এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > তৃণমূলের দুর্নীতির কথা এবার উঠে এল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর গলায়, তীব্র গুঞ্জন

তৃণমূলের দুর্নীতির কথা এবার উঠে এল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর গলায়, তীব্র গুঞ্জন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যজুড়ে গেরুয়া শিবিরের প্রচার চলছে দুরন্ত গতিতে। একুশের বিধানসভা নির্বাচনে বাংলা দখলের লক্ষ্যে উঠে পড়ে লেগেছে বিজেপি। রাজ্যজুড়ে এবার বিজেপির প্রচারের অঙ্গ হিসেবে রথযাত্রা শুরু হলো নবদ্বীপ থেকে। জানা গিয়েছে, রাজ্যের সব কটি জেলা ছুঁয়ে এই রথযাত্রা সম্পূর্ণ হবে। যদিও এই রথযাত্রা নিয়ে বিতর্ক আছে, নির্দিষ্ট কিন্তু রথযাত্রার মধ্য দিয়ে গেরুয়া শিবিরের রাজ্যের প্রচার যে তাৎপর্যপূর্ণ হয়ে উঠতে চলেছে সে কথা বলাইবাহুল্য। শনিবার নবদ্বীপ থেকে বিজেপির রথ যাত্রার সূচনা করলেন কেন্দ্রীয় বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। একই দিনে রাজ্যের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন এসেছিলেন রাজ্যে।আর রাজ্যে এসে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতি নিয়ে সুর চড়ালেন।

তিনি কলকাতায় বসে সাংবাদিকদের মুখোমুখি হলেন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী এদিন সরকারি সফরে এসেছিলেন বলে জানা গিয়েছে। কিন্তু একজন বিজেপি নেতা হিসেবে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যয়ের এর নাম না করে তাঁদের বিরুদ্ধে করেছেন কড়া আক্রমণ। হর্ষবর্ধন রীতিমতো জোর গলায় জানান, আসন্ন বিধানসভা নির্বাচনে পালাবদল অনিবার্য। সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন দাবি করেন, রাজ্যের স্বাস্থ্যখাতে কেন্দ্র ব্যাপক সাহায্য করেছে। শুধু তাই নয়, সব ক্ষেত্রেই কেন্দ্র-রাজ্যকে সাহায্য করেছে। আর এরই পাশাপাশি রাজ্যের স্বাস্থ্য কাঠামো নিয়ে হতাশা প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পাশাপাশি রাজ্যকে কিন্তু অনেক সময় কেন্দ্র প্রশংসাও করেছে। সে ব্যাপারে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, প্রয়োজন অনুযায়ী প্রশংসা করা হয় রাজ্যের। তবে রাজ্যের পালাবদল নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন যে যথেষ্ট আশাবাদী, সেই ইঙ্গিত দিয়েছেন। পাশাপাশি বাংলার পরিবর্তন হবেই বলে তিনি দাবি করেছেন। অন্যদিকে তৃণমূল সরকারের দিকে আক্রমণ করে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, দুর্নীতি, স্বজনপোষণ এবং পিসি-ভাইপো ছাড়া তৃণমূল শিবিরের আর কিছুই নেই।

সেক্ষেত্রে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন রাজ্যের দুর্নীতি-স্বজনপোষণ নিয়ে ব্যাপক অভিযোগ করেছেন। বিশেষজ্ঞদের মতে, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন যেভাবে বাংলায় পরিবর্তন নিয়ে দাবী জানিয়ে গেলেন, তা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ এই পরিস্থিতিতে। অন্যদিকে বিশেষজ্ঞরা মনে করছেন, দুর্নীতি নিয়ে যেভাবে তৃণমূল শিবিরকে একের পর এক আক্রমণ সামলাতে হচ্ছে তাতে রাজ্যের শাসক শিবিরকে পড়তে হচ্ছে চূড়ান্ত অস্বস্তিতে। আর এই অস্বস্তি জাগিয়ে গেলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!