এখন পড়ছেন
হোম > জাতীয় > তৃণমূলের নজর এবার আসামের দিকে, সংগঠন বাড়াতে দলে টানার প্রস্তাব আসামের হেভিওয়েট বিধায়ককে

তৃণমূলের নজর এবার আসামের দিকে, সংগঠন বাড়াতে দলে টানার প্রস্তাব আসামের হেভিওয়েট বিধায়ককে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট বিভিন্ন রাজ্যে তৃণমূল সংগঠন বানানোর সূত্রে ত্রিপুরার দিকে নজর দিয়েছে। ত্রিপুরায় সংগঠন বাড়ানোর কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আর এবার তৃণমূলের নজর আসামের দিকে। আসামে সংগঠন বাড়ানোর জন্য তৃণমূল হাতিয়ার করে তুলছে নাগরিকত্ব আইন এবং এনআরসি সংক্রান্ত আন্দোলনকে। কার্যত এখনো আসামে নাগরিকত্ব আইন নিয়ে চরম বিরোধিতা বজায় রয়েছে। অন্যদিকে তৃণমূল সিএএ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা অখিল গগৈকে তৃণমূলে যোগদান করার প্রস্তাব দিয়েছে বলে জানা যাচ্ছে।

এ প্রসঙ্গে অখিল গগৈ এর মুখোমুখি হয়েছিল সংবাদ সংস্থা। কার্যত শোনা যাচ্ছে, আসামে অখিল গগৈকে তৃণমূল সভাপতি করার প্রস্তাবও দেওয়া হয়েছে। আর এবার অখিল গগৈ এর মুখে শোনা গেল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী আসনে দেখার কথা। কার্যত তৃণমূলের থেকে অখিল গগৈ এর কাছে কোন অফার এসেছে কিনা জানতে চাইলে তিনি এ ব্যাপারে ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন। তিনি জানিয়েছেন, তাঁর সঙ্গে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের কথা হয়েছে এবং খুব শীঘ্রই তিনি মতামত জানাবেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একই সাথে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়েও অখিল গগৈ জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু মৌলবাদের বিরুদ্ধে লড়াই করছেন যুক্তরাষ্ট্রীয় কাঠামোর স্বার্থে, তাই তাঁর দাবী ন্যায্য। আর এই জায়গা থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়কে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইছেন আসামের অন্যতম জনপ্রিয় নেতা অখিল গগৈ। কার্যত, মমতা বন্দ্যোপাধ্যায় সুরে সুর মিলিয়ে অখিল গগৈ উল্লেখযোগ্যভাবে বার্তা দিয়েছেন। তিনিও চাইছেন আঞ্চলিক দলগুলি জোট বাঁধুক। অন্যদিকে অখিল গগৈ জানিয়ে দিয়েছেন 2024 ও 2026 সালে একজোট হয়ে লড়াই করবেন সমস্ত বিরোধীরা।

একই সাথে এই কেন্দ্রীয় সরকারকে একজোট হয়ে বিদায় করার বার্তা দিয়েছেন আসামের অন্যতম বিধায়ক তথা সমাজসেবী অখিল গগৈ। অখিল গগৈ এর মন্তব্য নিয়ে এখনো পর্যন্ত তৃণমূলের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া দেওয়া হয়নি। তবে রাজনৈতিক  অলিন্দে কান পাতলেই শোনা যাচ্ছে অখিল গগৈকে সাথে নিয়ে তৃণমূল আসামের বিজেপি সরকারের বিরুদ্ধে লড়াইয়ের পদক্ষেপ গ্রহণ করতে চলেছে। আপাতত অখিল গগৈ কি সিদ্ধান্ত গ্রহণ করেন, সে দিকেই নজর ওয়াকিবহাল মহলের।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!