এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > তৃণমূলে প্রবেশ করেই প্রথম পদক্ষেপ নিলেন মুকুল রায়, কি সেই পদক্ষেপ? জেনে নিন

তৃণমূলে প্রবেশ করেই প্রথম পদক্ষেপ নিলেন মুকুল রায়, কি সেই পদক্ষেপ? জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্য রাজনীতিতে ব্যাপক আলোড়ন জাগিয়ে গতকাল গেরুয়া শিবির থেকে আবার পুরোনো দলে ফিরে এলেন মুকুল রায় স্বপুত্র। এই নিয়ে গেরুয়া শিবিরে ইতিমধ্যেই মুকুল রায়ের বিরুদ্ধে একের পর এক প্রতিক্রিয়া আসছে সামনে। কিন্তু মুকুল রায় তাঁর লক্ষ্য স্থির রেখে তৃণমূলে যোগ দেওয়ার পর এই প্রথম পদক্ষেপ হিসেবে পাল্টে দিলেন নিজের টুইটার এর ফটো। এতদিন পর্যন্ত মুকুল রায় যেহেতু গেরুয়া শিবিরে ছিলেন, তাই ‘আর নয় অন্যায়’ পোস্টারের ছবি দেখা যেত।

দলবদলের সাথে সাথে তাঁর টুইটারের টুইটারের ছবিও বদলে গেল গতকাল থেকে। গতকাল থেকে মুকুল রায়ের টুইটার অ্যাকাউন্টের ছবি হল সাংবাদিক সম্মেলনে মমতা মুকুলের পাশাপাশি সহাবস্থান। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক মহলে সমালোচনা। প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়া বর্তমান যুগের মানুষের আয়না বলে মনে করেন বিশেষজ্ঞরা। আর সেকথা বিভিন্ন সময়ে প্রমাণিত। রাজনৈতিক ব্যক্তিরাও এই ধারার বাইরে নন। তাঁদেরও বিভিন্ন পদক্ষেপ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সাধারণের সামনে আসে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সেক্ষেত্রে মুকুল রায় সাধারণের কাছে বার্তা পৌঁছে দেবার জন্যই তাঁর টুইটারের ফটো বদল করলেন বলেই মনে করা হচ্ছে। গতকাল মুকুল রায়কে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়, পার্থ চ্যাটার্জি, সুব্রত মুখার্জিদের মতন বিশিষ্ট নেতারা স্বাগত জানিয়েছেন। ঠিক একইভাবে মুকুল রায়কে দিলীপ ঘোষ থেকে শুরু করে অর্জুন সিং, সৌমিত্র খাঁ এর মতন নেতারা করেছেন তীব্র কটাক্ষ। তবে রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন, মুকুল রায় চলে যাওয়া এই মুহুর্তে বড় ধাক্কা গেরুয়া শিবিরের।

গেরুয়া শিবিরের পক্ষ থেকে যতই কটাক্ষ করা হোক না কেন এই মুহূর্তে বিজেপি যে চরম অস্বস্তির মুখে সেকথা একবাক্যে মেনে নিচ্ছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি বর্তমান পরিস্থিতিতে গেরুয়া শিবিরের সাংগঠনিক ভিতও প্রশ্নের মুখে। কারণ বিভিন্ন জেলার বিজেপির সাংগঠনিক ভিত  2017 সালের পর থেকে মুকুল রায়ের হাত ধরেই তৈরী হয়েছে বলেই মনে করেন রাজনৈতিক মহলের একাংশ। সেক্ষেত্রে মুকুল রায়ের অনুগামীরাও যদি মুখ ফিরিয়ে নেন তাহলে আগামী দিনে যে বিজেপির ভবিষ্যত এই রাজ্যে প্রশ্নের মুখে পড়বে তা বলাইবাহুল্য।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!