এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তৃণমূলের কমিটিতে নামী-অনামি অনেকে জায়গা পেলেও উল্লেখযোগ্যভাবে নাম নেই প্রাক্তন মন্ত্রীর, উঠছে প্রশ্ন

তৃণমূলের কমিটিতে নামী-অনামি অনেকে জায়গা পেলেও উল্লেখযোগ্যভাবে নাম নেই প্রাক্তন মন্ত্রীর, উঠছে প্রশ্ন

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – মালদা জেলা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব সর্বজনবিদিত। মালদা জেলার ব্লক কমিটি তৈরি হওয়া নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে গন্ডগোল। রীতিমতো পরিস্থিতি হাতের বাইরে বের হওয়ার উপক্রম হয়। এই পরিস্থিতিতে গোষ্ঠীদ্বন্দ্ব আটকাতে এবং সংগঠন আরো মজবুত করতে একুশের বিধানসভা নির্বাচনের আগে মালদা জেলা সভাপতি মৌসুম নূর এবং অন্যান্য কোর কমিটির সদস্যদের উপস্থিতিতে ঘোষণা হল মালদা জেলা তৃণমূল কমিটি। এই কমিটি ঘোষণার পরেও কিন্তু বিতর্ক থামছে না। কারণ দেখা যাচ্ছে, এই কমিটিতে 76 জন জায়গা পেলেও জায়গা পাননি প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী।

এখনো পর্যন্ত জেলা কমিটিতে জায়গা না পাওয়া নিয়ে কোনো প্রতিক্রিয়াও জানাননি অবশ্য মন্ত্রী। অন্যদিকে একইভাবে এই প্রসঙ্গে কোন মন্তব্য করেননি জেলা তৃণমূল নেতৃত্ব। দীর্ঘ সময় পর মালদা জেলার শাসক দলের জেলা কমিটির ঘোষণা হয়েছে। আজ জেলা তৃণমূল সভাপতি মৌসুম নুর, চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন সহ অন্যদের উপস্থিতিতে এই কমিটি গঠন করা হয়েছে বলে জানা গেছে।অন্যদিকে জেলা কমিটির সঙ্গে সঙ্গে মালদার 15 টি ব্লক এবং দুটি শহর কমিটিরও ঘোষণা হয় আজ। জেলা কমিটিতে এতদিন 60 জনের উপস্থিতি থাকলেও এবার আরও 16 জন নতুন জায়গা পেয়েছেন। অর্থাৎ মোট 76 জন জেলা কমিটিতে রয়েছেন।

মনে করা হচ্ছে, দলের গোষ্ঠীদ্বন্দ্বকে প্রতিহত করতে এবং একুশের বিধানসভা নির্বাচনের আগে সংগঠনের জোর বাড়াতে জেলা কমিটিতে এত জন নেতার অন্তর্ভুক্তি। অন্যদিকে ব্লক কমিটিতে হাতেগোনা কয়েকজনকে রাখা হচ্ছে। তবে আগামী দিনে আরও নেতারা ব্লক কমিটিতে যোগ হতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন। দলের জেলা সভানেত্রী মৌসম নুর জানিয়েছেন, মালদা জেলার তৃণমূলের জেলা শহর কমিটি ঘোষণা করা হয়েছে। তবে ব্লক কমিটিগুলি বর্তমানে ছোট থাকলেও ভবিষ্যতে আরও বড় হবে। অন্যদিকে তিনি সম্প্রতি দলের সৃষ্টি হওয়া বিভিন্ন সমস্যা নিয়ে অন্যান্য বেশকিছু নেতাকর্মীদের হুঁশিয়ার করেছেন বলে মনে করা হচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তিনি জানিয়েছেন দলের বেশ কিছু নেতাকর্মী বিভিন্ন সময় দল বিরোধী মন্তব্য করে থাকেন মিডিয়ার কাছে। এবার থেকে দলের সুনাম ক্ষুন্ন যদি হয় কোনো নেতা বা কর্মীর কারণে, তাহলে সেই নেতা বা কর্মীর বিরুদ্ধে দলবিরোধী কার্যকলাপের অভিযোগে ব্যবস্থা নেওয়া হবে বলে মৌসম জানিয়েছেন। তিনি আরও বলেন, যেকোন সমস্যা মেটানোর জন্য কোর কমিটি রয়েছে। তাই সমস্যা হলে আগে কমিটিকেই জানাতে হবে। রাজনৈতিক মহলের মতেও তৃণমূলের শীর্ষ নেতৃত্ব মালদা জেলার গোষ্ঠীদ্বন্দ্ব বন্ধ করতে উঠে পড়ে লেগেছে। আর তাই জেলা কমিটিতে এত সংখ্যক নেতা-নেত্রীর জায়গা হয়েছে।

তবে প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জায়গা না হওয়া নিয়ে অনেকেই মন্তব্য করেছেন, কৃষ্ণেন্দুবাবু দলের রাজ্য সম্পাদক সে কারণেই তাঁকে দলের জেলা কমিটিতে নিয়ে আসা হয়নি। কিন্তু পাল্টা রাজনৈতিক মহলের একাংশ মন্তব্য করছেন, একইভাবে রাজ্য কমিটির সম্পাদক পদে রয়েছেন ইংরেজবাজার এর বিধায়ক নিহাররঞ্জন ঘোষ। সে ক্ষেত্রে নিয়ম কিন্তু অন্য কথা বলছে। তবে বিশেষজ্ঞদের মতে, যত দিন যাচ্ছে, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বাড়তেই থাকছে।

আর বলাইবাহুল্য গোষ্ঠীদ্বন্দের নিরিখে মালদা জেলা অন্যতম। নতুন জেলা কমিটি ও ব্লক কমিটি তৈরি হলেও সবাইকে যে খুশি করা সম্ভব নয়, সে কথা স্পষ্ট সবার কাছেই। আর তাই মালদা জেলার গোষ্ঠীদ্বন্দ্ব যে পুরোপুরি বন্ধ হয়ে গেল দলের জেলা কমিটি ঘোষণার ফলে, তা কিন্তু ঠিক নয় বলেই মনে করছেন রাজনৈতিক মহল। নতুন জেলা কমিটি ও ব্লক কমিটি নিয়ে আবারও মালদা জেলায় নতুন করে অশান্তি বাধে কিনা, সে দিকেই নজর এখন সবার।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!