এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তৃণমূল থেকে বিজেপিতে দলবদল করলেও ছাড়লেন না দলের সদস্যপদ ও সাংসদপদ, কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি তৃণমূলের

তৃণমূল থেকে বিজেপিতে দলবদল করলেও ছাড়লেন না দলের সদস্যপদ ও সাংসদপদ, কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি তৃণমূলের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যের শাসকদলের সঙ্গে অধিকারী পরিবারের দূরত্ব বেড়ে গিয়েছিল দীর্ঘদিন ধরেই। গত ডিসেম্বরে শুভেন্দু অধিকারী দলের সমস্ত পদ ত্যাগ করে গেরুয়া শিবিরে যোগদান করেন। একইসাথে তাঁর ভাই সৌমেন্দু অধিকারীও দল ছাড়েন। কিন্তু এতদিন পর্যন্ত শিশির অধিকারী এবং এখনও দিব্যেন্দু অধিকারী তৃণমূলে ছিলেন এবং রয়েছেন।

শেষ পর্যন্ত গত পরশু শিশির অধিকারী বিজেপিতে যোগদান করেন। কিন্তু বিজেপিতে যোগদান করলেও শিশির অধিকারী এখনো তৃণমূল সাংসদ পদে রয়ে গেছেন। একইসাথে দলের সদস্যপদও তিনি ছাড়েননি। আর তাই এবার শিশির অধিকারীর সাংসদ পদ বাতিলের আবেদন করার দিকেই এগোচ্ছে তৃণমূল শিবির।

জানা গিয়েছে, শিশির অধিকারীর সাংসদ পদ বাতিলের দাবি নিয়ে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি লিখতে চলেছে তৃণমূল। এর আগে একইভাবে তৃণমূলের টিকিটে সাংসদ হয়ে সুনীল মণ্ডল বিজেপিতে যোগদান করেছিলেন। সেক্ষেত্রেও তৃণমূল লোকসভার স্পিকারকে সুনীল মন্ডলের সাংসদ পদ বাতিলের আবেদন করেছিল। 

শিশির অধিকারীর ক্ষেত্রেও শাসক দল একই পথে যে হাঁটবে, তা পরিষ্কার করে দেওয়া হয়েছে তৃণমূল শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে। শুভেন্দু বিজেপিতে যোগ দেওয়ার পর বেশ কয়েক মাস কেটে গেছে। দীর্ঘ টালবাহানার পর গত 21 শে মার্চ পূর্ব মেদিনীপুরের এগরায় অমিত শাহের সভা মঞ্চ থেকে বিজেপিতে যোগদান করেন শুভেন্দুর বাবা কাঁথির সাংসদ শিশির অধিকারী।

কিন্তু দেখা যাচ্ছে তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়ার আগে না যোগ দেওয়ার পরে সরকারিভাবে তৃণমূলের দলীয় পদ কিংবা লোকসভার সদস্য পদ কোনটাই শিশির অধিকারী ছাড়েননি। যথারীতি এই নিয়ে বিতর্ক শুরু হয়েছে। অন্যদিকে শিশির অধিকারীর বিরুদ্ধে এবার তৃণমূল তাঁর সাংসদ পদ খারিজের আবেদন করতে চলেছে বলে জানা যাচ্ছে। 

এ প্রসঙ্গে তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় এদিন সাংবাদিক বৈঠকে জানান, তৃণমূলের প্রতীকে সাংসদ হয়েও পদত্যাগ না করে বিজেপিতে কিভাবে যোগ দিলেন শিশির অধিকারী, তা নিয়ে প্রশ্ন থেকে যায়। একটা দলে থেকে অন্য দলের মঞ্চে কখনো বক্তৃতা দেওয়া যায়না বলে দাবি করেন পার্থ চট্টোপাধ্যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তিনি স্পষ্ট করে বলেন, যেতে গেলে পদত্যাগ করে তবে যেতে হয়। পার্থ চট্টোপাধ্যায় এ প্রসঙ্গে তমলুকের সাংসদ শুভেন্দুর আরেক ভাই দিব্যেন্দু অধিকারীর কথাও তুলে আনেন। প্রসঙ্গত শোনা যাচ্ছে, দিব্যেন্দু অধিকারী প্রধানমন্ত্রীর সভায় উপস্থিত থেকে বিজেপিতে যোগদান করবেন। সে প্রসঙ্গ তুলে এনে পার্থ চট্টোপাধ্যায় বলেন, যার যেখানে খুশী সেখানে যেতেই পারেন। 

কিন্তু যাবার আগে সাংসদ পদ থেকে পদত্যাগ করে যেতে হবে। পাশাপাশি সাংসদ পদ থেকে পদত্যাগ না করায় এবার তৃণমূল শিবির থেকে সাংসদ শিশির অধিকারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা গেছে। অন্যদিকে রাজনৈতিক মহলের অনেকেই প্রশ্ন তুলেছেন, একটি দলের সাংসদ বা দলের সদস্য থেকে অন্য দলে যোগদান কতটা নৈতিক?

অবশ্য এই নিয়ে এখনো পর্যন্ত গেরুয়া শিবিরের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পাশাপাশি শিশির অধিকারীর সঙ্গে এ ব্যাপারে যোগাযোগ করা হলে তিনি বিষয়টিকে মোটেই পাত্তা দিতে চাননি। অধিকারী পরিবারের সঙ্গে তৃণমূল শিবিরের দূরত্ব তো ছিলই। 

কিন্তু চাপানউতোর বাড়ার অন্যতম কারণ হল নন্দীগ্রামে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শুভেন্দু অধিকারীর নির্বাচনী লড়াইতে মুখোমুখি অবস্থান। একইসাথে দল বদল করলেও পুরোনো দলের সাংসদ পদ ধরে রাখা নিয়ে শিশির অধিকারীর বিরুদ্ধে বাপক ক্ষোভ প্রকাশ চলছে তৃণমূলের অন্দরে।

 

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!