এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > তৃণমূলের ওপর চাপ বাড়াতে রাজ্যে মিম, ফুরফুরা শরীফে দুই পীরজাদার লড়াই জমে উঠেছে

তৃণমূলের ওপর চাপ বাড়াতে রাজ্যে মিম, ফুরফুরা শরীফে দুই পীরজাদার লড়াই জমে উঠেছে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বাংলার বিধানসভা নির্বাচনের দিকে নজর রেখে কিন্তু বলাই যায়, এই মুহূর্তে রাজ্যের মূল প্রতিপক্ষ হিসেবে লড়াইয়ে নেমেছে বিজেপি এবং তৃণমূল। তবে লড়াইয়ের ময়দানে তৃণমূল কিছুটা এই মুহূর্তে কোণঠাসা। কারণ, শাসক দলের অন্দরে বিভিন্ন দ্বন্দ্ব-কলহের পরিবেশ আর তারই মধ্যে দল ছেড়ে বেরিয়ে যাচ্ছেন অনেকে। এই অবস্থায় তৃণমূলের ওপর চাপ বাড়াতে নতুন করে রাজ্যে হাজির হয়েছে আসাদউদ্দিন ওয়েইসির দল মিম। বিহার বিধানসভা নির্বাচনের পরেই আসাদউদ্দিন ওয়েইসি ঘোষণা করেছিলেন, বাংলার বিধানসভা নির্বাচনে কিন্তু ইন্ডিয়ার মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন অর্থাৎ এ এম আই এম বাংলার বিধানসভা নির্বাচনে অংশগ্রহণ করবে।

আর সেক্ষেত্রে তৃণমূল শিবির থেকে কিন্তু রব তোলা হচ্ছে, আসাদউদ্দিন ওয়েইসি বিজেপির বি টিম হিসেবে মুসলিম ভোট কাটার খেলায় নেমেছে। এই অবস্থায় আসাদউদ্দিন ওয়েইসি ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকীর সঙ্গে জোট বেঁধেছেন। কিন্তু এবার আসাদউদ্দিন ওয়েইসির ওপর চাপ বাড়াতে ফুরফুরা শরীফের পীরজাদা ত্বহা সিদ্দিকী কিন্তু সুর চড়ালেন। সম্প্রতি উত্তর 24 পরগনার বনগাঁর এক সভা থেকে আসাদউদ্দিনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন পীরজাদা ত্বহা সিদ্দিকী। তিনি বাংলায় মিমকে ঠেকাতে রীতিমতো লাঠিসোটা ব্যবহার করার কথা বলেছেন আম জনতাকে। সেই অনুযায়ী সবার কাছে আবেদনও করেছেন মিমকে ঠেকাতে।

অতএব বোঝাই যাচ্ছে ফুরফুরা শরীফেও কিন্তু রাজনীতি তার বিভাজন তৈরী করে ফেলেছে। একদিকে ত্বহা সিদ্দিকী তৃণমূল ঘনিষ্ঠ হিসেবে মিম এর বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ প্রকাশ করছেন, অন্যদিকে ফুরফুরা শরীফের অপর পীরজাদা আব্বাস সিদ্দিকী তৃণমূল বিরোধী হিসাবে আসাদউদ্দিন ওয়েইসির সঙ্গে জোট করছেন। এই পরিস্থিতিতে ত্বহা সিদ্দিকী কিন্তু মিম প্রধানের পাশাপাশি আব্বাস সিদ্দিকীর বিরুদ্ধেও একাধিক অভিযোগ করে বলেন আব্বাস ফুরফুরা শরীফকে কলঙ্কিত করছেন। ভক্তদের কাছ থেকে পীরজাদা আব্বাস সিদ্দিকীর টাকা তুলছেন এবং আব্বাস সিদ্দিকীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করে ত্বহা সিদ্দিকী জানিয়েছেন, আব্বাস আসলে বাইরে মুসলমান এবং ভেতরে গেরুয়া।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন ত্বহা দাবি করেছেন, 34 বছরে বাম সরকার মুসলিমদের জন্য কিছুই করেনি। সে জায়গায় তৃণমূল সরকার গত দশ বছরেই কিছু অন্তত চেষ্টা করেছে মুসলিমদের জন্য। প্রসঙ্গত ডিসেম্বরের প্রথমে নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে বসেছিলেন ত্বহা। সেসময় ত্বহা সিদ্দিকী সংবাদমাধ্যমে জানিয়েছিলেন একগুচ্ছ দাবি নিয়ে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছেন। তবে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, ত্বহা সিদ্দিকী শুধুমাত্র অভিযোগ জানাতে নয়, মূলত বৈঠক হয়েছিল আব্বাস সিদ্দিকী এবং প্রধান আসাদউদ্দিন ওয়েইসির বৈঠক আটকানোর পদক্ষেপ নিয়ে। এবারের বিধানসভা নির্বাচন কার্যত পরতে পরতে চমক দেখাচ্ছে।

প্রতিবার রাজনৈতিক পরিবর্তনের সময় এলে নেতারা ফুরফুরা শরীফে যেতেন। কিন্তু এবার ফুরফুরা শরীফ থেকেই রাজনীতিতে অংশগ্রহণ করার কথা ঘোষণা করা হয়েছে। খুব স্বাভাবিকভাবেই বিশেষজ্ঞরা মনে করছেন, তৃণমূলের ভাঙনের সুযোগকে সাথে নিয়ে যেরকম রাজ্যে বিজেপি নিজেদের রাজনৈতিক জমি শক্ত করছে, ঠিক সেরকমই একুশের বিধানসভা নির্বাচনে মিম রাজ্যে প্রথম পদক্ষেপ নেওয়ার ঘোষণা করেছে এবং একুশের বিধানসভা নির্বাচনে কিন্তু এই মিম যথেষ্ট প্রভাব ফেলবে বলে নিশ্চিত রাজনৈতিক মহল। অন্যদিকে ফুরফুরা শরীফেও কিন্তু এবার লড়াই জমে উঠেছে। দুই পীরজাদার লড়াইতে কে সংখ্যালঘু ভোটকে নিজেদের ঝুলিতে ভরে, সেদিকে নজর থাকবে ওয়াকিবহাল মহলের।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!