এখন পড়ছেন
হোম > জাতীয় > তৃণমূলের অপশাসনের অবসান ঘটাতে এবার বাংলা জয়ের লক্ষ্যে কান্ডারীর ভূমিকায় অমিত শাহ

তৃণমূলের অপশাসনের অবসান ঘটাতে এবার বাংলা জয়ের লক্ষ্যে কান্ডারীর ভূমিকায় অমিত শাহ

কেন্দ্রীয় বিজেপি সভাপতির মতে বাংলার বিধানসভা দখল করতে হাতে মাত্র সময় দেড় বছর। আর এই দেড় বছরের মধ্যেই বাংলার মানুষকে পাশে পেতে এবং বাংলায় জোরকদমে নির্বাচনী প্রচার চালাতে তথা নির্বাচনী কৌশল রূপায়ণ করতে বিজেপির সর্বভারতীয় সভাপতি তথা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিপুল উৎসাহে এবার বাংলা শেখা শুরু করলেন। যদিও রাজনৈতিক মহলের একাংশের দাবি, কেন্দ্রীয় সভাপতি বহিরাগত আখ্যান ঘোচাতেই এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন। অন্যদিকে, বাংলার নেতাদের উপর সম্পূর্ণ ভরসা না করে এবারে নিজেই বাংলার রাজনৈতিক ময়দানে নামতে চলেছেন অমিত শাহ বলে মনে করা হচ্ছে।

অমিত শাহের বাংলা শেখার ব্যাপারে এবার তীব্র কটাক্ষ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যতই বাংলা শিখে বাংলার মাটিতে পা দেওয়ার চেষ্টা করুন, বাংলায় তিনি বহিরাগত হয়ে থাকবেন। একথা বাংলার মানুষ জানেন। তাই কোনদিনই বিজেপির বাংলা দখলের স্বপ্ন সফল হবে না। এদিন অমিত শাহের বাংলা শেখাকে পাল্টা চাপে ফেলতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার গর্বকে জনসমক্ষে তুলে ধরেছেন। এযাবতকালে বাংলার গর্বের কথা বারংবার মুখ্যমন্ত্রীর বক্তৃতায় উঠে আসছে। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর বক্তব্য- বাংলার মানুষ বাংলার গর্বের কথাই শুনবে। কখনো কোন বহিরাগতের কথা বাংলার মানুষ শুনবে না।

অন্যদিকে, অমিত শাহ 2021 এর বিধানসভা নির্বাচনে বাংলার মাটিতে দাঁড়িয়ে বিজেপির জয় আনার জন্য চুটিয়ে বাংলা শিখতে শুরু করেছেন। বাংলা শেখার জন্য তিনি আলাদা শিক্ষক নিযুক্ত করেছেন বলে শোনা গেছে। মনে করা হচ্ছে, এবার বাংলা শিখে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ 2021 এর বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনের অবসান ঘটাতে চলেছেন। অন্যদিকে, এ বছরেই বাংলার সামনে পুরভোট। অর্ধেক বাংলায় কিছুটা হলেও 2021 এর নির্বাচনের প্রতিচ্ছবি পাওয়া যাবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অনেকেই এই ভোটকে মিনি বিধানসভা ভোট বলে ব্যাখ্যা করছেন। তবে এই পুরভোটে কেন্দ্রীয় সভাপতি অমিত শাহ কতটা বাংলা শিখতে পারলেন এবং কতটা নিজের বহিরাগত আখ্যান ঘটাতে সমর্থ হলেন তা বোঝা যাবে। তবে বিজেপি সূত্রে পাওয়া খবর অনুযায়ী, অমিত শাহ শুধুমাত্র বাংলা ভাষায় শিক্ষা গ্রহণ করছেন,তা না। তিনি বাংলা ও তামিল সহ আরও চারটি ভাষা শিখছেন। অমিত শাহ নিজে গুজরাটি কিন্তু গুজরাটি ভাষার থেকে তিনি অনেক বেশি সাবলীল হিন্দি ভাষায়। উল্লেখ্য অমিত শাহ একজন শাস্ত্রীয় সংগীতশিল্পি এবং তিনি এখনো শাস্ত্রীয় সংগীত অনুশীলন করেন।

রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, লোকসভা নির্বাচনে দিল্লির মসনদ বিজেপি দখল করলেও সম্প্রতি হয়ে যাওয়া বিভিন্ন রাজ্যের বিধানসভা নির্বাচনে দেখা যাচ্ছে বিজেপি যথেষ্ট পিছিয়ে পড়ছে। আশানুরূপ ফল না হওয়ায় এবার কেন্দ্রীয় বিজেপি সভাপতি লক্ষ্য স্থির করেছেন বাংলার বিধানসভা ভোটের দিকে তাকিয়ে। 2021 এর বিধানসভা নির্বাচন বিজেপি জিততে মরিয়া। আর সেই লড়াইকে এগিয়ে নিয়ে যেতে কাণ্ডারির ভূমিকায় অবতীর্ণ হচ্ছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। আপাতত সম্পূর্ণ পরিস্থিতির ওপর নজর রাখছে রাজনৈতিক পর্যবেক্ষকগণ।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!