এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > তৃণমূল ও বিজেপিকে একাসনে বসানো ঠিক হয়নি- চাঞ্চল্যকর স্বীকারোক্তি বাম হেভিওয়েট সূর্যকান্ত মিশ্রের

তৃণমূল ও বিজেপিকে একাসনে বসানো ঠিক হয়নি- চাঞ্চল্যকর স্বীকারোক্তি বাম হেভিওয়েট সূর্যকান্ত মিশ্রের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট একুশের বিধানসভার নির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছিল বামেরাও। বামেদের সঙ্গে হাত মেলায় কংগ্রেস, এবং পরবর্তীতে তাঁদের সঙ্গে যোগ দেয় আইএসএফ। তৈরি হয় সংযুক্ত মোর্চা। ব্রিগেডের মাঠে দাঁড়িয়ে একসাথে তৃণমূলকে হারানোর শপথ গ্রহণ করা হয়। কিন্তু ভোটের ফলাফল বেরোনোর পর দেখা গেল তৃণমূল বিপুল জয় নিয়ে রাজ্যের প্রধান শক্তি হিসাবে ফিরে এসেছে। বিরোধী দল হিসেবে মুখ্য হয়ে উঠেছে বিজেপি, তাঁদের আসন সংখ্যা 77। কিন্তু বামেরা এবং কংগ্রেস কার্যত রাজ্য রাজনীতি থেকে বিলুপ্ত হয়ে গেছে এবারের নির্বাচনে। তাঁরা একটিও আসন পায়নি এবার। তারপর থেকেই শুরু হয়েছে দলীয় অন্দরে চাপানউতোর।

কার্যত বামেদের শুন্য হয়ে যাওয়া নিয়ে বিভিন্ন ক্ষেত্রে প্রশ্ন উঠেছে এবং তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। কার্যত যত সময় যাচ্ছে, বামেরা ততই স্বীকার করে নিচ্ছে তৃণমূল এবং বিজেপিকে এক আসনে বসিয়ে আক্রমণ করা হয়তো তাঁদের ঠিক হয়নি। মানুষ এ ব্যাপারটি ভালো মনে নেয়নি। পাশাপাশি বামেদের তরফ থেকে প্রচার করা হয়েছিল বিজেমূল স্লোগান। সেই স্লোগান যে কার্যত মুখ থুবড়ে পড়েছে তা বলাই বাহুল্য। আর এবার সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রের স্বাক্ষর করা একটি নোট প্রকাশ্যে এসেছে, যেখানে তিনি একের পর এক স্বীকারোক্তি করেছেন।

ঐ নোটে তিনি এটাও বলেছেন, গত লোকসভা নির্বাচন থেকেই স্পষ্ট হয়ে গেছে তৃণমূল এবং বিজেপির মধ্যে গড়াপেটা নেই। আর সে কারণেই বিজেপির বিরুদ্ধে সিপিএম যতটা নির্বাচনে আক্রমণ করেছে, তাতে লাভ হয়েছে তৃণমূলের। পাশাপাশি সূর্যকান্ত মিশ্র স্বীকার করে নিয়েছেন বিজেপি এবং তৃণমূল কে একাসনে বসিয়ে যেভাবে বামেরা অবস্থান গ্রহণ করেছিল তাতে বিভ্রান্তি তৈরি হয়েছে। কার্যত এবার বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন সিপিএম রাজ্য সম্পাদক। পরিষ্কার করে সূর্যকান্ত মিশ্র জানিয়ে দিলেন, বিজেপি এবং অন্য কোনো দলকে এক করে ভাবা উচিত নয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূর্যকান্ত মিশ্র জানিয়েছেন, বিজেপিকে ফ্যাসিবাদী আরএসএস পরিচালনা করে। পাশাপাশি বিজেমূল শব্দবন্ধের ব্যবহারও কার্যত মানুষের সামনে বিভ্রান্তির সৃষ্টি করেছে বলে সূর্যকান্ত মিশ্রের লেখা নোটে উল্লেখ করা হয়েছে। একইসাথে স্বীকার করে নিয়েছেন সূর্যকান্ত মিশ্র, শাসকদল বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প গ্রহণ করেছিল যেগুলিতে সাফল্য এসেছে। সেক্ষেত্রে তৃণমূল প্রতিষ্ঠান বিরোধিতাগুলিকে সামাল দিয়েছে এ ধরনের জনকল্যাণমূলক প্রকল্প সাফল্যের মুখ দেখায়।

আর সেই জায়গাতেই সূর্যকান্ত মিশ্র উল্লেখযোগ্যভাবে লিখেছেন, সরকারের বিভিন্ন প্রকল্পে ইতিবাচক হস্তক্ষেপের পরিবর্তে ছোট করে দেখা মোটেই ঠিক হয়নি। সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে লড়াই করতে দলবল নির্বিশেষে সমস্ত বিরোধীকে একসাথে আওয়াজ তোলার কথা বলেছিলেন। এদিন সূর্যকান্ত মিশ্রের নোট কার্যত তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদনটিকেই স্বীকৃতি দিচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কার্যত সূর্যকান্ত মিশ্রের এই নোট নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে জল্পনা। এবং এই জল্পনার জল এখন কতদূর গড়ায় সেটাই দেখার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!