এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > তৃণমূলের মুখপত্রে বাম মনোভাবাপন্ন লেখিকার লেখা প্রকাশ, বাড়ছে গুঞ্জন

তৃণমূলের মুখপত্রে বাম মনোভাবাপন্ন লেখিকার লেখা প্রকাশ, বাড়ছে গুঞ্জন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – মোদি বিরোধিতায় যখন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিচ্ছেন সকল অবিজেপি শক্তিকে একজোট হওয়ার জন্য, ঠিক সে সময় তৃণমূলের মুখপত্র জাগো বাংলা পত্রিকায় এমন একজনের লেখা সামনে এল, যা নিয়ে শুরু হয়েছে বঙ্গ রাজনীতিতে তীব্র চাপানউতোর। কার্যত তৃণমূলের মুখপত্র জাগো বাংলা বর্তমানে নিত্যদিনের সংবাদ পত্রিকার জায়গা নিয়েছে। বিভিন্ন বিষয় নিয়ে জাগো বাংলায় লেখা হচ্ছে। সেই অনুযায়ী বুধবার জাগো বাংলা পত্রিকার অন্যতম বিষয় ছিল, বঙ্গ রাজনীতিতে নারী শক্তির অবদান অপরিসীম। আর এই বিষয়ে কলম ধরেছেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ডঃ অজন্তা বিশ্বাস।

তবে এই লেখিকার পরিচয় এখানেই শেষ হচ্ছেনা। তাঁর আরো একটি গুরুত্বপূর্ণ পরিচয় হলো তিনি প্রয়াত সিপিএম নেতা অনিল বিশ্বাসের কন্যা। আজকে জাগো বাংলা পত্রিকায় প্রয়াত বাম নেতা অনিল বিশ্বাসের কন্যা অজন্তা বিশ্বাস বঙ্গ রাজনীতিতে নারীদের অবদান সংক্রান্ত একটি লেখা লিখেছেন উত্তর সম্পাদকীয়র পক্ষ থেকে। এই লেখার শিরোনাম দেওয়া হয়েছে প্রাক স্বাধীনতা পর্ব থেকে সাম্প্রতিককালের ইতিহাসের চালচিত্রে বাঙালি মহিলাদের অবদান। যদিও রাজনীতিতে নারী শক্তির অবদান বিষয়বস্তু হলেও অজন্তা বিশ্বাস কিন্তু কোনোভাবেই রাজনৈতিক নিবন্ধ লেখেননি বলেই জানা গেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বরং তিনি স্বাধীনতা আন্দোলনের সময়কাল থেকে যেভাবে নারীরা আন্দোলন করেছেন এবং ইতিহাসে নিজেদের নাম তুলে ধরেছেন সেই বার্তাই দিয়েছেন লেখনীর মাধ্যমে। আর সেখানেই উঠে এসেছে বাসন্তী দেবী কলেজে পড়া একঝাঁক ছাত্রীর নাম যারা এই সমাজে নিজেদের অবদান রেখে গেছেন। যাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- সরোজিনী নাইডু, উমাদেবী, উর্মিলা দেবী, সুনীতি দেবী, সীতাদেবী, মোহিনী দাশগুপ্ত এবং বীণাপাণি দেবী। তবে এই বাসন্তী দেবী কলেজের অন্যতম ছাত্রী হলেন আজকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু অজন্তা এখনো পর্যন্ত তাঁকে নিয়ে কিছু লেখেননি। অবশ্য বুধবার এই লেখার প্রথম কিস্তি প্রকাশিত হয়েছে।

বৃহস্পতিবার পরের কিস্তি প্রকাশিত হওয়ার কথা। আর সেই সূত্রেই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ আসবে বলেই মনে করা হচ্ছে। তবে জল্পনা অন্যত্র। সিপিএমের রাজ্য সম্পাদক অনিল বিশ্বাসের কন্যা স্বাভাবিকভাবেই বাম মনোভাবাপন্ন। তিনি যেভাবে তৃণমূলের মুখপত্র জাগো বাংলায় নিজের কলম তুলে ধরলেন, তা যথেষ্ট উল্লেখযোগ্য বর্তমান পরিস্থিতিতে। কার্যত মোদি বিরোধিতায় তৃণমূলের সঙ্গে হাত মেলানো নিয়ে ইতিমধ্যেই বামেরা দুভাগ হয়ে গিয়েছে। আর ঠিক সেই সময় অনিল বিশ্বাসের কন্যা ডক্টর অজন্তা বিশ্বাস যেভাবে নিজের লেখা হাজির করলেন তৃণমূলের মুখপত্রের মাধ্যমে, তা যথেষ্ট জল্পনার উদ্রেক করেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!