এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তৃণমূলে গিয়েও ফের ফিরলেন বিজেপিতে, ঘাসফুল শিবিরকে বড়সড় ধাক্কা হেভিওয়েট নেতার

তৃণমূলে গিয়েও ফের ফিরলেন বিজেপিতে, ঘাসফুল শিবিরকে বড়সড় ধাক্কা হেভিওয়েট নেতার


2021 এর বিধানসভা নির্বাচনের জন্য হাতে মাত্র এক বছর সময় রাজ্যের রাজনৈতিক দলগুলির কাছে। এই লক্ষ্যে ইতিমধ্যেই এবার রাজনৈতিক দলগুলি উঠে পড়ে নিজেদের সাংগঠনিক ভিত মজবুত করতে লেগেছে। সম্প্রতি দেখা গেছে, বিজেপির রাজ্য সংগঠনে উল্লেখযোগ্য পরিবর্তন। লক্ষ্যণীয়ভাবে এবার রাজ্য সংগঠনে দায়িত্বে এসেছেন ঘাসফুল শিবির ছেড়ে বেরিয়ে আসা রাজনৈতিক হেভিওয়েট নেতারা। অন্যদিকে এবার ঝাড়গ্রামের তৃণমূল শিবিরে বড়সড় ধাক্কা দিলো বিজেপি শিবির।

সম্প্রতি বিজেপি থেকে তৃণমূলে গিয়েছিলেন বিজেপি নেতা কালিপদ মাহাতো। কিন্তু ঘাসফুল শিবিরে যাবার কিছু দিনের মধ্যেই তিনি আবার আগের দলেই ফিরে এলেন। তবে কথা সেটা নয়। বড় ব্যাপার যেটা তিনি যা করেছেন সেটা। আর তা হলো নিজের সাথে আরও 50 জন তৃণমূল কর্মীকে নিয়ে বিজেপি দলে ঢুকলেন। খুব স্বাভাবিক ভাবেই এই মুহূর্তে বিজেপি নেতা কালিপদ মাহাতোর নামে রীতিমতো জয়জয়কার হচ্ছে বিজেপি শিবিরে। তবে দলে ফিরে এসে কালিপদ মাহাতো জানিয়েছেন, তাঁকে রীতিমতো জোরজবরদস্তি করেই তৃণমূলে নিয়ে যাওয়া হয়েছিল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কালিপদ মাহাতো ছিলেন ঝাড়গ্রামের চাঁদবিল মন্ডলের 12 নম্বর অঞ্চলের বিজেপির সহ-সভাপতি। কিছুদিন আগেই তিনি তৃণমূল শিবিরে যোগ দিয়েছিলেন। সে সময় বিজেপি থেকে অভিযোগ করা হয়েছিল কালিপদ মাহাতোকে বলপূর্বক তৃণমূল শিবিরে যোগদান করানো হয়েছে। এদিন কালিপদ মাহাতো সহ অন্যান্য দলবদলকারীদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন ঝাড়গ্রাম বিজেপির জেলা সভাপতি সুখময় শতপতি। অন্যদিকে তৃণমূলের 50 জন সাধারণ কর্মী কালিপদ মাহাতোর হাত ধরে বিজেপি শিবিরে আসার ব্যাপারে তিনি জানান, যে কদিন তিনি তৃণমূল শিবিরে ছিলেন, তার মধ্যেই অনেকের সঙ্গেই তার সুসম্পর্ক গড়ে উঠেছিল। এবার তারই ফল হলো তাঁর হাত ধরে বিজেপি শিবিরে প্রবেশ।

এভাবে তৃণমূল শিবির থেকে 50 জনের বিজেপিতে প্রবেশের ঘটনায় রীতিমতো রাজনৈতিক চাঞ্চল্য শুরু হয়েছে ঝাড়গ্রামে। অন্যদিকে বিশেষজ্ঞদের মতে, যেভাবে একের পর এক ধাক্কা দিয়ে চলেছে বিজেপি ঘাসফুল শিবিরকে, তাতে কিন্তু এবার তৃণমূল শিবিরের সময় এসে গেছে নতুন করে চিন্তা-ভাবনা করার তাঁদের নিজেদের সংগঠন নিয়ে। রাজনৈতিক মহলের একাংশের মতে, সামনেই 2021 এর বিধানসভা নির্বাচন। আর তার আগেই যদি এভাবে দল ভাঙতে থাকে, তাহলে দলের জন্য কিন্তু ঘনিয়ে আসছে চরম সর্বনাশ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!