এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > তৃণমূল-বিজেপির সংঘর্ষে উত্তেজনা সল্টলেকে, তীব্র চাঞ্চল্য এলাকায়

তৃণমূল-বিজেপির সংঘর্ষে উত্তেজনা সল্টলেকে, তীব্র চাঞ্চল্য এলাকায়


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ভোটের আগে তৃণমূল-বিজেপির সংঘর্ষ এবার কলকাতার বুকে। মনোনয়ন জমা দেওয়া নিয়ে সল্টলেক চত্বর উত্তপ্ত হয়ে রইল এদিন। রাজ্যের ভোট পরিস্থিতি যত এগিয়ে আসছে, ততই চাপানউতোর বাড়ছে প্রতিপক্ষ তৃণমূল এবং বিজেপির মধ্যে। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে এই দুই দলের সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। আর এবার খোদ কলকাতায় মনোনয়ন জমাকে কেন্দ্র করে অপ্রীতিকর পরিস্থিতি দেখা গেল। আজকে সকাল সাড়ে এগারোটা নাগাদ মিছিল করে মনোনয়ন জমা দিতে যাচ্ছিলেন রাজারহাট নিউটাউন কেন্দ্রের তৃণমূল প্রার্থী তাপস চট্টোপাধ্যায়।

ওই একই সময়ে মনোনয়ন জমা দিতে যাচ্ছিলেন রাজারহাট-গোপালপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী শমীক ভট্টাচার্য। বিধাননগর প্রশাসনিক ভবনে দুই দল তাঁদের মনোনয়নপত্র জমা দেন। তার আগে যখন দুই দল মনোনয়ন জমা দিতে আসে, তখন সল্টলেকের 206 নং বাস স্ট্যান্ডের কাছে দুটি মিছিল পাশাপাশি এসে যায়। যথারীতি দু’দলের মধ্যে উত্তেজনা বাড়ে। কিছু উৎসাহী সমর্থক একে অন্যের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করে। ফলস্বরূপ, কথা কাটাকাটি শুরু হয়ে যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যদিও অপ্রীতিকর পরিস্থিতি হাতের বাইরে বেরোনোর আগে পুলিশ পুরো ব্যাপারটি নিয়ন্ত্রণে নিয়ে আসে। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, তৃণমূলের কয়েকজন কর্মী সমর্থক নিজেদের মিছিল থেকে বেরিয়ে বিজেপিতে ঝামেলা লাগানোর চেষ্টা করে। অন্যদিকে শমীক ভট্টাচার্য পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। এদিন যদিও এই পুরো ঘটনা সম্পর্কে তৃণমূলের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অন্যদিকে জানা গিয়েছে, বিধাননগরের মেইয়র কৃষ্ণা চক্রবর্তী ওই সময় ওই জায়গায় উপস্থিত ছিলেন।

তিনি তৃণমূল সমর্থকদের উত্তেজনা না ছড়াতে বলেন। তবে মনে করা হচ্ছে, আগে থেকেই ওই এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন থাকায় বড় ঝামেলা এড়ানো গেছে। দুই দলের রণংদেহী মূর্তি দেখে বোঝা যাচ্ছে, আগামী দিনে রাজ্যের দুই যুযুধান শিবির তৃণমূল এবং বিজেপির মধ্যে লড়াই যে জোরদার হতে চলে ছে সে ব্যাপারে কোন সন্দেহ নেই এবং বিনা যুদ্ধে কেউ কাউকে এক ফোঁটা জমি ছেড়ে দেবেনা। আপাতত নজর বাংলা বিধানসভা নির্বাচনের দিকে। জমে উঠেছে লড়াই।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!