এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বিধানসভার লক্ষ্যে বড়সড় রদবদল তৃণমূলে! পদ হারালেন বহু প্রভাশালী? নতুন দায়িত্বে কোন নেতারা?

বিধানসভার লক্ষ্যে বড়সড় রদবদল তৃণমূলে! পদ হারালেন বহু প্রভাশালী? নতুন দায়িত্বে কোন নেতারা?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একুশের শহীদ মঞ্চ থেকেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একুশের বিধানসভা নির্বাচনের বার্তা দিয়েছিলেন। তারপরেই দেখা যায়, তৃণমূলের উচ্চস্তরের রাজ্য এবং জেলায় সাংগঠনিক স্তরের ব্যাপক পরিবর্তন হয়। একুশের বিধানসভা নির্বাচনের দিকে লক্ষ্য রেখে এবার ব্লক স্তরেও ব্যাপক পরিবর্তন করেছে তৃণমূল নেতৃত্ব। আপাতত বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানের বেশকিছু জেলায় ব্যাপক হারে ব্লক স্তরে পরিবর্তন করা হয়েছে। বৃহস্পতিবার ব্লক সভাপতি সহ পূর্ণাঙ্গ জেলা কমিটির বদলের একটি তালিকা প্রকাশ করা হয়েছে তৃণমূল জেলা নেতৃত্বের পক্ষ থেকে।

গত লোকসভা নির্বাচনে জঙ্গলমহল থেকে পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল তৃণমূল। সেদিকে নজর রেখে একুশের বিধানসভা নির্বাচনে আবারও জঙ্গলমহল ফেরত পাওয়ার তাগিদে বেশকিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তৃণমূল শিবিরের পক্ষ থেকে। পুরুলিয়াতে এবার 22 জন ব্লক সভাপতির মধ্যে 14 জনকেই বদল করে নতুন মুখ আনা হয়েছে। অন্যদিকে বাঁকুড়ায় কুড়িটি ব্লকের মধ্যে পনেরোটি জায়গায় নতুন মুখ এসেছে বলে জানা গেছে। তবে বাঁকুড়া, পুরুলিয়ার তুলনায় পশ্চিম বর্ধমানে ব্লক সভাপতি পরিবর্তনের হার কম বলে খবর।

পশ্চিম বর্ধমান জেলার আঠারোটি ব্লকের মধ্যে মাত্র আটটি ব্লকে নতুন মুখ এসেছে। তৃণমূল সূত্রের খবর, ব্লক স্তরে অস্বচ্ছ ভাবমূর্তি এবং কর্মদক্ষতা হ্রাসের ওপর ভিত্তি করে ব্লক স্তরের পরিবর্তন হয়েছে। অন্যদিকে দলবদল করে তৃণমূলে আসার ফলে হাতে হাতে মিলল পুরস্কার। সদ্যই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন বিধায়ক তুষার কান্তি ভট্টাচার্য্য। এদিন তাঁকে বাঁকুড়া জেলা কমিটির সহ-সভাপতি নির্বাচন করা হয়েছে। অন্যদিকে, বিজেপি থেকে তৃণমূলে যোগ দিয়েছিলেন আরেক নেতা শঙ্কর নারায়ণ সিং দেও।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাঁকেও পুরুলিয়া জেলার জয়পুর ব্লকের সভাপতি করা হয়েছে বলে জানা গেছে। বিজেপি থেকে তৃণমূলে এসে পুরুলিয়ার রঘুনাথপুরের টাউন সভাপতি হলেন আরেক নেতা বিষ্ণুচরণ মাহাতো। একইভাবে কংগ্রেস থেকে তৃণমূলে এসে পরিবর্তনের হাত ধরে পুরুলিয়া জেলা কমিটির সাধারণ সম্পাদক হলেন চঞ্চল মৈত্র। তবে ব্লক কমিটি পরিবর্তন নিয়ে সবথেকে বিতর্কিত জায়গা হচ্ছে পুরুলিয়া। সম্প্রতি পুরুলিয়ায় ব্লক কমিটি পরিবর্তন নিয়ে জেলা নেতৃত্বকে খোলা চিঠি দেয় ব্লক স্তরের নেতারা।

তাই নিয়ে বিতর্কও কম হয়নি। কিন্তু সব দিক বিচার করে অবশেষে ব্লক সহ-সভাপতি এবং পূর্ণাঙ্গ জেলা কমিটির তালিকা প্রকাশ করা হয়েছে। আর এর পর বৃহস্পতিবার বিকেলে পুরুলিয়ার নতুন কমিটি গঠন করেন জেলা সভাপতি গুরুপদ টুডু। প্রসঙ্গত, গুরুপদ টুডু এবারের সাংগঠনিক পরিবর্তনের জেরে পুরুলিয়া জেলা সভাপতি হয়েছেন। পুরুলিয়া 186 জন এর পূর্ণাঙ্গ জেলা কমিটির মধ্যে 18 জন জেলা সহ-সভাপতি, 33 জন সাধারণ সম্পাদক, 49 জন সম্পাদক এবং 80 জন সদস্য নিয়ে তৈরি।

অন্যদিকে পুরুলিয়া জেলার তৃণমূল যুব কমিটির পক্ষ থেকেও ঘোষণা করা হয়েছে, এবার যুব তৃণমূলের রদবদল হবে। তবে রাজনৈতিক মহলের একাংশের মতে ব্লক স্তরে পরিবর্তন হলেও তা নিয়ে দলের গোষ্ঠীদ্বন্দ্ব কিন্তু ইতিমধ্যেই চোখে পড়েছে। একুশের বিধানসভা নির্বাচন নিয়ে একের পর এক পদক্ষেপ নিলেও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বন্ধ হওয়া কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় এই মুহূর্তে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই অবস্থায় তৃণমূলের ব্লক স্তরের পরিবর্তন হওয়ার ফলে আগামী দিনে গোষ্ঠীদ্বন্দ্ব যে আরও বাড়বে সে ব্যাপারে নিশ্চিত অনেকেই।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!