এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > তৃণমূল নেত্রীর চিঠির উত্তরে সহমত জানালেন সোনিয়া গান্ধী, 24 এর লড়াইয়ের কি সূচনা এখন থেকেই?

তৃণমূল নেত্রীর চিঠির উত্তরে সহমত জানালেন সোনিয়া গান্ধী, 24 এর লড়াইয়ের কি সূচনা এখন থেকেই?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একদিকে যখন রাজ্যে বিধানসভা নির্বাচনে তৃণমূল নেত্রী মরিয়া হয়ে উঠেছেন বিজেপিকে রাজ্য থেকে বিদায় করতে,  ঠিক একই সাথে মমতা বন্দ্যোপাধ্যায় আগামী লোকসভা নির্বাচনে বিজেপিকে দেশের সিংহাসন থেকে সরানোর তোড়জোড় শুরু করলেন। ইতিমধ্যেই তৃণমূল নেত্রী দেশের সমস্ত অবিজেপি রাজনৈতিক নেতাদের কাছে একজোট হওয়ার বার্তা দিয়েছেন। আর তৃণমূল নেত্রীর বার্তা পেয়ে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায়কে সহমত জানালেন। বাংলার বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে যা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

বাংলায় নির্বাচন চলছে। তার মাঝেই চৌদ্দটি বিজেপি বিরোধী দলকে মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি লিখেছিলেন। সেই চিঠির প্রত্যুত্তরে এবার সোনিয়া গান্ধী কংগ্রেসের পক্ষ থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সহমত পোষণ করলেন। কংগ্রেস সভানেত্রী জানালেন, মমতা ব্যানার্জ্জীর মতনই রাহুল গান্ধীও দীর্ঘদিন ধরেই বিজেপির বিরুদ্ধে জোট গড়ার ডাক দিয়ে আসছেন কংগ্রেসের পক্ষ থেকে। সনিয়া গান্ধীর মতে, সংবিধান রক্ষা করতে গেলে বিজেপি ঐক্য গড়ে তোলা অত্যন্ত প্রয়োজনীয়। রাহুল গান্ধীও জাতীয় স্তরে এই জোট গড়ার বার্তা দিয়েছেন। কংগ্রেসের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কেও বার্তা দেওয়া হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এবং এই জোটকে ঐক্যবদ্ধ করে নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে প্রয়োগ করতে সোনিয়া গান্ধী উৎসাহ দেখিয়েছেন। ইতিমধ্যেই তিনি ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথাও বলেছেন বলে জানা গিয়েছে। 2024 এর আগেই সমস্ত বিরোধীদলকে একজোট করে ঐক্যবদ্ধ লড়াই করতে সোনিয়া গান্ধী বদ্ধপরিকর। অন্যদিকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে টুইট করে পিডিপি নেত্রী মেহবুবা মুফতি জানিয়ে দিলেন তাঁর সহমতের কথা।

পাশাপাশি গেরুয়া শিবিরের বিরুদ্ধেও তিনি ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, সংবিধানের ভিত্তি যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে ধ্বংস করতে চলেছে কেন্দ্রীয় সরকার। গণতন্ত্র বাঁচাতে গেলে বিরোধী শক্তিকে একজোট হতে হবে। তৃণমূল নেত্রী নেত্রীর দেশের সমস্ত বিরোধী শক্তিকে চিঠি দেওয়া নিয়ে ইতিমধ্যেই এরাজ্যে বিরোধীদল কংগ্রেস কটাক্ষ করতে শুরু করেছে। কিন্তু সোনিয়া গান্ধীর বার্তা এ রাজ্যে কংগ্রেসের কটাক্ষবার্তার সঙ্গে কিন্তু মিলছে না। যথারীতি নির্বাচনের মধ্যে সোনিয়া গান্ধীর এই বার্তা এরাজ্যে নতুন কোন সমীকরণ তৈরি করে কিনা আগামীদিনে সেটাই এখন দেখার।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!