এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তৃণমুল ছেড়ে আরেক মহাতারকা বিজেপির পথে, ক্রমশ চাপ বাড়ছে কি শাসক শিবিরের?

তৃণমুল ছেড়ে আরেক মহাতারকা বিজেপির পথে, ক্রমশ চাপ বাড়ছে কি শাসক শিবিরের?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ফুটবল ময়দান থেকে এক লাফে রাজনীতিতে এসেছিলেন দীপেন্দু বিশ্বাস। রাজনীতিতে পা দিয়েই তৃণমূলের অন্যতম তারকা প্রার্থী হয়েছিলেন তিনি বসিরহাট দক্ষিণ থেকে। যথারীতি ওই আসনে তিনি ব্যাপকভাবে জয়লাভ করেছিলেন। খুব স্বাভাবিকভাবেই অনেকেই মনে করেছিলেন এবারেও বসিরহাট দক্ষিণ থেকে অবধারিতভাবে প্রার্থী হতে চলেছেন ফুটবলার তারকা দীপেন্দু বিশ্বাস। কিন্তু সমস্ত অনুমান জলাঞ্জলি গেল শুক্রবার দুপুরে। যখন জানা গেল বসিরহাট দক্ষিণর দীপেন্দু বিশ্বাসের বদলে প্রার্থী হয়েছেন চক্ষু চিকিৎসক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়।

পাশাপাশি জল্পনা শুরু হয়, দীপেন্দু বিশ্বাস তাঁর ভবিষ্যৎ রাজনৈতিক পদক্ষেপ কি নিতে চলেছেন তাই নিয়ে। দীপেন্দু নিজেও অবশ্য এই জল্পনাকে বেশ কিছুটা উসকে দিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে। অন্যদিকে দীপেন্দুর প্রার্থী না হওয়া নিয়ে বসিরহাট দক্ষিণের তৃণমূল কর্মী সমর্থকরা এবং দলের একাংশ ব্যাপক ক্ষোভ প্রকাশ করে চলেছেন বলে জানা যাচ্ছে। দীপেন্দুও যে মুখে না বললেও মনে মনে যথেষ্ট ক্ষুব্ধ হয়েছিলেন তা প্রকাশ পেল তাঁর পরবর্তী পদক্ষেপে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ফেসবুকে একের পর এক ইঙ্গিতপূর্ণ পোস্ট করার পর আজ বিজেপির কেন্দ্রীয় নেতা মুকুল রায়ের বাসভবনে দেখা করতে যান দীপেন্দু বিশ্বাস। খুব স্বাভাবিকভাবেই জল্পনা তুঙ্গে উঠেছে, তাহলে কি একুশের নির্বাচনের আগেই অন্যান্য বিধায়ক নেতা-নেত্রীদের মতন এবার দীপেন্দুকেও দেখা যাবে গেরুয়া শিবিরের অন্যতম তারকাখচিত সদস্য হিসেবে। গতকাল দেখা গিয়েছিল ফেসবুকে দীপেন্দু আত্মবিশ্বাসী লিখে তিনি যে মনের জোর হারাননি সে কথা প্রকাশ করেছেন।

তবে মুকুল রায়ের সঙ্গে দেখা হওয়ার পর দীপেন্দু কি সিদ্ধান্ত গ্রহণ করতে চলেছেন তা নিয়ে অবশ্য এখনো পর্যন্ত তিনি কিছু ঘোষণা করেননি। 2021 এর বিধানসভা নির্বাচনের আগেই যেভাবে তৃণমূল শিবিরের একের পর এক হেভিওয়েট তারকার পতন ঘটছে তা কিন্তু তৃণমূল নেত্রীর চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে বলেই দাবি বিশেষজ্ঞদের। এভাবে যদি একের পর এক ঘুঁটি পড়তে থাকে তৃণমূলের, তাহলে একুশের নির্বাচন জিতে বাংলার মসনদে বিজেপির বসা শুধুমাত্র সময়ের অপেক্ষা বলেই মনে করছেন রাজনৈতিক মহলের অনেকেই।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!