এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তৃণমূলে ফেরার জল্পনা শুরু হতেই এবার স্বাগত পোষ্টার হেভিওয়েট বিজেপি নেতার জন্য, জল্পনা তুঙ্গে

তৃণমূলে ফেরার জল্পনা শুরু হতেই এবার স্বাগত পোষ্টার হেভিওয়েট বিজেপি নেতার জন্য, জল্পনা তুঙ্গে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একুশের বিধানসভা নির্বাচনের আগে যেভাবে তৃণমূল থেকে একে একে গেরুয়া শিবিরে ভিড় জমিয়েছিলেন একঝাঁক তৃণমূল নেতা, মন্ত্রী এবার ঠিক একই ধারায় তাঁরা উল্টো স্রোতে পা বাড়িয়েছেন, অর্থাৎ ফিরতে চাইছেন তৃণমূলে। বেশীরভাগ দলবদলু নেতারা গেরুয়া শিবিরে হয়ে উঠেছেন বেসুরো। তারমধ্যে কোন্নগরের বিজেপি নেতা প্রবীর ঘোষাল অন্যতম।

কিছুদিন আগেই উত্তরপাড়ার বিজেপি নেতা প্রবীর ঘোষালের তৃণমূলে ফেরার ইঙ্গিত যখন একটু একটু করে স্পষ্ট হচ্ছে। তখন তাঁর বিরুদ্ধে পোস্টার পরেছিল কোন্নগরের বিভিন্ন দেওয়ালে। কিন্তু এবার সেই পোস্টার এর বিপরীতে একাধিক পাল্টা পোষ্টার দেখা গেল যেখানে প্রবীর ঘোষালকে তৃণমূলে স্বাগত জানানো হচ্ছে।

অবশ্য এখনো পর্যন্ত জানা যায়নি কে বা কারা রাতের অন্ধকারে এই পোষ্টার লাগিয়েছে। তবে এই নিয়ে রাজ্য রাজনীতিতে চাপানউতোর শুরু হয়েছে। প্রসঙ্গত, সম্প্রতি গেরুয়া শিবিরে ভাঙন ধরিয়ে তৃণমূলে যোগদান করেছেন মুকুল রায়। আর মুকুল রায়ের তৃণমূলে ফেরার পর থেকেই অন্যান্যদের দলবদলের জল্পনা আরো তীব্র হতে থাকে। সূত্রের খবর, মুকুল রায় ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে দলবদল করতে চায় এমন বেশ কয়েকজন নেতার নামের তালিকা তুলে দিয়েছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে তৃণমূলের পক্ষ থেকে আগেই বলা হয়েছে, গদ্দারদের দলে নেওয়া হবে না। সুতরাং এখন অপেক্ষা নেত্রীর গ্রীন সিগন্যালের। ইতিমধ্যেই অবশ্য প্রকাশ্যেই বিজেপির বেশ কয়েকজন নেতা যারা তৃণমূল ছেড়ে চলে গিয়েছিলেন তারাই আবার ফিরে আসার জন্য আবেদন নিবেদন শুরু করেছেন। অন্যদিকে নিচুতলার তৃণমূল কর্মীরা কিন্তু দলবদলুদের ফিরিয়ে নেওয়ার পক্ষপাতী নয়। এই নিয়ে তাঁরা পাল্টা প্রতিবাদ করে, পোষ্টার দিয়ে নেত্রীর কাছে বার্তা পৌঁছে দিচ্ছেন।

স্বাভাবিকভাবেই প্রবীর ঘোষালকে তৃণমূলে স্বাগত জানানোর পোস্টার চাঞ্চল্য জাগাচ্ছে বৈকি। তবে এর পরেও প্রবীর ঘোষাল তৃণমূলে ফেরত আসতে পারবেন কি না তা নিয়ে এখনও পর্যন্ত নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। আপাতত এই পোষ্টার তাঁকে কতটা সাহায্য করতে পারে দলে জায়গা ফিরে পেতে, সে দিকেই নজর থাকবে ওয়াকিবহাল মহলের। অন্যদিকে প্রবীর ঘোষালের পক্ষ থেকে এই নিয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে বিশেষজ্ঞদের মতে, বিধানসভা নির্বাচনের ফলাফলেই যে গেরুয়া শিবিরের ভাঙন ধরেছে সে ব্যাপারে নিশ্চিত থাকা যায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!