তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া ‘বড় বড় হনুদের’ চূড়ান্ত চ্যালেঞ্জ অনুব্রতর! চড়ছে রাজনৈতিক পারদ তৃণমূল বর্ধমান রাজনীতি রাজ্য January 19, 2021 প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই রাজনৈতিক উত্তাপ বাড়ছে বাংলায়। প্রতিটি রাজনৈতিক দল একে অপরের বিরুদ্ধে ভোটযুদ্ধে নেমে পড়েছে। প্রত্যেকের লক্ষ্য একটাই- সংগঠনকে শক্তিশালী করে বাংলার মসনদ দখল। কিন্তু বিশেষজ্ঞদের মতে, এক্ষেত্রে কোথাও-না-কোথাও একটু পিছিয়ে রয়েছে শাসকদল। কারণ, ইতিমধ্যেই শাসক শিবিরে শুরু হয়েছে ব্যাপক আকারে ভাঙন। দলের বেশিরভাগই গিয়ে ভিড়ছে গেরুয়া শিবিরে। আর তাই নিয়ে এবার মুখ খুললেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল ওরফে কেষ্টা। যারা তৃণমূল থেকে বিক্ষুব্ধ হয়ে গিয়ে গেরুয়া শিবিরে প্রবেশ করেছেন, তাদের এই দিন জনসভা থেকে এক হাত নিলেন বীরভূম জেলা সভাপতি। রীতিমতো চ্যালেঞ্জ ছুঁড়ে দেন অনুব্রত তাঁদের জন্য, যারা তৃণমূল ছেড়ে চলে গিয়েছেন। সেক্ষেত্রে তিনি নন্দীগ্রামে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হওয়ার ব্যাপারটি তুলে ধরেন এবং বলেন, যদি কারুর হিম্মত থাকে তাহলে যেন সে নন্দীগ্রামে গিয়ে দাঁড়ায়, লড়াই করে। খুব স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলের প্রায় প্রত্যেকেই নিশ্চিত অনুব্রত মণ্ডল কার্যত শুভেন্দু অধিকারীকেই চ্যালেঞ্জ দিয়ে রাখলেন। কারণ দল ছাড়ার পর শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম থেকেই গেরুয়া শিবিরের হয়ে লড়াই শুরু করেছেন। এদিন বিকেলে আউসগ্রাম 2 ব্লকের গেড়াই গ্রামের ফুটবল ময়দানে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল বিশাল জনসভা করেন। লক্ষাধিক কর্মী-সমর্থক এই সভায় ভিড় করেন বলে জানা গিয়েছে। এদিনের সভা থেকে অনুব্রত মণ্ডল বিজেপিকে করেছেন কড়া ভাষায় আক্রমণ। রাজ্য বিজেপির সাথে সাথে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বকেও তিনি ছেড়ে কথা বলেননি। সেক্ষেত্রে তিনি সোজাসুজি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিকেই অভিযোগের আঙুল তুলে বলেন, দেশের প্রধানমন্ত্রী ক্ষমতায় আসার আগে যেভাবে দু’কোটি চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন তা পূরণ করেননি। সাথে প্রত্যেক দেশের মানুষের ব্যাংক অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সে প্রতিশ্রুতিও পূরণ করেননি। আর এখানেই অনুব্রত মণ্ডল প্রশ্ন তুলেছেন, এতগুলি প্রতিশ্রুতি ভঙ্গের পরেও কিভাবে রাজ্যে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দেয় বিজেপি? আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - সেক্ষেত্রে অনুব্রত মণ্ডল মনে করিয়ে দিয়েছেন, বিজেপি ক্ষমতায় এলে বাংলায় তৃণমূল সরকারের তৈরি 69 টি প্রকল্প বন্ধ করে দেওয়ার কথা আগেই জানিয়েছে তাঁরা। পাশাপাশি অনুব্রত মণ্ডল এদিন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী এবং রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্প নিয়ে প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। অন্যদিকে অনুব্রত মণ্ডলের বক্তব্যের পরিপ্রেক্ষিতে এখনো পর্যন্ত গেরুয়া শিবিরের কেউ কোনো প্রতিক্রিয়া জানাননি। তবে বিশেষজ্ঞদের মতে, বাংলার মসনদ দখল করার লক্ষ্যে তৃণমূল তাঁদের প্রধান প্রতিপক্ষ করে নিয়েছে গেরুয়া শিবিরকে। আর তাই গেরুয়া শিবিরের বিরুদ্ধে তাঁদের যাবতীয় প্রতিরোধ। এদিকে বীরভূম জেলার তৃণমূল শিবিরে কিন্তু গোষ্ঠীদ্বন্দের কালো মেঘ বর্তমান। কার্যত, বীরভূম জেলার তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই। যার মধ্যে সাংসদ শতাব্দী রায় অন্যতম। সব মিলিয়ে তৃণমূল শিবিরের অবস্থা যে খুব একটা সুবিধাজনক অবস্থায় নেই, সে কথা কিন্তু রাজনীতির ভাষ্যকাররা অনেকেই মেনে নিচ্ছেন। সেক্ষেত্রে অনুব্রত মণ্ডলের চ্যালেঞ্জ পরিস্থিতি তাতিয়ে তোলার জন্য যে যথেষ্ট, সে কথা একবাক্যে স্বীকার্য। আপনার মতামত জানান -