এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > তৃণমূলের গোষ্ঠী সঙ্ঘর্ষে রণক্ষেত্র ইসলামপুর! অস্বস্তি আরও বাড়িয়ে দিলেন তথাগত রায়! জেনে নিন

তৃণমূলের গোষ্ঠী সঙ্ঘর্ষে রণক্ষেত্র ইসলামপুর! অস্বস্তি আরও বাড়িয়ে দিলেন তথাগত রায়! জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়মিত খবরের শিরোনামে উঠে আসছে। যা নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র সমালোচনা। লোকসভা নির্বাচনের পর থেকেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের সর্বস্তরে গোষ্ঠীদ্বন্দ্ব বন্ধ করার আবেদন করেন। কিন্তু তাঁর কথায় যে কোন ফল হয়নি, সেকথা এতদিনে পরিষ্কার। তৃণমূলের গোষ্ঠীকোন্দল এর কথা এখন সর্বত্র বিদিত। নিত্যদিন রাজ্যের কোথাও-না-কোথাও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব হয়েই চলেছে। আর এবার তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের খোঁজ পাওয়া গেল ইসলামপুরে।

সম্প্রতি বিধানসভা নির্বাচনের দিকে লক্ষ্য রেখে তৃণমূল শিবিরে হয়েছে ব্যাপক আকারে সাংগঠনিক রদবদল। কিন্তু তাতেও পরিস্থিতি যে বিন্দুমাত্র হেরফের হয়নি, তা স্বীকার করে নিচ্ছেন দলের অন্দরের অনেকেই। সম্প্রতি উত্তর দিনাজপুরের ইসলামপুরে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ রীতিমতো রণক্ষেত্রের চেহারা নিয়েছিল বলে জানা যাচ্ছে। বৃহস্পতিবার রাত থেকেই দফায় দফায় বোমা বাজি চলে ইসলামপুরের পন্ডিতপোচার পঞ্চায়েত প্রধান কানহাইয়ালাল আগরওয়ালের বাড়ি লক্ষ্য করে।

সূত্রের দাবি, দীর্ঘদিন ধরেই উত্তর দিনাজপুরের তৃণমূলের রশিদ আলমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। আর এই দুর্নীতি নিয়ে সবথেকে সরব হয়েছেন তৃণমূলেরই আব্দুল করিম চৌধুরী ও তার অনুগামীরা। উল্লেখ্য, এই রশিদ আলম আবার ইসলামপুরের পন্ডিতপোচার তৃণমূল নেতা কানহাইয়ালাল আগরওয়ালের অনুগামী। সবমিলিয়ে অবস্থা অত্যন্ত জটিল বলে মনে করছেন রাজনৈতিক মহলের অনেকেই। অন্যদিকে জানা যাচ্ছে, বৃহস্পতিবার রাতে কানহাইয়ালালের বাড়ি লক্ষ্য করে যে ব্যাপক বোমাবাজি ও সংঘর্ষ হয়েছে, সেখানে অন্যতম ষড়যন্ত্রকারী হিসেবে উঠে আসছে গোলাম রাব্বানী ও তাঁর অনুগামীদের নাম।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব বন্ধ করতে ইতিমধ্যেই এলাকার দখল নিয়েছে পুলিশ। বৃহস্পতিবার রাতের ঘটনায় অনেকেই আহত হয়েছেন বলে খবর। এদিকে তৃণমূলের আব্দুল করিম চৌধুরী এদিন বোমাবাজির অভিযোগ করেছেন গোলাম রব্বানী ও কানহাইয়ালাল আগরওয়ালের বিরুদ্ধে। গোলাম রাব্বানী এ প্রসঙ্গে জানিয়েছেন, তিনি সমস্ত অভিযোগের উত্তর দলীয় নেতৃত্বকে জানাবেন। অন্যদিকে বিশেষজ্ঞদের মতে, বর্তমানে তৃণমূলের সবথেকে বড় সমস্যা গোষ্ঠীদ্বন্দ্ব এবং গোষ্ঠী সংঘর্ষ।

এই নিয়ে বিরোধীরা প্রায়ই কটাক্ষ করে থাকে শাসক দলকে। এদিন ইসলামপুরের গোষ্ঠীদ্বন্দ্বের প্রসঙ্গে বিজেপির তথাগত রায় একটি কটাক্ষমূলখ টুইট করেন। তৃণমূল শিবিরের উচ্চ কক্ষ থেকে এখনো পর্যন্ত ইসলামপুরের গোষ্ঠী সংঘর্ষ নিয়ে কোন প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে বিশেষজ্ঞদের মতে, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব যদি এখনই না বন্ধ করা যায়, তাহলে কিন্তু আগামী নির্বাচনে বিপর্যয়ের মুখে পড়তে হতে পারে শাসক দলকে। আর সেই সুযোগে বিরোধীরা যে বেশ কয়েককদম এগিয়ে যাবে সে ব্যাপারে নিশ্চিত সবাই।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!