এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > তৃণমূলে থেকেও কিন্তু অনীহা প্রকাশ রাজীবের, তাঁকে আটকাতে কি পারবে দল?

তৃণমূলে থেকেও কিন্তু অনীহা প্রকাশ রাজীবের, তাঁকে আটকাতে কি পারবে দল?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যের তৃণমূলের শিবিরে গত কয়েক দিন যাবত নেমেছে ধ্বস। একের পর এক নেতা, মন্ত্রী, সাংসদ, বিধায়ক করে চলেছেন পদত্যাগ। সম্প্রতি তৃণমূল নেতা শুভেন্দু অধিকারীর পদত্যাগ নিয়ে এই মুহূর্তে রাজনৈতিক মহলে সবথেকে বেশি চর্চা চলছে। শুভেন্দু অধিকারীর সঙ্গে দলের অনেকেই তাঁর অনুগামী হয়ে দল ছেড়েছেন। আবার অনেকেই দল ছাড়ার অপেক্ষায়। ইতিমধ্যেই দলের মধ্যে বেসুরো হয়ে বেজেছেন রাজীব বন্দ্যোপাধ্যায়।

ফলস্বরূপ শুভেন্দুর মতোই রাজীব অনুগামীদের পক্ষ থেকেও রাজীবকে নিয়ে বিভিন্ন জায়গায় আলাদা আলাদা পোষ্টার চোখে পড়ে। অন্যদিকে রাজীব বন্দ্যোপাধ্যায়কে বোঝানোর কাজে ইতিমধ্যেই নেমে পড়েছেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তবে আদৌ তৃণমূল বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়কে আটকাতে পারবে কিনা তা নিয়ে কিন্তু এখনো থেকে যাচ্ছে সংশয়। সংশয়ের কারণও অবশ্য আছে। মঙ্গলবার ছিল রাজ্যের মন্ত্রীসভার গুরুত্বপূর্ণ ক্যাবিনেট বৈঠক।

এই বৈঠকে অনুপস্থিত ছিলেন অনেকেই। তাঁদের মধ্যে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, রবীন্দ্রনাথ ঘোষ এবং গৌতম দেব অন্যতম। তবে জানা গেছে, এই তিনজনেই মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করে অনুপস্থিতির কারণ ব্যাখ্যা করেছেন। তবে অনুপস্থিতির তালিকায় থাকা রাজীব বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সবথেকে বেশি আলোচনা হয়েছে। কিছুদিন আগেই রাজীব বন্দ্যোপাধ্যায়ের সাথে আলোচনায় বসেছিলেন শিক্ষামন্ত্রী। যদিও রাজীব বন্দ্যোপাধ্যায় এ প্রসঙ্গে বিস্তারিত কিছু বলতেই রাজী নন। তিনি জানিয়েছেন অবশ্য দলে এখনো তিনি রয়েছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি যাওয়া নিয়ে তাঁকে প্রশ্ন করলে তিনি কোনো সদুত্তর দেন না। পাল্টা বলেন, এর আগেও তিনি বহুবার পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে গিয়েছেন। তবে কী আলোচনা হয়েছে তৃণমূল মহাসচিবের সাথে সে প্রসঙ্গ কিছু বলতে পুরোপুরি অস্বীকার করেন রাজীব। তারপরেই ক্যাবিনেট বৈঠকে রাজিবের অনুপস্থিতি রাজনৈতিক মহলে বিভিন্ন প্রশ্নের জন্ম দিচ্ছে। অনেকেই মনে করছেন, দলের প্রতি ক্ষোভ এখনো বহাল তবিয়তে পালন করছেন রাজীব।

আর তাই ক্যাবিনেট বৈঠকে না থেকে রাজীব বন্দ্যোপাধ্যায় তৃণমূল শীর্ষ নেতৃত্বকে বার্তা দিলেন বলেই মনে করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, তৃণমূল শিবির থেকে একে একে যেভাবে সমস্ত নেতা-মন্ত্রীরা বিদায় নিচ্ছেন, তাতে করে 2021 এর বিধানসভা নির্বাচনের নিরিখে তৃণমূল কিন্তু যথেষ্ট পিছিয়ে থেকে শুরু করতে চলেছে। তবে রাজীব বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত তাঁর কোনো সিদ্ধান্ত জানাননি। তাই আগামী দিনে রাজীব বন্দ্যোপাধ্যায় পদক্ষেপের দিকেই নজর রাখছে ওয়াকিবহাল মহল।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!