এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তৃণমূলের দিকে একেবারে পা বাড়িয়ে রয়েছেন দলের এই হেভিওয়েট, ফের ভাঙ্গনের আশঙ্কা গেরুয়া শিবিরে

তৃণমূলের দিকে একেবারে পা বাড়িয়ে রয়েছেন দলের এই হেভিওয়েট, ফের ভাঙ্গনের আশঙ্কা গেরুয়া শিবিরে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যারা যোগদান করেছিলেন, তাঁদের মধ্যে অনেকেই আবার পুরনো দলে ফিরে যেতে শুরু করেছেন। যাদের মধ্যে অন্যতম হলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। আর এবার তৃণমূলে প্রত্যাবর্তনের জল্পনা বাড়ছে বিজেপি নেতা তথা প্রাক্তন বিধায়ক প্রবীর ঘোষালকে নিয়ে। বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগদান করলেও পরাজয়ের পর থেকেই দলের সঙ্গে সম্পর্ক প্রায় ছিন্ন করে ফেলেছেন প্রবীর ঘোষাল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে গতকালই প্রবীর ঘোষাল সম্পর্কে বক্তব্য রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যা থেকে জল্পনা তীব্র আকার ধারণ করেছে। গতকাল মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে, প্রবীর ঘোষাল অন্য দলে চলে গেছেন, তো কি হয়েছে? প্রবীর ঘোষালের সঙ্গে তাঁর যোগাযোগ রয়েছে। আবার রাজনৈতিক মহলে কান পাতলে শোনা যাচ্ছে যে, তৃণমূলের ফিরে যাবার জন্য প্রহর গুনছেন প্রবীর ঘোষাল। দলের শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে সম্মতি পাওয়া গেলেই আবার তৃণমূলে ফিরে যাবেন তিনি।

প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের আগে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাসভবনে গিয়ে বিজেপিতে যোগদান করেছিলেন প্রবীর ঘোষাল। উত্তরপাড়া থেকে তাকে প্রার্থী করা হয়েছিল। কিন্তু নির্বাচনে তিনি পরাস্ত হন। আর পরাজিত হবার পর থেকেই দলের সঙ্গে ক্রমশ দূরত্ব বাড়াতে থাকেন তিনি। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে, তাঁর তৃণমূলে যোগদান কেবলমাত্র সময়ের অপেক্ষা। ফলে আবার ভাঙ্গন দেখা দিতে চলেছে গেরুয়া শিবিরে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!