এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তৃণমূল কর্মীকে প্রকাশ্যে গুলি, শাসক-বিরোধী দোষারোপের ঠেলায় চাঞ্চল্য রাজনৈতিক মহলে

তৃণমূল কর্মীকে প্রকাশ্যে গুলি, শাসক-বিরোধী দোষারোপের ঠেলায় চাঞ্চল্য রাজনৈতিক মহলে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজনৈতিক মহলে বরাবরই স্পর্শকাতর এলাকা বলেই চিহ্নিত উত্তর 24 পরগনার ভাটপাড়া, কাঁকিনাড়া অঞ্চল। লোকসভা নির্বাচনের প্রাক্কালে এই ভাটপাড়া, কাকিনাড়া অঞ্চলে ব্যাপক গন্ডগোল হতে দেখা গিয়েছে। তবে সেখানেই শেষ নয়। পরবর্তীতেও একের পর এক ঘটনায় ভাটপাড়া, কাঁকিনাড়া অঞ্চলের নাম উঠে আসে। অন্যদিকে 2021 এর বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে রাজনৈতিক হানাহানির খবর আসছে। আর সেক্ষেত্রে সর্বাগ্রে নাম থাকছে রাজ্যের দুই প্রধান রাজনৈতিক দল তৃণমূল এবং বিজেপির।

এদিনও তার অন্যথা হলোনা। আজ সকালে কাঁকিনাড়া অঞ্চলে এক তৃণমূল কর্মীকে গুলি করার ঘটনায় এলাকায় উত্তপ্ত হয়ে ওঠে। আর তাই নিয়েই শুরু হয়ে যায় রাজনৈতিক কোন্দল। সূত্রের খবর, কাঁকিনাড়া অঞ্চলে অতিপরিচিত তৃণমূল কর্মী ধর্মেন্দ্র সিং ওরফে ধরুয়া। আজ সকালে এই ধরুয়াকেই প্রকাশ্য দিবালোকে একটি মোটর বাইকে করে দুই অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী এসে তাঁকে খুব সামনে থেকে মাথা লক্ষ্য করে গুলি করে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুষ্কৃতীরা মুখ ঢেকে একটি মোটর বাইকে করে এসেছিল।

কয়েক রাউন্ড গুলি চালিয়ে তাঁরা এলাকা থেকে চম্পট দেয়। অন্যদিকে গুলিবিদ্ধ তৃণমূল কর্মীর অবস্থা রীতিমত আশঙ্কাজনক হওয়ায় তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। আর এই ঘটনায় খুব স্বাভাবিক ভাবেই শাসকদল অভিযোগের আঙুল তুলেছে গেরুয়া শিবিরের দিকে। তাঁদের দাবি, বিজেপি সাংসদ অর্জুন সিং এর দুষ্কৃতী বাহিনীর লোকজন এই ঘটনা ঘটিয়েছে। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে পাল্টা জানানো হয়েছে, তৃণমূলের গোষ্ঠীকোন্দলের ফলেই আজকের ঘটনা ঘটেছে। বিজেপি এই ঘটনার জন্য কোনমতেই দায়ী নয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে ধর্মেন্দ্র সিং দীর্ঘদিন ধরেই তৃণমূল করতেন বলে খবর। একসময় তিনি অর্জুন সিং এর অনুগামী বলেই পরিচিত ছিলেন। অর্জুন সিং বিজেপিতে যোগ দেওয়ার পর তিনিও বিজেপিতে যোগ দেন। কিন্তু কিছুদিন পরেই তিনি আবার পুরনো দল তৃণমূলে ফিরে আসেন বলে জানা গেছে।  ধর্মেন্দ্র সিং এর উপর গুলি চালানোর ঘটনায় এদিন খাদ্য মন্ত্রী তথা উত্তর 24 পরগনার তৃণমূল জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক সোজাসুজি অর্জুন সিং কে অভিযুক্ত করে বলেন, বিজেপি ছাড়ার কারণেই অর্জুন সিং এর লোকজন ধর্মেন্দ্র সিং কে আক্রমণ করেছে।

পাল্টা অর্জুন সিংহ জ্যোতিপ্রিয় মল্লিকের অভিযোগের বিরুদ্ধে বলেন, তৃণমূল শিবিরে দলীয় গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই এই ঘটনা ঘটেছে। এর সঙ্গে বিজেপির কোনো যোগাযোগ নেই। তবে এই ঘটনা রাজনৈতিক মহলে তুমুল আলোড়ন ফেলেছে। অন্যদিকে ধর্মেন্দ্র সিং এর গুলি কান্ডের ঘটনায় ইতিমধ্যেই তদন্তে নেমেছে পুলিশ। তবে এখনও পর্যন্ত পুলিশ কোন দুষ্কৃতীকে গ্রেফতার করতে পারেনি। তবে রাজনৈতিক মহলের একাংশের মতে, কাঁকিনাড়া এলাকায় যেভাবে বারবার গণ্ডগোল হচ্ছে তাতে সেখানকার আইন ব্যবস্থা নিয়ে প্রশ্নচিহ্ন থাকছে। আপাতত, এলাকায় যাতে কোনো উত্তেজনা সৃষ্টি না হয় তার জন্য কড়া নজর রাখছে পুলিশ প্রশাসন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!