এখন পড়ছেন
হোম > অন্যান্য > তৃণমূলের মিছিলে দূরত্ববিধি উড়িয়ে চটুল গানে উদ্দাম নাচ! শাসকদলের সব ছাড়? শুরু তীব্র বিতর্ক!

তৃণমূলের মিছিলে দূরত্ববিধি উড়িয়ে চটুল গানে উদ্দাম নাচ! শাসকদলের সব ছাড়? শুরু তীব্র বিতর্ক!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- যত দিন যাচ্ছে করোনা পরিস্থিতি ততোই সংকটময় হয়ে উঠছে। আর এই পরিস্থিতিতে আক্রান্ত হতে দেখা যাচ্ছে নেতা মন্ত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ সকলকে। তাই বারবার সরকারের তরফ থেকে করোনা সতর্কতার কথা মেনে চলার জন্য হুঁশিয়ারি দেওয়া হচ্ছে মানুষকে। তবে সেই কথা যে মানুষ কতটা বুঝছেন বা বুঝতে চাইছেন তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। আর এই সন্দেহ শাসকদলের অন্তরেই যে কড়া নাড়বে সে কথা হয়তো ভাবেননি কেউই।

সম্প্রতি কেন্দ্রীয় সরকারের কৃষি বিল পাস হওয়া নিয়ে শুরু হয়েছে প্রতিবাদ আন্দোলন। সেই আন্দোলনে সামিল হয়েছে তৃণমূল থেকে সিপিএম। সর্বত্র লাল নিশান হোক বা ঘাস ফুল প্রতিবাদ দেখা গেছে। তবে সম্প্রতি ভাঙ্গড়ে অনুষ্ঠিত এক কৃষি বিল বিরোধী সভাতে করোনা পরিস্থিতির তোয়াক্কা না করেই, উদ্দাম নৃত্য করার অভিযোগ সামনে এসেছে। আর যা নিয়ে রাজ্য রাজনীতিতে বিরোধী দলের কটাক্ষে বেশ উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে এটা প্রথম নয়, এর আগেও তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের দিন ভাঙড়ে তৃণমূলের সভা মঞ্চ থেকে চটুল নাচ পরিবেশিত হয়েছিল বলেই খবর পাওয়া গিয়েছিল। সেই ঘটনার কথা চারপাশে ছড়িয়ে যায় সেই সময়। ফলত ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় হয় রাজ্য-রাজনীতি। শনিবার সেই ঘটনারই পুনরাবৃত্তি ঘটতে দেখা গেছে ভাঙড়ে। শোনা যায়, শনিবার দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের শোনপুরে তৃণমূলের সংখ্যালঘু সেলের তরফে কেন্দ্রের কৃষি বিরোধী নীতির প্রতিবাদে সভার আয়োজন করা হয়েছিল। আর সেখানেই করোনার তোয়াক্কা না করেই গানের তালে নাচতে দেখা গেছে বলে জানা গেছে। আর যা নিয়ে ফের দানা বাঁধতে শুরু করেছে বিতর্ক।

জানা গেছে, সেই সভায় উপস্থিত ছিলেন ভাঙড়ের তৃণমূল নেতা নান্নু হোসেন, দক্ষিণ ২৪ পরগনার জেলা তৃণমূলের সভাপতি শুভাশিস চক্রবর্তী-সহ একাধিক নেতা-কর্মী। সেই সভা যা কিনা এমন গুরুত্বপূর্ণ এক বিষয় নিয়ে ডাকা হয়েচিল, সেখানেই দেখা গেল ভোজপুরী গানের সঙ্গে উদ্দাম নাচে তৃণমূল কর্মীদের মাততে। স্থানীয়দের কথাসূত্র অনুযায়ী, নাচের জন্য বিশেষভাবে নর্তকীও নাকি আনা হয়েছিল। আর বর্তমান পরিস্থিতিতে সেখানে দূরত্ববিধি পালন তো দূর অস্ত, এমনকী মাস্ক-স্যানিটাইজার ব্যবহার করতে দেখা যায়নি কাউকে। আর এখানেই প্রশ্ন উঠতে শুরু করেছে। কারও কথায়, কেন কৃষি বিরোধী নীতির প্রতিবাদে ডাকা সভায় এমন চটুল গানই বা বাজল? আবার কারো মতে, দূরত্ববিধি শিকেয় তুলে এই ঊশৃঙ্খলতা করার কি আদৌ কোনো দরকার ছিল? তবে এই নিয়ে শাসকদলকে কটাক্ষ করতে ছাড়েননি বিরোধী দলগুলি। তবে শাসকদল নিজের এহেন কাজের কি জবাব দেন, সেটাই দেখার অপেক্ষা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!