এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব থেমে থাকছে না কিছুতেই! রক্তদান শিবির ঘিরে দুষ্কৃতী হামলা নিয়ে আলোড়ন

তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব থেমে থাকছে না কিছুতেই! রক্তদান শিবির ঘিরে দুষ্কৃতী হামলা নিয়ে আলোড়ন

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বেশ কিছুদিন যাবত হাওড়ায় দুই মন্ত্রীর রাজনৈতিক দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। করোনা আবহে দুর্নীতি নিয়ে মন্ত্রী অরূপ রায়ের বিরুদ্ধে মুখ খোলেন প্রকাশ্যে বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। সেসময়ে অবশ্য তৃণমূলের অনেক নেতাই রাজীব বন্দ্যোপাধ্যায়ের প্রতি উষ্মা প্রকাশ করেছিলেন। তারপরে তৃণমূলের পক্ষ থেকে দলনেত্রী মমতা ব্যানার্জ্জী সাংবিধানিক রদবদল করেন। আর এই রদবদলেই হাওড়া জেলা সভাপতির পদ খোওয়ান মন্ত্রী অরূপ রায়। সেজায়গায় হাওড়া জেলায় বাড়তি দায়িত্ব পান মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়।

আর তারপর থেকেই হাওড়ায় 2 শিবিরের রাজনৈতিক দ্বন্দ্ব আরো প্রবলভাবে বেড়ে গেছে বলে মনে করা হচ্ছে রাজনৈতিক মহল থেকে। এই অবস্থায় স্বাধীনতা দিবসের দিন এমন একটি ঘটনা ঘটলো হাওড়ায়, যাতে এই রাজনৈতিক দ্বন্দ্ব আরও প্রকট হলো বলে মনে করা হচ্ছে। 15 ই আগস্ট 17 নম্বর ওয়ার্ডে একটি রক্তদান শিবিরের আয়োজন করেছিলেন স্থানীয় তৃণমূল নেতা শচীন জয়সওয়াল। এবং ওই রক্তদান শিবিরে বেলা বাড়তেই বেশ কিছু দুষ্কৃতী অস্ত্রশস্ত্র সমেত হামলা করে।

আয়োজকরা জানিয়েছেন, দুষ্কৃতীদের লক্ষ্য ছিল, শচীন জয়সওয়াল। যদিও এই নিয়ে তৃণমূল নেতা শচীন জয়সওয়াল কিছু প্রতিক্রিয়া জানাননি এখনো পর্যন্ত। সূত্রের খবর, রবিবার বেলিলিয়াস রোডের 17 নম্বর ওয়ার্ডে রক্তদান শিবিরের আয়োজন করা হয় তৃণমূলের পক্ষ থেকে নেতা শচীন জয়সওয়ালের উদ্যোগে। শিবিরে এসেছিলেন মন্ত্রী অরূপ রায়। তিনি যাবার কিছুক্ষণের মধ্যেই আচমকা বেশ কয়েক জন দুষ্কৃতী অস্ত্রশস্ত্র নিয়ে রক্তদান শিবিরে ঢুকে হামলা চালায় বলে জানা গেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আত্মরক্ষার্থে পাল্টা দুষ্কৃতীদের বিরোধিতা করতে হাতাহাতিতে জড়ায় আয়োজকরা। স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন। এই পরিস্থিতিতে কিছুক্ষণের জন্য রক্তদান শিবির বন্ধ হয়ে যায়। পরে অবশ্য হাওড়া সিটি পুলিশ তড়িঘড়ি  এলাকায় পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। আর তারপরেই পুলিশি প্রহরায় আবার চালু হয় রক্তদান শিবির। যদিও এখনো পর্যন্ত পুলিশের হাতে দুষ্কৃতিদের কেউই ধরা পড়েনি বলে জানা গেছে। অন্যদিকে স্থানীয়রা অভিযোগ জানাচ্ছে, দুই মন্ত্রীর গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই এই হামলা।

যদিও মন্ত্রী অরূপ রায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের প্রসঙ্গটি সম্পূর্ণরূপে উড়িয়ে দিয়েছেন। তাঁর মতে, ব্যক্তিগত ঝামেলা থেকেই এই হামলা। রক্তদান শিবিরে হামলার ঘটনায় এলাকা ইতিমধ্যে থমথমে হয়ে রয়েছে। পুলিশ তদন্তে নেমেছে। তবে এই ঘটনা প্রসঙ্গে রাজনৈতিক মহলের একাংশের দাবি, হাওড়া জেলায় দুই মন্ত্রীর গোষ্ঠীদ্বন্দ্ব যদি এখনই না মেটানো যায়, তাহলে কিন্তু পরবর্তীতে বেলিলিয়াস রোডের থেকেও আরো বড় কিছু অনর্থ ঘটতে পারে। আর তা শাসক দলের জন্য মোটেই স্বস্তিজনক হবেনা একুশের নির্বাচনের নিরিখে।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!