এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তৃণমূল কংগ্রেসে যোগদানে না , ভাংচুর হলো বিজেপি কর্মীর বাড়ি! অভিযোগ এমনটাই

তৃণমূল কংগ্রেসে যোগদানে না , ভাংচুর হলো বিজেপি কর্মীর বাড়ি! অভিযোগ এমনটাই


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – 2021 এর বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই রাজনৈতিক গণ্ডগোল ক্রমশ বেড়েই চলেছে রাজ্যে বলে মনে করেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। রাজনৈতিক দলাদলির সূত্রে গন্ডগোল বেড়েই চলেছে। অন্যদিকে রাজ্যের প্রশাসনের দিকে ক্রমাগত অভিযোগ জানিয়ে আসছে রাজ্যের বিরোধী দলগুলি। এবার এরকমই একটি রাজনৈতিক গন্ডগোলের খবর পাওয়া গেল পারুই থানার মাইপুর গ্রামে। বিজেপিতে যোগ দেওয়ার কারণে হল বাড়ি ভাঙচুর।

সম্প্রতি বীরভূমের পাড়ুই থানায় বিজেপির পক্ষ থেকে একটি ডেপুটেশন জমা দেওয়া হয়। এবং এই ডেপুটেশন জমা দেওয়ার অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মইপুর গ্রামের বাসিন্দা রামপ্রসাদ ডোম। রামপ্রসাদ ডোম এলাকায় পরিচিত একজন বিজেপি কর্মী হিসেবে। অন্যদিকে পারুই থানায় ডেপুটেশন জমা দিতে যাওয়ার কারণে অভিযোগ ওঠে, রামপ্রসাদ ডোমের বাড়িতে ভাঙচুর চালায় এলাকার কয়েকজন তৃণমূল কর্মী। এই ঘটনা সামনে আসার সাথে সাথেই এলাকায় তৃণমূল বিজেপির রাজনৈতিক উত্তেজনা দেখা দেয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই ঘটনা প্রসঙ্গে বিজেপি কর্মী রামপ্রসাদ ডোমের দাদা জানিয়েছেন, পারুই থানায় ডেপুটেশন জমা দেওয়ার পর হঠাৎই বেশ কয়েকজন তৃণমূল কর্মী তাঁদের বাড়িতে এসে তৃণমূল কংগ্রেসের যোগ দেওয়ার জন্য জোর জবরদস্তি করতে থাকে। যখন জোরজবরদস্তিতে কাজ হয়না, তখন বাড়িতে ভাঙচুর চালানো হয়। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সম্পূর্ণরূপে এই ঘটনা অস্বীকার করা হয়েছে। স্থানীয় তৃণমূল নেতৃত্ব অভিযোগের দায় অস্বীকার করে পাল্টা দাবি করে বিজেপির লোকজন নিজেরাই ভাঙচুর চালিয়েছে এবং তৃণমূলের নামে দোষ দিচ্ছে।

এদিন স্থানীয় তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে, তৃণমূল হিংসার রাজনীতি করেনা। অন্যদিকে এই ঘটনা নিয়ে চাপানউতোর ক্রমশই বাড়ছে। পাড়ুইয়ের ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই গেরুয়া শিবিরের পক্ষ থেকে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়েছে। আইন-শৃঙ্খলা যে ক্রমশ ভেঙে পড়ছে সে দিকেই ইঙ্গিত করেছে গেরুয়া শিবির। অন্যদিকে রাজনৈতিক মহলের একাংশের মতে, এ ধরনের ঘটনা যত সামনে আসবে ততই রাজ্যে রাজনৈতিক অশান্তি বাড়বে। আপাতত এই ঘটনার মোড় কোনদিকে নেয়, সেদিকেই নজর এখন সবার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!