এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তৃণমূল শিবিরের গোষ্ঠীদ্বন্দ মেটাতেও ত্রাতার ভূমিকায় প্রশান্ত কিশোর, দলের ভাঙন কিন্তু অব্যাহত

তৃণমূল শিবিরের গোষ্ঠীদ্বন্দ মেটাতেও ত্রাতার ভূমিকায় প্রশান্ত কিশোর, দলের ভাঙন কিন্তু অব্যাহত


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনের ঢাকে কাঠি পড়ে গেছে। ইতিমধ্যেই রাজ্যের প্রতিটি রাজনৈতিক দল যখন নিজেদের সংগঠন গোছানোর কাজে ব্যস্ত, ঠিক তখনই চিন্তার ভাঁজ রাজ্যের শাসক দল তৃণমূলের কপালে। তার কারণ এক এবং একমাত্র গোষ্ঠীদ্বন্দ্ব। বিশেষজ্ঞদের মতে, তৃণমূল শিবিরের এই মুহূর্তে গলার কাঁটা হল এই গোষ্ঠীদ্বন্দ্ব। গোষ্ঠীদ্বন্দ্বের কারণে অনেকেই বিক্ষুব্ধ মনোভাব নিয়ে ইতিমধ্যেই দল ছেড়েছেন এবং ছাড়ছেন। তাই এবার দলের ভাঙনরোধে ত্রাতার ভূমিকায় দাঁড়াতে চলেছেন প্রশান্ত কিশোর। বর্ধমানের তৃণমূল শিবিরের অন্তর্দ্বন্দ্বের খবর এই মুহুর্তে প্রায় সবার জানা। বর্ধমানের তৃণমূল সংগঠনকে টিকিয়ে রাখতে এবার আসরে নামল টিম পিকে।

পাশাপাশি তৃণমূল সূত্রে জানা যাচ্ছে, গোষ্ঠীদ্বন্দ্ব মেটাতে এবং পুরনো নিষ্ক্রিয় কর্মীদের দলে সক্রিয় করতে এবার উদ্যোগী হয়েছে দল। সূত্রের খবর, প্রশান্ত কিশোরের পাশাপাশি দলের উচ্চস্তরের নেতারাও পৌঁছে যাচ্ছেন বিক্ষুব্ধ নেতাদের কাছে। তাঁদের কথা শোনার জন্য রীতিমতো সক্রিয় ভূমিকা নিচ্ছেন তাঁরা। সূত্রের খবর, পৌরসভা, ব্লক, পঞ্চায়েত স্তরে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব মেটানোর কাজ হাতে নিয়েছে বর্তমানে আইপ্যাক। সেক্ষেত্রে চেষ্টা চালানো হচ্ছে দলের নীচুতলার কর্মীদের সঙ্গে কথা বলে দলের ভাঙন আটকানোর। অন্যদিকে ইতিমধ্যে বর্ধমান শহর কমিটি গড়ার দাবি জানিয়ে রাজ্য নেতৃত্ত্বের কাছে চিঠি দিয়েছিলেন বর্ধমান জেলার সভাপতি অরূপ দাস।

বর্ধমান শহরের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব যে বহুদূর ছড়িয়ে পড়েছে, তা স্বীকার করে নিয়ে এই সমস্যা মেটাতে ময়দানে নেমে পড়েছে জেলা তৃণমূল নেতৃত্ত্ব। অন্যদিকে জানা যাচ্ছে, দলের অন্তর্দ্বন্দ্ব মেটাতে ইতিমধ্যেই প্রশান্ত কিশোর আলোচনায় বসেছিলেন বর্ধমান জেলা তৃণমূল সভাপতি অরূপ দাস, জেলা যুব সভাপতি রাসবিহারী হালদার এবং বিরোধী শিবিরের খোকন দাসের সঙ্গে। এছাড়াও বর্ধমান শহরের সম্প্রতি একটি সাংগঠনিক বৈঠক হয় বলে জানা গিয়েছে। সূত্রের খবর, বর্ধমান জেলার 1 ও 2 ব্লক প্রধানত অন্তর্দ্বন্দপ্রবণ হয়ে উঠেছে। সেক্ষেত্রে দলের সমস্যা মেটাতে এলাকার বিধায়কদের নিয়ে রাজ্য নেতৃত্ব বৈঠক করেছে ইতিমধ্যেই।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পাশাপাশি এবার টিম পিকে আসরে নেমেছে তৃণমূল শিবিরের অন্তর্দ্বন্দ্ব মেটাতে। সেক্ষেত্রে জামালপুর, খণ্ডঘোষ, রায়না, মেমারি, পূর্বস্থলী, কালনা, গলসির অঞ্চল নেতাদের সঙ্গে কথা চলছে টিম পিকের। পাশাপাশি এতদিন ধরে যেসব নেতারা নিষ্ক্রিয় হয়েছিলেন দলে, তাঁদেরকেও এবার জেলা ও ব্লক কমিটিতে নিয়ে সক্রিয় করে তোলার চেষ্টা চালানো হচ্ছে দলীয় স্তর থেকে। তবে জানা যাচ্ছে, দলের অন্তর্দ্বন্দ্ব মেটাতে প্রশান্ত কিশোর যথেষ্ট তাৎপর্যপূর্ণ ভূমিকা গ্রহণ করেছেন। প্রশান্ত কিশোরের দল তৃণমূলের অন্তর্দ্বন্দ্বকারী বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে আলাদা আলাদা কথা বলছে। আলোচনার পর দুই পক্ষকে সামনে নিয়ে আসা হচ্ছে আলোচনার জন্য। তাতেও যদি সমস্যা না মেটে, তখনই দলের সর্বোচ্চ নেতৃত্ত্বের কাছে খবর যাচ্ছে।

সবমিলিয়ে একুশের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের সংগঠনকে চাঙ্গা করতে এককাট্টা হয়েছে ঘাসফুল শীর্ষ নেতৃত্ব এবং টিম পিকে। তবে প্রশান্ত কিশোর শেষ বেলায় এসে তৃণমূলকে আবার সংগঠিত করে একুশের বাংলার মসনদ দখলে রাখতে সাহায্য করতে পারে কিনা, সেদিকে কিন্তু কড়া নজর রয়েছে ওয়াকিবহাল মহলের। তবে রাজ্যজুড়ে তৃণমূল শিবিরে যে গোষ্ঠীদ্বন্দের কারণে ফাটল ক্রমশ চওড়া হচ্ছে, তা এককথায় মেনে নিচ্ছে রাজনীতির কারবারীরা।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!