এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > তৃণমূলে শুরু ‘কর্পোরেট কালচার’? খড়্গপুরে ভালো কাজের জন্য দলীয় নেতাদের দামী পুরস্কার!

তৃণমূলে শুরু ‘কর্পোরেট কালচার’? খড়্গপুরে ভালো কাজের জন্য দলীয় নেতাদের দামী পুরস্কার!


সম্প্রতি পশ্চিমবঙ্গের বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল বিপুল ভোটে জয়লাভ করেছে। অন্যদিকে রাজ্য বিজেপি প্রবলভাবে নির্বাচনী প্রচার চালালেও রাজ্যে উপনির্বাচন হওয়া কালিয়াগঞ্জ, করিমপুর এবং খড়গপুর কোথাও দাঁত ফোটাতে পারেনি। তিনটি বিধানসভা কেন্দ্র যথাক্রমে করিমপুর, কালিয়াগঞ্জ এবং খড়গপুর এর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে এবার। তবে খড়্গপুরে এবার ছিল তৃণমূল বনাম বিজেপির প্রেস্টিজ ফাইট। খড়গপুর রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের গড় হিসেবেই পরিচিত। এতদিন তিনি সেখানকার বিধায়ক ছিলেন। লোকসভা ভোটে তিনি খড়গপুর থেকেই সাংসদ হয়েছেন। কিন্তু দেখা গেল সেই প্রেস্টিজ ফাইটে দিলীপ ঘোষ হেরে গেলেন। আর এবার খড়্গপুরে প্রথম তৃণমূল উপনির্বাচন জেতায় কর্পোরেট ধাঁচে তৃণমূল অন্দরে শুরু হয়েছে উপহার বিলি।

সাধারণত কর্পোরেট অফিসগুলোতে দেখা যায়, ভালো কাজ করলে উপরমহল থেকে তাঁদের পারফর্মেন্স বা কাজের জন্য ইন্সেন্টিভ দেওয়া হয়। ঠিক একই ভাবে এবার খড়্গপুরে শুভেন্দু অধিকারী ভালো পারফরম্যান্সের জন্য 54 জনকে স্মার্টফোন উপহার দিলেন। এই প্রথম রাজনীতির আঙিনায় এভাবে ভালো কাজের জন্য কর্পোরেট ধাঁচে পুরস্কার এর প্রচলন করলেন তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী। উপ নির্বাচনের প্রস্তুতি দেখার জন্য খড়্গপুরে 54 জন দলীয় পর্যবেক্ষক নিয়োগ করেন। শুভেন্দু অধিকারীর সাথে দলীয় পর্যবেক্ষকদের যোগাযোগ রাখার জন্য একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি হয় জুন মাসে। এবং পরিকল্পনামাফিক পর্যবেক্ষকরা কাজ করতে শুরু করেন।

যার ফল এবারের উপনির্বাচনে দেখতে পাওয়া গেছে। নির্বাচনে জয়ের পর শুভেন্দু অধিকারী খড়গপুর শহরে এসে এই জয়ের কান্ডারী যারা তাঁদেরকে তিনি অসংখ্য ধন্যবাদ দেন ও প্রণাম জানান। একইভাবে কালিয়াগঞ্জেও দলীয় পর্যবেক্ষক প্রয়োগ করার পর সেখানকার সমস্ত চিত্র শুভেন্দু অধিকারীর সামনে আসে এবং পরিকল্পনা অনুযায়ী সেখানে নির্বাচনে জোরদার লড়াই করা হয় এবং অবশ্যই রেজাল্ট পজিটিভ। নির্বাচনের পর এই প্রথম বিধানসভায় পা দিলেন শুভেন্দু অধিকারী। তাঁকে তৃণমূলের মন্ত্রী, বিধায়করা অসংখ্য শুভেচ্ছা জানান জয়ের জন্য। বিরোধী দলেরও দু একজন বিধায়ক ছিলেন বলে জানা গেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গত লোকসভা নির্বাচনে তৃণমূল জিতলেও বেশ খানিকটা পিছিয়ে গিয়েছিল বিজেপির থেকে। বলা যেতে পারে রাজনৈতিক মঞ্চে তাঁরা কিছুটা প্রাসঙ্গিকতা হারিয়েছিল। আর তার জন্যই ফিরে আসার তাগিদ তাঁদের মধ্যে ছিল বেশী। অন্যদিকে, বিজেপি লোকসভা নির্বাচনের পর বিজেপির আত্মবিশ্বাস চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়। সেই জায়গায় দাঁড়িয়ে উপনির্বাচন দু দলের কাছেই প্রেস্টিজ ফাইট হিসেবে দাঁড়ায়। কিন্তু লড়াই শেষে দেখা যায় বিজেপিকে পেছনে ফেলে তৃণমূল এগিয়ে গেছে।

এবারের উপনির্বাচনে আলাদা জায়গা নিয়ে ছিল খড়গপুর। কারণ খড়গপুর ছিল রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের এলাকা। বিজেপির পক্ষ থেকে ভাবা হয়েছিল, খড়্গপুরের নিশ্চিত জয়। সে জায়গায় দাঁড়িয়ে আসন হারানো বিজেপির কাছে একটা বড় ধাক্কা বলে মনে করছে রাজনৈতিক মহল। আর এসব সম্ভব হয়েছে তৃণমূলের দলীয় পর্যবেক্ষকদের রিপোর্ট অনুযায়ী কাজ করার পর। ফল আপাতত সামনে। তবে এবার আশা করা যায়, আগামী পুরভোট ও আগামী বিধানসভা নির্বাচনী লড়াই এবার আরও জোরদার হবে। সেই লড়াইয়ের দিকেই নজর রাখছে রাজনৈতিক বিশেষজ্ঞের দল।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!