এখন পড়ছেন
হোম > জাতীয় > তৃণমূল হেভিওয়েটদের ওপর ব্যাপক হামলা বিজেপির, শুরু তীব্র চাপানউতোর

তৃণমূল হেভিওয়েটদের ওপর ব্যাপক হামলা বিজেপির, শুরু তীব্র চাপানউতোর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট একুশের বিধানসভা নির্বাচনের পরবর্তী কাল থেকে তৃণমূল নজর দিয়েছে পাশের রাজ্য ত্রিপুরায়। তৃণমূলের লক্ষ্য, ত্রিপুরায় সাংগঠনিক শক্তি বৃদ্ধি করা। কিন্তু এই কাজে বারবার তৃণমূল বাধার সম্মুখীন হচ্ছে বলেই জানা যাচ্ছে। পাশাপাশি আছে সেখানকার পুরভোট। আর এই নির্বাচনে এই প্রথমবার অংশগ্রহণ করেছে তৃণমূল। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরায় শক্তি বৃদ্ধির সূচনা করেছিলেন। আর এবার ত্রিপুরাতে ভোটপর্বে জোরদার প্রচার চালাচ্ছেন এ রাজ্যের তৃণমূল হেভিওয়েটরা। প্রায় প্রতিদিন একইসাথে সেখানকার শাসক দল বিজেপির বাধার মুখে পড়ছে তৃণমূল।

ত্রিপুরায় ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন বাবুল সুপ্রিয়, সায়নী ঘোষ, কুনাল ঘোষ, ফিরহাদ হাকিম সহ অন্যান্যরা।  ত্রিপুরাতে তৃণোমূল নেতা ফিরহাদ হাকিমের সভা ছিল। আর সেই সভামঞ্চ ঘিরে অশান্তির সূত্রপাত। শনিবার সন্ধ্যেবেলা আগরতলায় মন্ত্রী ফিরহাদ হাকিমের সভার আগেই বড়োসড়ো হামলা হলো তৃণমূলের ওপর। অভিযোগ বিজেপির দিকে। বলা হচ্ছে, ফিরহাদ হাকিমের সভামঞ্চ ভেঙে দেওয়া হয় এবং বিদ্যুতের তার ছিঁড়ে আলো নিভিয়ে দেওয়া হয়। প্রসঙ্গত ত্রিপুরায় 10 নম্বর ওয়ার্ড এলাকায় প্রার্থী পান্না দেবের সমর্থনে ফিরহাদ হাকিম এদিন সভা করতে যান। কিন্তু সেই সভার শুরুতেই ভাঙচুর চলে। সেখানে প্রার্থী পান্না দেব নিজেও আঘাতপ্রাপ্ত হন বলে জানা গিয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সভায় হাজির থাকা তৃণমূল কর্মীরা এবং সমর্থকদের সঙ্গে বিজেপির ব্যাপক সংঘর্ষ শুরু হয় বলে খবর। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় তড়িঘড়ি সেখানে সিআরপিএফ জওয়ানরা উপস্থিত হন। সভামঞ্চে বাবুল সুপ্রিয়, কুনাল ঘোষ উপস্থিত ছিলেন এবং এই ঘটনায় তাঁরা ব্যাপক ক্ষুব্ধ হন। অন্যদিকে শনিবার দুপুরে বাবুল সুপ্রিয় যখন আগরতলার রামনগরে প্রচারে যাচ্ছিলেন, সে সময় তিনি বিজেপির বাধার মুখে পড়েন। অভিযোগ উঠেছে, বিজেপির একদল কর্মী-সমর্থক তাঁর গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন। সে সময় অবশ্য বাবুল প্রাথমিকভাবে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে বিষয়টি মেটানোর চেষ্টা করেন। কিন্তু তাতে কোনো সুরাহা হয়নি, বিক্ষোভ বাড়তে থাকে।

তড়িঘড়ি তৃণমূল নেতাকে অশান্ত পরিস্থিতি থেকে উদ্ধার করতে খবর যায় রামনগর ফাঁড়িতে। পুলিশ এসে বাবুল সুপ্রিয়কে উদ্ধার করে। প্রসঙ্গত বাবুল সুপ্রিয় সহ দলীয় নেতৃত্ব অভিযোগ জানিয়েছে, ত্রিপুরার পুরভোটে তৃণমূলকে প্রচার করতে দেওয়া হবে বলেই বারবার আক্রমণ করা হচ্ছে। তৃণমূল ত্রিপুরায় শক্তি বৃদ্ধি করার চেষ্টা চালালেও ত্রিপুরার শাসকের আসনে রয়েছে বিজেপি। খুব স্বাভাবিকভাবে সংঘাত অবশ্যম্ভাবী বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। আপাতত পুরভোটের কারণে ত্রিপুরার মাটি যে রাজনৈতিকভাবে ব্যাপক উত্তপ্ত হয়ে উঠেছে, সে কথা অনস্বীকার্য।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!