এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তৃণমূলের হয়ে এবার বিজেপির বিরুদ্ধে সুর চড়ালেন ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী

তৃণমূলের হয়ে এবার বিজেপির বিরুদ্ধে সুর চড়ালেন ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সময় যত যাচ্ছে, ততই নির্বাচনের উত্তাপ বাড়ছে রাজ্যে। আগামী শনিবার এ রাজ্যে প্রথম দফার নির্বাচন শুরু। রাজ্যের প্রতিটি রাজনৈতিক দল সবকিছু ভুলে ক্রমাগত প্রচার চালিয়ে যাচ্ছেন ভোটের ময়দানে। এর মধ্যেই রাজ্যের শাসক দল তৃণমূল এবং বিরোধী দল বিজেপির মধ্যে লড়াই যে এবার জোরদার হবে, সে কথা পরিষ্কার। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিজেপি হটাও যুদ্ধে তাঁর সঙ্গে যোগ দিয়েছেন আঞ্চলিক মিত্রশক্তিরা। আঞ্চলিক মিত্রশক্তিদের মধ্যে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার অন্যতম গুরুত্বপূর্ণ নেতা হেমন্ত সরেন প্রথমভাগে তৃণমূল নেত্রীর বিরোধিতা করলেও পরবর্তীতে মিত্রশক্তি হিসেবেই তাঁর পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

আর সেই মিত্রতার কথা মনে রেখেই আজ তৃণমূলের প্রচারে এলেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতা হেমন্ত সরেন। প্রথম দফায় হেমন্ত সরেন এ রাজ্যে 40 টি আসনে প্রার্থী দিতে চেয়েছিলেন। কিন্তু মুখ্যমন্ত্রীর ক্ষোভের বার্তা তাঁর কাছে যায় এবং তারপরে হেমন্ত সরেন বন্ধুত্বের হাত বাড়িয়ে দেন তৃণমূল নেত্রীর দিকে। সেসময় থেকেই হেমন্ত সরেন বলতে শুরু করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় অনুরোধ করলে তিনি বাংলার নির্বাচনে তৃণমূলের পাশেই থাকবেন। তবে পুরো বিষয়টি শিবু সরেন এর সঙ্গে কথা বলে স্পষ্ট করবেন। আর এদিন কথা অনুযায়ী হেমন্ত সরেন প্রচারে আসলেন বান্দোয়ান এর তৃণমূল প্রার্থী সন্ধ্যারানি টুডু এবং রাজীব লোচন এর জন্য।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন সভা থেকে বিজেপির বিরুদ্ধে প্রথম থেকেই সুর চড়ান জেএমএম নেতা হেমন্ত সরেন। এদিন হেমন্ত সরেন বার্তা দেন, যতদিন ক্ষমতায় বিজেপি থাকবে, ততদিন আদিবাসী ও দলিতদের কোন উন্নতি হবেনা দেশে। পাশাপাশি হেমন্ত সরেন এদিন বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন। তিনি বলেন, আদিবাসী একতাকে বিজেপি ভাঙতে চাইছে। একইসাথে হেমন্ত সরেন জানান, এবারের ভোটে তৃণমূলের প্রার্থী রাজীব লোচন জিতলে তাঁরই জেতা হবে।

পশ্চিমবঙ্গ যে আগামী দিনে বিজেপির ভাগ্য নির্ধারণ করবে, তা নিয়ে স্পষ্ট ইঙ্গিত দেন ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী। বিশেষজ্ঞদের মতে, ঝাড়খণ্ড লাগোয়া পশ্চিমবঙ্গ সীমান্তে আদিবাসী এলাকাগুলিতে হেমন্ত সরেনের গ্রহণযোগ্যতা অনেক বেশি। সে জায়গায় বান্দোয়ানে এসে তৃণমূলের পক্ষে যেভাবে প্রচার চালালেন আজ হেমন্ত সরেন, তাতে একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূলের পক্ষে ফায়দা হতে পারে। আপাতত এ রাজ্যের ক্ষমতা কার হাতে যাবে তা নিয়ে এখন চলছে জোর হিসাব নিকাশ সমীক্ষকদের।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!