এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > তৃণমূলে গুরুত্বপূর্ণ পদ পেলেও, এবার খেলেন বড়সড় ধাক্কা! মহুয়া মৈত্রকে নিয়ে গুঞ্জন তীব্র হচ্ছে

তৃণমূলে গুরুত্বপূর্ণ পদ পেলেও, এবার খেলেন বড়সড় ধাক্কা! মহুয়া মৈত্রকে নিয়ে গুঞ্জন তীব্র হচ্ছে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট2021 এর বিধানসভা নির্বাচনে বাংলার মসনদ দখল করার লক্ষ্যে ইতিমধ্যে জোর তোড়জোড় শুরু করেছে বাংলার শাসক দল তৃণমূল। প্রস্তুতিতে সর্বপ্রথম তৃণমূল নেত্রী সংগঠনের আমূল রদবদল করেছেন। রাজ্য থেকে জেলার সর্বত্র সংগঠনের ব্যাপক পরিবর্তন চোখে পড়েছে। যদিও এই পরিবর্তন ঘিরে দলের অন্দরে গুঞ্জন উঠলেও বেশিরভাগেরই মত, এতদিনে তৃণমূল সংগঠন কিছুটা সবল হল। অন্যদিকে দলের সাংগঠনিক স্তরে ব্যাপক পরিবর্তনের পর এবার তৃণমূল নেত্রী রাজ্য এবং জাতীয় স্তরের মুখপাত্রদের বেছে নিলেন। আর সে জায়গাতেও এসেছে বড় চমক।

এতদিন পর্যন্ত রাজ্য স্তরের মুখপাত্র হিসেবে পরিচিত ছিলেন সাংসদ মহুয়া মৈত্র। 2019 এর লোকসভা নির্বাচনে উল্লেখযোগ্য জয় ছিনিয়ে আনেন কৃষ্ণনগর থেকে মহুয়া মৈত্র। আর সেই সাফল্যের পুরষ্কারস্বরূপ তিনি রাজ্য স্তরের মুখপাত্র হিসেবে পরিচিত হন। সংসদে বহু ক্ষেত্রে মহুয়া মৈত্রকে এতদিন বিরোধীদের বিরুদ্ধে মুখ খুলতে দেখা গেছে। তৎসহ মোদি সরকারের বিরুদ্ধেও তুমুলভাবে সরব থাকতেন তিনি। সম্প্রতি সাংগঠনিক পরিবর্তনের হাত ধরে মহুয়া মৈত্র কৃষ্ণনগরের বদলে সমগ্র নদীয়া জেলার দায়িত্ব পেয়েছেন।

কিন্তু এবার রাজ্যস্তরের মুখপাত্রের তালিকা থেকে তাঁকে বাদ দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশেষজ্ঞদের মতে, তৃণমূল নেত্রী নদীয়া জেলায় বিশেষ গুরুত্ব দিতে চাইছেন। আর সেক্ষেত্রে মহুয়া মৈত্র যাতে মনোযোগ সহকারে নদীয়া জেলায় কাজ করতে পারেন, সেজন্যই তাঁকে রাজ্য স্তরের মুখপাত্রের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো বলে মত ওয়াকিবহাল মহলের। অন্যদিকে জাতীয় ও রাজ্যস্তরের মুখপাত্রের তালিকাতেও এবার এসেছে পরিবর্তন। তৃণমূলের রাজ্যস্তরের মুখপাত্র হলেন 22 জন এবং জাতীয় স্তরের মুখপাত্র হলেন 12 জন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জাতীয় স্তরের মুখপাত্র হিসেবে যে 12 জন নির্বাচিত হয়েছেন, তাঁরা হলেন- ডেরেক ও’ব্রায়েন, সৌগত রায়, সুখেন্দুশেখর রায়, দীনেশ ত্রিবেদী, কাকলী ঘোষ দস্তিদার, মণীশ গুপ্ত, অমিত মিত্র, পার্থ চট্টোপাধ্যায়, নাদিম উল হক, শশী পাঁজা, সুগত বসু, বিবেক গুপ্তা। অন্যদিকে রাজ্যস্তরের মুখপাত্র তালিকায় জায়গা পেয়েছেন যে 22 জন, তাঁরা হলেন- সুব্রত মুখোপাধ্যায়, তাপস রায়, রাজীব বন্দ্যোপাধ্যায়, সমীর চক্রবর্তী, ব্রাত্য বসু, চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ চক্রবর্তী, বিজয় উপাধ্যায়, বিশ্বজিৎ দেব, দেব টুডু, দীনেশ বাজাজ, কুণাল ঘোষ, নয়না বন্দ্যোপাধ্যায়, নির্বেদ রায়, নুসরত জাহান, ওমপ্রকাশ মিশ্র, পার্থ ভৌমিক, শান্তনু সেন, শীলভদ্র দত্ত, সুদীপ রাহা, সুপ্রিয় চন্দ ও দেবাংশু ভট্টাচার্য।

জাতীয় স্তরের মুখপাত্র হিসেবে পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে আসা রাজনৈতিক স্তরে এক চমকের সৃষ্টি হয়েছে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে এতদিন পর কুণাল ঘোষকে রাজ্যস্তরের মুখপাত্রের মতো গুরুত্বপূর্ণ পদে নিয়ে আসা নিয়ে জোর আলোচনা চলছে রাজনৈতিক মহলের সর্বত্র। তবে দেবাংশু ভট্টাচার্য ও নুসরত জাহানকে নিয়েও চর্চা অব্যাহত। পুরনোদের সাথে নতুনদের নিয়ে যেভাবে এবার তৃণমূল শিবির সাংগঠনিক পরিবর্তন করলো তা যথেষ্ট প্রশংসনীয় বলে দাবি করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

অন্যদিকে, মহুয়া মৈত্রকে রাজ্যস্তরের মুখপাত্র থেকে বাদ দেওয়া নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে দলের অন্দরে জল্পনা। তবে সে ক্ষেত্রে তৃণমূলে গুরুত্বপূর্ণ পদ পাওয়া যে অন্যতম কারণ মহুয়া মৈত্রর ক্ষেত্রে রাজ্যস্তরের মুখপাত্রের পদ থেকে সরে যাওয়া সে কথা একবাক্যে মেনে নিচ্ছেন সবাই। আপাতত তৃণমূলের সেনারা প্রস্তুত হচ্ছে 2021 এর বিধানসভা নির্বাচনে লড়াইয়ের ময়দানে নামতে। এবার দেখার বিরোধীরা পাল্টা কোন চালে শাসক শিবরকে মাত দেয়!

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!