এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > তৃণমূল থেকে বিজেপিতে গিয়েই নজিরবহীন আক্রমণের মুখে এই বিধায়ক, চাঞ্চল্য গেরুয়া শিবিরে

তৃণমূল থেকে বিজেপিতে গিয়েই নজিরবহীন আক্রমণের মুখে এই বিধায়ক, চাঞ্চল্য গেরুয়া শিবিরে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সদ্যই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষাল। শুধু প্রবীর ঘোষালই নন, তাঁর সঙ্গে হাওড়া জেলার একাধিক বিধায়ক এবং মন্ত্রী সদ্যই গেরুয়া শিবিরে গেছেন। তবে গুঞ্জন শোনা যাচ্ছে, গেরুয়া শিবিরে যে হারে তৃণমূল থেকে গিয়ে ভিড় বাড়ানো হচ্ছে, তাতে আদি এবং নব্য নেতাদের মধ্যে লাগছে গন্ডগোল। যে কারণে কেন্দ্রীয় বিজেপি পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় একুশের আগে দলে যোগদানের ব্যাপারে সতর্ক করেছেন। কিন্তু যারা ঢুকেছেন তৃণমূল থেকে গেরুয়া শিবিরে, তাঁদেরকে নিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় শুরু হয়েছে অশান্তি। আর সেই অশান্তির হাত থেকে রক্ষা পেলেন না উত্তর পাড়ার বিধায়ক প্রবীর ঘোষালও।

শনিবার বিজেপিতে যাওয়া মাত্রই উত্তরপাড়ায় প্রবীর ঘোষালের পোস্টার লাগিয়ে কালি দিয়ে লেখা হয়েছিল ‘গদ্দার মীরজাফর’। মঙ্গলবারেও এবার একই কায়দায় ক্ষোভের মুখে পড়লেন প্রবীর ঘোষাল। গেরুয়া শিবিরের খবর, মঙ্গলবার ফেসবুকে উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষালের নামে একাধিক অভিযোগ তুলে গেরুয়া শিবিরের একাংশ কর্মীরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। এমনকি শিশু পাচারকারী বলেও প্রবীরবাবুকে অভিযুক্ত করেছেন তাঁরা। তবে প্রবীর ঘোষাল এইসবটাই তৃণমূলের ষড়যন্ত্র বলে অভিহিত করেছেন। ফেসবুকে এদিন বিজেপির একাংশ প্রবীরবাবুকে একাধিক অভিযোগে অভিযুক্ত করেছে।

যেমন- ফেরিঘাট দেওয়ার নামে কাটমানি নেওয়া থেকে শুরু করে কোন্নগর পুরসভার লজে মধুচক্র চালানোর মতো গুরুতর অভিযোগ তোলা হয়েছে। এমনকি বিজেপি থেকে দূরে থাকার নিদান পর্যন্ত দেওয়া হয়েছে উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষালকে। যথারীতি এই ঘটনায় যেমন অস্বস্তিতে পড়েছেন প্রবীর ঘোষাল, ঠিক তেমনিই অস্বস্তির মুখে গেরুয়া শিবির। অন্যদিকে প্রবীর ঘোষাল এদিন জানান, তিনি মানুষের ভোটে বিধায়ক হয়েছেন। কোন দল তাঁকে ভোট দিয়ে বিধায়ক করেনি আর তাই তিনি বিধায়ক পদ ছাড়তে পারছেননা সাধারণ মানুষের কথা ভেবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পাশাপাশি তিনি আরও অভিযোগ করেন, তৃণমূল বিধায়কের কাছে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নিতে গেলেও 50 টাকা ঘুষ দিতে হয় বলে গরীব মানুষরা অভিযোগ করেন। তবে সেক্ষেত্রে প্রশ্ন উঠেছে, তিনি তো নিজেই আগে তৃণমূল বিধায়ক পদে ছিলেন, তাহলে এতদিন তিনি কোন প্রতিবাদ করেননি কেন? অন্যদিকে ফেসবুকে যেভাবে প্রবীর ঘোষালের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন গেরুয়া কর্মীরা, সে ব্যাপারে পাল্টা অভিযোগ করেন প্রবীর ঘোষাল। তৃণমূল কর্মীদের দিকে অভিযোগের আঙুল তুলে তিনি দাবি করেছেন, তৃণমূল কর্মীরা এই কাজ করেই গেরুয়া শিবিরে ফাটল ধরানোর চেষ্টা করছে। কিন্তু ফেসবুকে যেভাবে প্রবীরবাবুকে আক্রমণ করা হয়েছে তার দায় স্থানীয় তৃণমূল নেতৃত্ব পুরোপুরি অস্বীকার করেছে।

পাল্টা তৃণমূল জেলা সভাপতি দিলীপ যাদব জানান, লোভের কারণে প্রবীর ঘোষাল বিধায়ক পদ ছাড়েননি। সবমিলিয়ে উত্তরপাড়ার বিধায়ককে নিয়ে এই মুহূর্তে টানটান উত্তেজনা। তৃণমূল থেকে গেরুয়া শিবিরে যাওয়ার পরেও যে স্বস্তিতে রইলেন না প্রবীর ঘোষাল এ কথা স্পষ্ট। অন্যদিকে বিশেষজ্ঞরা মনে করছেন, তৃণমূল থেকে যেভাবে গেরুয়া শিবিরের লোক ঢুকছে, তাতে বেনোজল ঢুকে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি। সেক্ষেত্রে একুশের বিধানসভা নির্বাচন বুমেরাং হয়ে উঠতে পারে গেরুয়া শিবিরের কাছেই। ইতিমধ্যেই শোনা যাচ্ছে, গেরুয়া শিবিরের নিচুতলার কর্মীদের ক্ষোভের কথা। পরিস্থিতি সামলাতে এবার বিজেপি কী পদক্ষেপ নেয় সে দিকেই নজর থাকবে সবার।

 

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!