এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তৃণমূল গ্ল্যামার গার্ল, বয়দের পাশে কি টিকে থাকতে পারবেন গেরুয়া শিবিরের লোকাল প্রার্থীরা? লড়াই জমে উঠছে

তৃণমূল গ্ল্যামার গার্ল, বয়দের পাশে কি টিকে থাকতে পারবেন গেরুয়া শিবিরের লোকাল প্রার্থীরা? লড়াই জমে উঠছে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত শুক্রবার তৃণমূলের প্রার্থী ঘোষণা সম্পূর্ণ হয়েছে আর  বিজেপির পক্ষ থেকে দু’দফায় প্রার্থী ঘোষণা করা হলো। স্বাভাবিকভাবেই নজর ছিল তৃণমূলের প্রার্থীদের বিরুদ্ধে গেরুয়া শিবির কাদের দাঁড় করায়, তার দিকেই। নন্দীগ্রামে যেরকম আগেই অনুমান করা হচ্ছিল, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বরাবর নেত্রীর পাশে থাকা শুভেন্দু অধিকারী এবার তাঁর বিপরীতে দাঁড়াতে চলেছেন।প্রার্থী তালিকা প্রকাশ হলে তাতেই শিলমোহর পড়ে। 

পাশাপাশি দেখা যায়, রাজ্যের বেশকিছু জেলায় বিজেপি একদম স্থানীয় মানুষদের প্রার্থী হিসেবে নিয়ে এসেছেন। যেমন বাঁকুড়া শালতোড়া কেন্দ্র যেখানে বিজেপি প্রার্থী করেছে তরুণী গৃহবধূ চন্দনা বাউরীকে।যাকে প্রার্থী না বলে দিলে চেনার কোন জায়গা নেই। যদিও তিনি ভারতীয় জনতা পার্টির বাঁকুড়া সাংগঠনিক জেলার সম্পাদক পদে রয়েছেন। প্রসঙ্গত, বাম আমলে এরকম মাটির কাছাকাছি মানুষদের লড়াইয়ের সামনের সারিতে নিয়ে আসা হতো।

 অনেকটা সেরকমই বিজেপিও লোকাল এর উপরেই ভরসা রাখল বেশি। তৃণমূল নেত্রী যেখানে বিভিন্ন কেন্দ্রে টালিগঞ্জের গ্ল্যামার কিং এবং কুইনদের প্রার্থী প্রার্থীপদে নিয়ে এসেছেন, সেখানে বিজেপি সম্পূর্ণ অনুসরণ করেছে প্রধানমন্ত্রীর ভাষায় ‘ভোকাল ফর লোকাল’ এর দিকে। মনে করা হচ্ছে, লোকসভা ভোটে যেভাবে জঙ্গলমহলে গেরুয়া শিবিরকে মন খুলে ভোট দিয়েছিলেন সাধারণ মানুষ, সেদিকে নজর দেখেই স্থানীয় প্রার্থীতে ভরসা রেখেছে বিজেপি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর তাই আদিবাসী গৃহবধূদের প্রার্থী তালিকায় জায়গা দেওয়া হল। বাঁকুড়ায় যেখানে তৃণমূল প্রার্থী করেছে টালিগঞ্জের নায়িকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে, সেখানে তাঁর বিরুদ্ধে বিজেপি প্রার্থী হয়েছেন নীলাদ্রি শেখর জানা। মেদিনীপুরে তৃণমূলের প্রার্থী জুন মালিয়া, সেখানে তাঁর বিরুদ্ধে প্রার্থী হয়েছেন বিজেপির সমীর দাস। পাশাপাশি চন্ডীপুরের প্রার্থী যেখানে টালিগঞ্জের অন্যতম তারকা সোহম, সেখানে তাঁর বিরুদ্ধে বিজেপির প্রার্থী পুলক কান্তি গুড়িয়া। বর্তমানে তৃণমূল এবং বিজেপির মধ্যে বহিরাগত ইস্যু বিশাল বড় আকারে বিতর্ক তৈরি করেছে।

তৃণমূল যেখানে বিজেপির বিরুদ্ধে বহিরাগত অস্ত্রে শান দিচ্ছে, ঠিক সেভাবেই বিজেপিও এবার তৃণমূলের প্রার্থীপদে আসীন টালিগঞ্জের তারকাদের বহিরাগত বলে ব্যাপক আক্রমণ চালাচ্ছে। যথারীতি আসানসোল, বাঁকুড়াতে স্থানীয় তৃণমূল কর্মীদের বিক্ষিপ্ত বিক্ষোভ দেখা গিয়েছে। বিশেষজ্ঞদের মতে, আদিবাসী মহলে টালিগঞ্জের তারকাদের দাঁড় করিয়ে কিছুটা চমক দিয়েছেন তৃণমূল নেত্রী। এবার দেখার সেই চমকে ভুলে এলাকাবাসীরা তৃণমূলকে ভোট দেয়, নাকি বিজেপির লোকাল প্রার্থীদেরকেই কাছে টেনে নেয় এলাকাবাসীরা।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!