এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তৃণমূল নেতা লোহা চোর? যাঁদের হাতে অস্ত্র তুলেছেন তাঁরাই মারবে মমতাকে? বিস্ফোরক বিজেপি MP!

তৃণমূল নেতা লোহা চোর? যাঁদের হাতে অস্ত্র তুলেছেন তাঁরাই মারবে মমতাকে? বিস্ফোরক বিজেপি MP!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একুশের বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে, ততই রাজ্যের বিভিন্ন জেলায় তৃণমূল বিজেপি রাজনৈতিক দ্বন্দ্ব আরও প্রবলতর আকার নিচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রাজ্যের বিভিন্ন জেলার মধ্যে সম্প্রতি উত্তর 24 পরগনা বর্তমানে রাজনৈতিক দ্বন্দ্বের আখড়া হয়ে দাঁড়িয়েছে বলে মনে করা হচ্ছে। নৈহাটি, ভাটপাড়া থেকে শুরু করে সমগ্র ব্যারাকপুর শিল্পাঞ্চলে সম্প্রতি তৃণমূল বিজেপির রাজনৈতিক হানাহানির খবর প্রায়শই সংবাদ শিরোনামে উঠে আসছে।

এদিন আবারও বোমাবাজির ঘটনা ঘটল হালিশহরে। তৃণমূলের অভিযোগ, ইচ্ছাকৃতভাবে তৃণমূল নেতার বাড়ির সামনে রাতের অন্ধকারে বোমাবাজি করা হয়েছে। এবং এই ঘটনার পেছনে রয়েছে বিজেপি সাংসদ অর্জুন সিং। অন্যদিকে অর্জুন সিং এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন বলে জানা গেছে। হালিশহরে তৃণমূল কংগ্রেস নেতা সুবোধ অধিকারীর বাড়ির সামনে বোমাবাজি করা হয় গতকাল রাতে। শুধু তাই নয় পুলিশের গাড়িও ভাঙচুর করা হয় বলে জানা গেছে।

তৃণমূলের পক্ষ থেকে এই ঘটনার পেছনে বিজেপি সাংসদ অর্জুন সিং এর যুক্ত থাকার দাবি করা হয়েছে। অন্যদিকে পাল্টা আক্রমণ করেছেন অর্জুন সিং। তিনি তৃণমূল নেতা সুবোধ অধিকারীকে লোহা চোর বলে কটাক্ষ করেছেন যেমন একদিকে তেমনই তিনি দাবি তোলেন, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই এই বোমাবাজি। আর এই ঘটনার পর থেকেই রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছে উত্তর 24 পরগনার হালিশহর এলাকা। ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং গোষ্ঠীদ্বন্দ্বের পাশাপাশি আরও অভিযোগ করেন হালিশহরের তৃণোমূল নেতা পুলিশের বাড়তি নিরাপত্তা পেতেই এই ঘটনা ঘটিয়েছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে হালিশহরের বোমাবাজির ঘটনায় অর্জুন সিং সরাসরি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিযুক্তের কাঠগড়ায় দাঁড় করিয়ে বলেন, মুখ্যমন্ত্রীর দলে আশ্রয় পেয়েছে দুষ্কৃতী দল। এদিকে গতকাল রাতে ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং এর বাড়িতে পুলিশি তল্লাশি নিয়ে প্রবল উত্তেজনা ছড়ায় ব্যারাকপুর এলাকায়। কাঁকিনাড়ার তৃণমূল নেতা ধর্মেন্দ্র সিংকে গুলি করে হত্যার ঘটনায় অর্জুন সিং এর বাড়িতে তল্লাশি অভিযানে যায় পুলিশ।

কিন্তু বাধা পেয়ে তাঁরা ফিরে আসে বলে জানা গেছে। রাজনৈতিক মহলের একাংশের মতে, যত দিন যাচ্ছে ততই উত্তর 24 পরগনার রাজনৈতিক পরিস্থিতি আরো জটিল হয়ে চলেছে। অর্জুন সিং একসময় তৃণমূলের নেতা হিসেবে পরিচিত ছিলেন এলাকায়। কিন্তু বর্তমানে তিনি বিজেপিতে যাওয়ার পরেই পরিস্থিতি বিগড়ে যায়। অন্যদিকে শাসকদলের দাবি, এলাকার দখলদারি বজায় রাখতে অর্জুন সিং রীতিমত গুন্ডামি চালাচ্ছেন এলাকায়। আপাতত দোষারোপ, পাল্টা দোষারোপ চলছে দুইদলের। আপাতত এই পরিস্থিতি থেকে মুক্তির আশায় এলাকাবাসী।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!