এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তৃণমূল শিবিরে আতঙ্ক জাগালেন বিজেপি সাংসদ, তীব্র জল্পনা

তৃণমূল শিবিরে আতঙ্ক জাগালেন বিজেপি সাংসদ, তীব্র জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দুই হাজার কুড়ির শেষ লগ্নে দাঁড়িয়ে আছি আমরা। এবছর বাংলার রাজনীতিতে উঠে এসেছে চমকের পর চমক। একুশের নির্বাচনের নিরিখে চলছে চূড়ান্ত অদল বদল। শাসক দলের একাধিক নেতা-কর্মী, বিধায়ক, সাংসদ চলে গিয়েছেন গেরুয়া শিবিরে। দলবদল গেরুয়া শিবিরের দিক থেকেও হয়েছে। কিন্তু তৃণমূল না বিজেপি কে এগিয়ে এই দলবদলের খেলায় সে প্রশ্ন উঠলে এক কথায় বলা যায় দলবদলের ক্ষেত্রে এগিয়ে রয়েছে বিজেপি। আর এবার হাওড়ার দলীয় অনুষ্ঠানে গিয়ে বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ দলবদল নিয়ে রীতিমতো বোমা ফাটালেন। আর এতেই তৃণমূল শিবিরসহ রাজনৈতিক মহলে শুরু হয়েছে প্রবল গুঞ্জন।

নাম না করে তৃণমূলের বিভিন্ন নেতার পদবী ধরে ধরে সৌমিত্র খাঁ বলতে থাকেন যে তাঁরা বিজেপিতে যোগদান করবেন। এক্ষেত্রে সৌমিত্র খাঁ রায় বাবু নাম উল্লেখ করেন আর এই রায় বাবু বলতে রাজনৈতিক মহলের কিন্তু অনেকেই মনে করছেন সৌমিত্র খাঁ হাওড়া জেলার অন্যতম তৃণমূল নেতা অরূপ রায়ের কথা বলেছেন। তবে রাজীব বন্দ্যোপাধ্যায়ের গেরুয়া শিবিরে যোগদানের জল্পনা মাথাচাড়া দিতেই রায়বাবু যে পিছিয়ে যান সে কথাও বলেন সৌমিত্র খাঁ। তবে সৌমিত্র খাঁ এদিন দাবি করেছেন, হাওড়া থেকে প্রায় 78 জন বিধায়ক ক্রমাগত গেরুয়া শিবিরের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। কারা কারা গেরুয়া শিবিরে প্রবেশ করবেন তা অমিত শাহের উপস্থিতিতেই নির্ধারিত হবে বলে জানান সৌমিত্র খাঁ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত, নতুন বছরের প্রথম মাসেই রাজ্যে পা দিতে চলেছেন অমিত শাহ।সদ্যই অমিত শাহের উপস্থিতিতে তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিয়েছিলেন হেভিওয়েট তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী সহ বিভিন্ন জেলার অন্তত 80 জন নেতা জনপ্রতিনিধি। পাশাপাশি বিশেষজ্ঞদের মতে, দিনদিন তৃণমূলের অন্দরে প্রবল হচ্ছে বেসুরো ধ্বনি। দলের বিরুদ্ধে ইতিমধ্যে মুখ খুলতে শুরু করেছেন বিভিন্ন নেতা, মন্ত্রী, বিধায়করা। আর তার মধ্যে উল্লেখযোগ্য ছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। যদিও রাজীব বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই জানিয়েছেন, তাঁর সঙ্গে তৃণমূলের কোনরকম বিরোধ নেই। পাশাপাশি মনে করা হচ্ছে, অধিকারী পরিবারের বাকি তিন সদস্য এবার গেরুয়া শিবিরে যেতে চলেছেন।

সৌমেন্দু অধিকারীকে বিতারিত করা নিয়ে অধিকারী পরিবারের বাকি দুজন দিব্যেন্দু অধিকারী এবং শিশির অধিকারী ইতিমধ্যেই দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। তবে সৌমিত্র খাঁর দাবি নিয়ে রাজীব বন্দ্যোপাধ্যায় বিশেষ কোনো প্রতিক্রিয়া না দেখালেও তৃণমূল মন্ত্রী তথা নেতা অরূপ রায় জানিয়েছেন, দল বদলের রাজনীতি বিজেপি করে কোনো নীতির তোয়াক্কা না করে। বিশেষজ্ঞদের মতে, দলবদলের রাজনীতিতে কিন্তু ক্রমশই পিছিয়ে পড়ছে রাজ্যের শাসক শিবির। আর সেক্ষেত্রে ক্রমশ তীব্র হচ্ছে একুশের বিধানসভা নির্বাচনে পালাবদলের হাওয়া। অন্যদিকে রাজ্যের শাসক দলে প্রকট গোষ্ঠীদ্বন্দ্বের চওড়া ফাটল। আর সেই ফাটল দিয়ে যে গেরুয়া শিবিরের অনুপ্রবেশ ঘটেছে, সে কথা স্পষ্ট হলো সৌমিত্র খাঁয়ের দাবিতে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!