডবের বিরুদ্ধে তৃণমূল কর্মী সমর্থকরা বিক্ষোভ শামিল হয়েছেন। কার্যত অবরুদ্ধ হয়ে রয়েছে বিটি রোড। ঘটনাস্থলে সৌগত রায় এবং তাপস রায় উপস্থিত হয়েছেন বলে জানা গিয়েছে। বরানগরে প্রথমে বিজেপি প্রার্থী পার্নো মিত্র অভিযোগ করেন, তাঁর রোড শোয়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায়, রাস্তায় ফেলে মারধর করা হয় বিজেপি কর্মী এবং সমর্থকদের। রেহাই দেওয়া হয়নি মহিলা কর্মীদের। 

এই ঘটনাকে কেন্দ্র করে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় আজ বরানগর। এর পরেই বিজেপির বিরুদ্ধে পাল্টা মারধরের অভিযোগ তৃণমূল পথে নামে। অভিযোগ উঠেছে, তৃণমূলের এক মহিলা কর্মীকে শ্লীলতাহানি করা হয়েছে। তাঁর পোশাক ছিঁড়ে দিয়ে ব্যাপক মারধর করা হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

নির্যাতিতা ওই মহিলা জানিয়েছেন, তিনি বিজেপি প্রার্থী পার্নো মিত্রকে ব্যাপারটি জানানোর চেষ্টা করেন। কিন্তু বিজেপি প্রার্থী তাঁর দিকে কোনরকম গুরুত্ব দেননি। উল্টে তাঁকে ধাক্কা দিয়ে বার করে দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে। আর এই ঘটনা নিয়ে ধুন্ধুমার পরিস্থিতি বরানগরে। তৃণমূলের কর্মী-সমর্থকরা একজোট হয়ে বরানগর থানার সামনে ব্যাপক আকারে বিক্ষোভ দেখাতে শুরু করেছে।

 ইতিমধ্যে বরানগর থানার সামনে উপস্থিত হয়েছিলেন তৃণমূল সাংসদ সৌগত রায় এবং বরানগরের তৃণমূল প্রার্থী তাপস রায়। ঘটনার পরিপ্রেক্ষিতে গেরুয়া শিবিরের প্রতি তীব্র ক্ষোভ উগরে দেন তৃণমূল নেতারা।আগামী শনিবার বরানগরে নির্বাচন। কিন্তু তার আগে যে রণক্ষেত্র তৈরি হয়েছে বরানগরে, তাতে আশঙ্কিত সাধারণ মানুষ বলে জানা যাচ্ছে। অনেকেই মনে করছেন, ভোটের দুদিন আগেই পরিস্থিতি এরকম হলে ভোটের দিন ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে। 

অন্যদিকে প্রশ্ন উঠছে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তাজনিত কার্যকলাপ নিয়ে। প্রথম থেকেই এবারের নির্বাচন শান্তিপূর্ণ রাখার কথা বলা হয়েছে কমিশনের পক্ষ থেকে। কিন্তু প্রথম দিন থেকে দেখা যাচ্ছে, এবারের নির্বাচন রক্তাক্ত হয়েছে। আপাতত পরিস্থিতি কোন দিকে মোড় নিচ্ছে, সেদিকে কড়া নজর থাকছে রাজ্যের ওয়াকিবহাল মহলের।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!