তৃণমূল-বিজেপির রাতভর ব্যাপক সংঘর্ষে তীব্র উত্তেজনা, পুলিশি পদক্ষেপের পরেও থমথমে এলাকা তৃণমূল বিজেপি মেদিনীপুর রাজনীতি রাজ্য January 28, 2021 প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যজুড়ে একুশের বিধানসভা নির্বাচন এগিয়ে আসার সাথে সাথে বিভিন্ন জায়গা থেকে খোঁজ পাওয়া যাচ্ছে রাজনৈতিক দলের সংঘর্ষের। বাংলার পরিস্থিতি যে ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে একুশের বিধানসভা নির্বাচনের নিরিখে, তা নিয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই রাজনৈতিক মহলের। আরও একবার তৃণমূল বিজেপির দলীয় সংঘর্ষে উত্তাল হয়ে উঠল পূর্ব মেদিনীপুরের ভগবানপুর এলাকা। জানা যাচ্ছে, ভগবানপুর এলাকার তৃণমূল ও বিজেপি নেতার বাড়িতে রাতভর বোমাবাজি করা হয়। দুই পক্ষের সংঘর্ষে আহত হয়েছেন বেশ কয়েকজন। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ভগবানপুরে শুভেন্দু অধিকারীর সভা ছিল। তা শেষ হবার পর থেকেই তেতে ওঠে এলাকা। অভিযোগ উঠেছে, প্রথমে তৃণমূলের দিকে। শুভেন্দু অধিকারীর সভা থেকে ফেরার পথে এক বিজেপি কর্মীর ওপর হামলা চালায় তৃণমূল দুষ্কৃতীরা। বেধড়ক মারধর করে তাঁকে ফেলে রাখা হয়। পরবর্তীতে তাঁকে গুরুতর আহত অবস্থায় তমলুক হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। আর এরপরে রাত যত বাড়ে, উত্তেজনাও পাল্লা দিয়ে বেড়ে চলে বলে খবর পাওয়া গেছে। ভগবানপুর এলাকায় বিজেপি ও তৃণমূল নেতাদের বাড়িতে দফায় দফায় বোমা বাজি করা হয় রাতভোর বলে অভিযোগ উঠেছে। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - এলাকায় ব্যাপক ভাঙচুর চলে। খবর পেয়ে তড়িঘড়ি বিশাল পুলিশবাহিনী এলাকায় পৌঁছায়। দীর্ঘক্ষণের চেষ্টায় পরিস্থিতি তাঁরা আয়ত্তে আনে। অন্যদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে তৃণমূল এবং বিজেপি একে অপরের দিকে অভিযোগের আঙ্গুল তুলেছে। বিজেপির অভিযোগ, তৃণমূলের দুষ্কৃতীরা পরিকল্পনামাফিক এই আক্রমণ চালিয়েছে। অন্যদিকে এই অভিযোগ অস্বীকার করে পাল্টা গেরুয়া শিবিরকে কাঠগড়ায় দাঁড় করায় তৃণমূল। প্রসঙ্গত, শুভেন্দু অধিকারী গেরুয়া শিবিরে যোগ পর থেকেই মেদিনীপুর এলাকায় তৃণমূল এবং বিজেপির মধ্যে হামেশাই গন্ডগোলের খবর পাওয়া যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে, একুশের বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসবে ততই এই উত্তেজনার পারদ চড়বে। অন্যদিকে ভগবানপুর এলাকায় রাতভর তাণ্ডবের পর আপাতত এলাকা থমথমে। রাতভর বোমাবাজির ঘটনার পেছনে কারা আছে, তা জানতে পুলিশ শুরু করেছে তদন্ত। তবে এখনো পর্যন্ত পুলিশের হাতে কেউ ধরা পড়েনি বলেই জানা গেছে। পরিস্থিতি যাতে আবার উত্তপ্ত না হয়ে ওঠে, সে কারণে এলাকাজুড়ে কড়া নজর রেখেছে পুলিশ এবং প্রশাসন। আপনার মতামত জানান -