এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তৃণমূলের হামলায় বিজেপি কর্মী আহত, রাজনৈতিক তরজা তুঙ্গে

তৃণমূলের হামলায় বিজেপি কর্মী আহত, রাজনৈতিক তরজা তুঙ্গে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একুশের বিধানসভার নির্বাচন যত এগিয়ে আসছে, ততই রাজ্যজুড়ে বেড়ে চলেছে রাজনৈতিক অশান্তি। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে অশান্তি এবং সংঘর্ষের ঘটনা প্রায়শই সামনে আসছে। এবং এই অশান্তি মূলত তৃণমূল ও বিজেপির মধ্যেই হচ্ছে। এবার দক্ষিণ 24 পরগনার বীজপুরে রাজনৈতিক অশান্তির ঘটনা সামনে এসেছে। সূত্রের খবর, তৃণমূল এবং বিজেপির মধ্যে রাজনৈতিক আশান্তির কারণে শুরু হয়েছে ব্যাপক চাপানউতোর। জানা গেছে, বিজেপির দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করেই অশান্তির সূত্রপাত।

দক্ষিণ 24 পরগনার হাজিনগর গভমেন্ট কোয়ার্টার এলাকায় গেরুয়া শিবিরের হয়ে এলাকায় দেওয়াল লিখছিলেন সুপ্রতিম ঘোষ নামক এক বিজেপি কর্মী।পাশাপাশি তিনি পোস্টার এবং ফ্ল্যাগ লাগানোর দায়িত্বেও ছিলেন বলে জানা গেছে। বিজেপির পরিবর্তন যাত্রা উপলক্ষ্যে সুপ্রতিম একনাগাড়ে কাজ করছিলেন। কিন্তু তাঁর কাজের মধ্যেই দুষ্কৃতীরা হামলা চালায় তাঁর ওপর। এই হামলার কারণে অভিযুক্ত করা হয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের। গেরুয়া শিবিরের দাবি, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিজেপি কর্মী সুপ্রতিম ঘোষ নিজেও অবশ্য জানিয়েছেন, তিনি যখন দলীয় ফ্ল্যাগ লাগাচ্ছিলেন, তখন তৃণমূল আশ্রিত বেশ কয়েক জন দুষ্কৃতী এসে তাঁর সাথে বাদানুবাদ শুরু করে, চলে কটূক্তিও। আর এর পরেই তাঁর ওপর হামলা চালায় ওই দুষ্কৃতীরা। আহত বিজেপি কর্মী জানিয়েছেন, তিনি থানায় অভিযোগ করেছেন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। পাশাপাশি তিনি এলাকার মন্ডল সভাপতি, অঞ্চল সভাপতি এবং স্থানীয় এমএলএকে পুরো বিষয়টি জানিয়েছেন। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে এই ঘটনার দায় পুরোপুরি ঝেড়ে ফেলা হয়েছে।

তৃণমূল পাল্টা অভিযোগ করেছে, গেরুয়া শিবিরের অন্তর্দ্বন্দ্বের কারণেই এই হামলা। রাজনৈতিক মহলের দাবি, নির্বাচন কমিশন আগেই রাজ্যজুড়ে এধরনের হিংসাত্মক ঘটনার প্রতি বিধি-নিষেধ আরোপ করেছে। কিন্তু নির্বাচন কমিশনের নির্দেশকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে ক্রমাগত রাজ্যজুড়ে রাজনৈতিক হিংসার ঘটনা ঘটেই চলেছে। সেক্ষেত্রে নির্বাচন কমিশনের নির্দেশ পরিবর্তিত হয়ে গেছে প্রহসনে। এই অবস্থায় খুব স্বাভাবিকভাবে তৃণমূল এবং বিজেপির রাজনৈতিক দ্বন্দ্ব যে আরও কয়েকগুণ বেড়ে যাবে, তা বলাইবাহুল্য।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!