এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > তৃণমূলের জন্য কড়া বার্তা হেভিওয়েট বাম নেতার, বিতর্ক তুঙ্গে

তৃণমূলের জন্য কড়া বার্তা হেভিওয়েট বাম নেতার, বিতর্ক তুঙ্গে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যজুড়ে নবান্ন দখলের লড়াই তুঙ্গে। একদিকে যেমন তৃণমূল নিজেদের ক্ষমতা ধরে রাখতে মরিয়া, সেরকমই অন্যদিকে গেরুয়া শিবির বাংলার বুকে নিজেদের শাসন ক্ষমতা কায়েম করতে ক্রমাগত জোর লাগিয়ে যাচ্ছে। অন্যদিকে আবার লড়াইতে ফিরতে জোট বেঁধেছে বাম-কংগ্রেস এবং আইএসএফ। 

ইতিমধ্যে তিন দফা নির্বাচন সম্পন্ন হয়েছে। আরো পাঁচ দফা নির্বাচন হতে বাকি রাজ্যে। কিন্তু এখন থেকেই শুরু হয়ে গিয়েছে ভোট পরবর্তী সময়কালের হিসেব-নিকেশ। এখনো পর্যন্ত পরিষ্কার নয়, আগামী দিনে পশ্চিমবঙ্গে সরকার কে গড়তে চলেছে। কিন্তু তার মধ্যেই সংযুক্ত মোর্চার পক্ষ থেকে বামেদের তরফ থেকে এলো তৃণমূলের জন্য কড়া বার্তা।

সম্প্রতি কংগ্রেসের অধীর চৌধুরীর পক্ষ থেকে তৃণমূলকে সমর্থনের ব্যাপারে কিছুটা ইঙ্গিত দেওয়া হয়। যদিও আজকে কংগ্রেসের পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে গতকালের খবরটি ছিল পুরোপুরি ভুয়ো। কংগ্রেসের পক্ষ থেকে এরকম কোনো সম্ভাবনা নেই। অন্যদিকে বামেদের তরফ থেকে আজ সূর্যকান্ত মিশ্র জানিয়ে দিলেন নিজেদের অবস্থান। সূর্যকান্ত মিশ্র জানান, ভোট পরবর্তী সময়ে যদি তৃণমূল বা বিজেপি কেউ সংখ্যাগরিষ্ঠতা না পায় তবে ওই দুই দল মিলে সরকার গড়তে পারে। কিন্তু বামেরা তৃণমূলকে কখনোই সমর্থন করবে না। বিজেপি এবং তৃণমূল দুই দলই যে একই মুদ্রার এপিঠ ওপিঠ সে ব্যাপারে নিশ্চিত বাম নেতা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাই দুই দলের সাথে দূরত্ব বজায় রাখবে বামেরা। এ প্রসঙ্গে সূর্যকান্ত মিশ্র বরাবরের মতো আবারও খোঁচা দিয়ে বলেন, তৃণমূলের হাত ধরেই রাজ্যে বিজেপি এবং আরএসএস এর প্রবেশ ঘটেছে। সম্প্রতি অধীররঞ্জন চৌধুরী জানিয়েছিলেন, সংযুক্ত মোর্চা যখন নবান্ন দখল করতে যাবে তখন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বাঁচার জন্য সংযুক্ত মোর্চার সঙ্গী হতে পারেন। তবে তাঁর সেই দাবি ঘিরে একাধিক বিতর্ক তৈরি হয়। অন্যদিকে সূর্যকান্ত মিশ্র এদিন বুঝিয়ে দিলেন, অধীর চৌধুরীর বক্তব্যকে সমর্থন করছে না বামেরা।

বামেদের লড়াই মূলত বিজেপি এবং তৃণমূল দুই দলের বিরুদ্ধেই। সব মিলিয়ে বামফ্রন্টের সূর্যকান্ত মিশ্র তৃণমূলের সঙ্গে তাঁদের অহি-নকুল সম্পর্কের কথা স্পষ্ট করলেন। তবে নির্বাচন শেষ হতে এখনও বেশ কিছুটা সময় বাকি। অতএব রাজ্য দখলের লড়াইতে কে এগোবে আর কে পিছোবে তা এই মুহূর্তে বলা সম্ভব যেমন হচ্ছেনা, তেমনই রাজ্যের ক্ষমতা মিলিঝুলি সরকারের হাতে যেতে চলেছে কিনা তাও স্পষ্ট নয়। এই মুহূর্তে চলছে জোরদার লড়াই বাংলা দখলের। নজর সবার টিকে আছে আগামী দোসরা মের দিকে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!