এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > তৃণমূলের চোখে চোখ রেখে রাজনীতি অব্যাহত দিলীপ ঘোষের! ভাইপোর চ্যালেঞ্জকে নতুন আঙ্গিকে আক্রমণ

তৃণমূলের চোখে চোখ রেখে রাজনীতি অব্যাহত দিলীপ ঘোষের! ভাইপোর চ্যালেঞ্জকে নতুন আঙ্গিকে আক্রমণ


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – শেক্সপিয়র বলে গিয়েছিলেন, নামে কী বা আসে যায়? কিন্তু সেই কথাটি রাজনীতির ক্ষেত্রে কিন্তু মোটেই খাটছে না।  আর হয়তো কয়েক মাসের তফাতে দাঁড়িয়ে রয়েছে বাংলার মসনদ দখলের লড়াই। আর সেই লড়াইতে একে অপরকে কোণঠাসা করতে একের পর এক তীব্র বিতর্ক সৃষ্টি করছে জননেতারা। সম্প্রতি একে অপরকে সম্ভাষণ ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। বিজেপি নেতারা লাগাতার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ‘ভাইপো’ বলে কটাক্ষ করে চলেছেন। অন্যদিকে চুপ করে নেই তৃণমূল নেতারাও। তাঁরাও জবাব দিচ্ছেন পাল্লা দিয়ে। আর এবার এই সম্ভাষণ বিতর্কে নতুন মাত্রা যোগ করলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ।

বিজেপিকে আগেই জবাব দিয়েছিলেন তৃণমূল নেতা সাংবাদিক কুনাল ঘোষ। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিহ্নিত করে লাগাতার কটাক্ষ, শ্লেষ, আক্রমণ চলছেই গেরুয়া শিবিরের পক্ষ থেকে। রবিবার ভোট প্রচারে নেমে প্রথম থেকেই সুর সপ্তমে চড়ান অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বয়ং। এদিন প্রচারে নেমে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিলীপ ঘোষ থেকে শুরু করে কৈলাস বিজয়বর্গীয়, অমিত শাহদের নাম করে করে প্রত্যেককে হয় কাউকে গুন্ডা, কাউকে বহিরাগত বলে চিহ্নিত করেছিলেন। বহিরাগত নিয়ে অবশ্য তৃণমূলের প্রত্যেকেই বেশ কিছুদিন ধরে বিবৃতি দিয়ে চলেছেন। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এদিন সাংবাদিক বৈঠক থেকে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ নতুন নামকরণ করলেন।

সোমবার সকালে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ‘খোকাবাবু’ বলে সম্বোধন করেন দিলীপ ঘোষ। তাই নিয়ে শুরু হয়েছে আরেক দফা বিতর্ক। রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় দিলীপ ঘোষকে ‘গুন্ডা’ বলে অভিহিত করেন। যদিও তারপরে বিশেষ কোনো প্রতিক্রিয়া দিলীপ ঘোষের পক্ষ থেকে পাওয়া যায়নি। শুধু দিলীপ ঘোষ তাঁর নিজস্ব ভঙ্গিমায় জানিয়েছিলেন, গুন্ডামি এতদিন তৃণমূল চালিয়েছিলেন। এবার বিজেপি সেই গুন্ডামি দেখাবে। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির মামলা করবেন কিনা দিলীপ ঘোষ তা নিয়ে প্রশ্ন করা হলে তিনি শুধু জল্পনা সৃষ্টি করে জানিয়েছিলেন, ”সময়েই সব বলবে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এবং সোমবার সাংবাদিক বৈঠকে তিনি রীতিমতো গুছিয়ে উত্তর দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এর বিরুদ্ধে। সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁকে যেভাবে গুন্ডা, মাফিয়া বলেছেন তা নিয়ে তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন দিলীপ ঘোষ। পাল্টা তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও একের পর এক আক্রমণ করেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ের পঁচিশটা গাড়ি নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। সব মিলিয়ে তৃণমূল শিবিরে যে চরম হতাশা গ্রাস করেছে, সে ব্যাপারে নিশ্চিত রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ‘ভাইপো’ সম্বোধন নিয়ে ব্যাখ্যা দিলেন রাজ্য বিজেপি সভাপতি।

তাঁর মতে, রাহুল গান্ধীকে অনেকেই যেভাবে ‘পাপ্পু’ বলে কটাক্ষ করেন রাজনৈতিক মহলে, সেভাবেই তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও ‘খোকাবাবু’ বলেছেন। তবে দিলীপ ঘোষ এদিন নির্দিষ্ট করে দিয়েছেন, তিনি কিন্তু ‘ভাইপো’ বলে কোন সম্বোধন করেননি। উপরন্তু এদিন দিলীপ ঘোষ তৃণমূলের সম্পর্কে বলেন, দলের জন্য যারা এতদিন পরিশ্রম করল তাঁরাই আজ ব্রাত্য। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতিতে পা দিয়ে যেভাবে এমপি হয়ে গেলেন তা নিয়ে যথেষ্ট সন্দেহ প্রকাশ করেন এদিন রাজ্য বিজেপি সভাপতি এবং পাশাপাশি দিলীপ ঘোষ এদিন হুঁশিয়ারি দিয়েছেন, সাধারণ মানুষের জন্য তিনি যেভাবে কাজ করছেন, সেভাবেই তিনি কাজ চালিয়ে যাবেন।

আর মানুষের পাশে থাকাকে যদি গুন্ডামো বলা হয়, তাহলে তিনি তাই করবেন। সবমিলিয়ে একুশের বিধানসভা নির্বাচনের আগে টানটান উত্তেজনা বাংলার রাজনৈতিক শিবিরে। যেভাবে বিজেপি বাংলার মসনদ দখল করতে প্রস্তুত, ঠিক সেভাবেই তৃণমূল শিবিরও নিজেদের দখল ছাড়তে নারাজ। আর সেক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং দিলীপ ঘোষের লড়াই বাংলার রাজনীতিতে যথেষ্ট তাৎপর্য বহন করছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রাজনীতিতে যেভাবে নতুন নতুন আঙ্গিকে আক্রমণ চলছে দুই শিবিরের পক্ষ থেকে, তা থেকে বলা যায় 21 এর বিধানসভা নির্বাচন কিন্তু মোটেই সহজ হবে না যেকোনো রাজনৈতিক দলের পক্ষে।

 

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!