এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তৃণমূলের বিরুদ্ধে পূর্ব অভিযোগ নিয়ে আরও একবার সরব গেরুয়া শিবির, জল্পনা তুঙ্গে

তৃণমূলের বিরুদ্ধে পূর্ব অভিযোগ নিয়ে আরও একবার সরব গেরুয়া শিবির, জল্পনা তুঙ্গে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – তৃণমূলের বিরুদ্ধে বিরোধীদের বরাবরই অভিযোগ, সরকারি প্রতিষ্ঠান দলীয় অফিসে পরিণত হয়েছে। আর আবারও এমনই একটি অভিযোগ সামনে এলো। কার্যত এবার দেখা গেছে, তৃণমূল বিধায়কের জন্মদিন পালন হয়েছে ব্লক অফিসে। খুব স্বাভাবিকভাবেই এই ঘটনা ব্যাপক সমালোচনার উদ্রেক করেছে রাজ্য রাজনীতিতে। সূত্রের খবর, পূর্ব বর্ধমানের গলসি 2 নম্বর ব্লক অফিসে তৃণমূল বিধায়ক নবীনচন্দ্র বাগের জন্মদিন পালন করা হয়েছে। আর এই বিষয় নিয়ে আরও একবার সরব হয়েছে গেরুয়া শিবির তাদের পূর্ব অভিযোগ নিয়ে। যথারীতি বিজেপির অভিযোগ, সরকারি অফিসকে দলীয় কার্যালয় বানিয়ে ফেলেছে তৃণমূল। তবে এই বিতর্ককে মোটেই পাত্তা দিতে রাজি নয় ঘাসফুল শিবির।

তাঁদের তরফ থেকে পাল্টা বলা হচ্ছে, জন্মদিনের শুভেচ্ছা যে কাউকে জানানো যেতেই পারে। এ প্রসঙ্গে বিধায়ক নবীনচন্দ্র বাগ জানিয়েছেন, মুখ্যমন্ত্রী যদি তাঁর বিধানসভার সদস্যকে জন্মদিনের শুভেচ্ছা বার্তা পাঠাতে পারেন, তাহলে বিডিও কিংবা এসডিও সহ যে কেউ শুভেচ্ছা পাঠাতেই পারেন। তৃণমূল সূত্রের খবর, খণ্ডঘোষের তৃণমূল বিধায়ক নবীনচন্দ্র বাগের জন্মদিন ছিল বৃহস্পতিবার। ঐ দিনই তিনি একটি অনুষ্ঠানে যোগ দিতে গলসি দু’নম্বর ব্লকে গিয়েছিলেন। আর সেখানেই বিডিওর ঘরে রীতিমতো মোমবাতি জ্বালিয়ে, কেক কেটে বিধায়কের জন্মদিন পালন করা হয়। সূত্রের খবর, পঞ্চায়েত সমিতির তরফ থেকে সমস্ত আয়োজন করা হয়েছিল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গলসি 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বাসুদেব চৌধুরী, বিডিও সঞ্জীব সেন, তৃণমূলের গলসি দু’নম্বর ব্লক সভাপতি সুজন মন্ডল। এই ঘটনা প্রসঙ্গে বিজেপির জেলা সম্পাদক জয়দীপ চট্টোপাধ্যায় অভিযোগ জানিয়ে বলেছেন, সরকারি পরিষেবা দেওয়ার জায়গা হল বিডিওর চেম্বার। কিন্তু সেখানে তৃণমূল বিধায়কের জন্মদিন উদযাপন করা হচ্ছে। কার্যত সরকারি অফিস এখন তৃণমূলের দলীয় কার্যালয়ে রূপান্তরিত হয়েছে। এই ঘটনা প্রসঙ্গে অবশ্য বিডিও সঞ্জীব সেন জানিয়েছেন, বিধায়ক সরকারি অনুষ্ঠানে এসেছিলেন। সেক্ষেত্রে শুভেচ্ছা জানানোটা সৌজন্য বিনিময়।

অন্যদিকে জেলা তৃণমূল সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় এই ঘটনা প্রসঙ্গে জানান, বিধায়ক যদি সরকারি অনুষ্ঠানে ব্লক অফিসে যান এবং সেখানে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয় তাতে দোষের কিছু নেই। এ প্রসঙ্গে বিজেপির মতামতকে কোনোমতেই গুরুত্ব দিতে রাজি নয় ঘাসফুল শিবির। সব মিলিয়ে এই ঘটনা রাজ্য রাজনীতিতে আবারও নতুন করে বিতর্ক তৈরি করেছে। আপাতত এই বিতর্কের রেশ কতদূর গড়ায়, সেই দিকেই নজর রাখছে ওয়াকিবহাল মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!