এখন পড়ছেন
হোম > জাতীয় > তৃণমূল সাংসদের সাসপেন্ডের প্রসঙ্গে এবার বড়সড় প্রতিবাদ তৃণমূলের, পাশে কি পাবে অন্যান্য বিরোধীদের?

তৃণমূল সাংসদের সাসপেন্ডের প্রসঙ্গে এবার বড়সড় প্রতিবাদ তৃণমূলের, পাশে কি পাবে অন্যান্য বিরোধীদের?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – যত সময় যাচ্ছে, ততই পেগাসাস কাণ্ড নিয়ে সংসদে চাপানউতোর বৃদ্ধি পাচ্ছে। কার্যত বাদল অধিবেশনের প্রথম দিন থেকেই পেগাসাস প্রসঙ্গকে কেন্দ্রীয় বিজেপি সরকারের বিরুদ্ধে হাতিয়ার করে নিয়েছে বিরোধীরা। অন্যদিকে এই নিয়ে প্রতিবাদ করতে গিয়ে এবার রাজ্যসভার তৃণমূল সাংসদ শান্তনু সেনকে হতে হয়েছে সাসপেন্ড। আর তাই নিয়ে তৃণমূল এবার বড়োসড়ো প্রতিবাদ জানানোর পরিকল্পনা করছে। সেক্ষেত্রে অন্যান্য রাজনৈতিক বন্ধুভাবাপন্ন দলকেও তাঁরা পাশে পেতে চাইছে বলে খবর। কার্যত শুক্রবার সংসদের অধিবেশনে পেগাসাস নিয়ে তীব্র গন্ডগোল হয় এবং গন্ডগোলের পাকানোর অভিযোগে তৃণমূল সাংসদ শান্তনু সেনকে রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু সাসপেন্ড করেন।

আর তারই প্রতিবাদে সরব হয়েছে তৃণমূল সংসদীয় দল। নিজেদের কর্মসূচিতে তৃণমূল এবার অন্যান্য বিরোধীদলকেও সামিল করতে চায় তাঁরা। এক্ষেত্রে জানা গিয়েছে, তৃণমূল সাংসদ শান্তনু সেনকে সাসপেন্ডের সিদ্ধান্তের বিরুদ্ধে রাজ্যসভার চেয়ারম্যানকে প্রতিবাদপত্র দেওয়া হবে তৃণমূলের পক্ষ থেকে। এবং তৃণমূল অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলির রাজ্যসভার সাংসদদের থেকেও স্বাক্ষর নেওয়ার চেষ্টা চালাচ্ছে। এক্ষেত্রে তৃণমূল সংসদীয় দলের নেতাদের মতে, শান্তনু সেন কিন্তু পেগাসাস কাণ্ড নিয়ে প্রতিবাদ জানিয়েছেন সবার স্বার্থে। তাই এবার মোদি সরকারের বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগে তাঁদেরকে চাপে ফেলার মোক্ষম সুযোগ পাওয়া গিয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, ইতিমধ্যেই তৃণমূল সংসদে সমভাবাপন্ন বেশকিছু দলের সঙ্গে প্রতিবাদপত্র নিয়ে আলাপ-আলোচনা চালিয়েছে। সূত্রের খবর, অন্যান্য বিরোধীদলের নেতারা তাঁদের শীর্ষ নেতৃত্বের কাছ থেকে অনুমোদন পাওয়ার অপেক্ষায়। সবুজ সংকেত মিললেই স্বাক্ষর করে দেবেন প্রতিবাদপত্রে।  শনিবার এই নিয়ে এক তৃণমূল সাংসদ জানিয়েছেন, 2019 সালের সেপ্টেম্বর মাসেও 8 জন রাজ্যসভার সাংসদকে সাসপেন্ড করে দেন রাজ্যসভার চেয়ারম্যান। সেসময় সমস্ত রাজনৈতিক দল একসাথে প্রতিবাদ করায় চাপে পড়েছিল মোদি সরকার। তাই এবার শান্তনু একা সাসপেন্ড হলেও কেন্দ্রীয় সরকারকে চাপে ফেলার সুযোগ হাতছাড়া করতে চাইছে না তৃণমূল।

কার্যত এক্ষেত্রে তৃণমূলের অন্যতম হাতিয়ার পেগেসাস কান্ড। প্রসঙ্গত জানা গেছে, গত বৃহস্পতিবার কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণর থেকে বিবৃতি লেখা কাগজ ছিনিয়ে নিয়ে শান্তনু ছিঁড়ে ফেলেন। আর তার জেরেই তাঁকে রাজ্যসভা থেকে সাসপেন্ড হতে হয়েছে। যদিও শান্তনু সেন এর দাবি, তাঁর সঙ্গেই অভব্যতা করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী। আপাতত এই বিষয় নিয়ে সংসদে ঝড় তুলতে চলেছে তৃণমূল। তবে তাঁদের সাথে অন্যান্য বিরোধী শক্তি কতটা সাথ দেন সেদিকেই থাকছে এখন নজর। মনে করা হচ্ছে, এই প্রতিবাদ কর্মসূচির মধ্যে দিয়ে অনেক রাজনৈতিক হিসাব নিকাশ মাত্রা পেতে পারে।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!